() translation by (you can also view the original English article)
২০১৬ অলরেডি শুরু হয়ে গেছে এবং দ্রুত শেষও হয়ে যাবে! চলুন দেখি এখানে কি হচ্ছে!
আপনি কি শীঘ্র আপনার ব্যবসা শুরু করবেন ভাবছেন? এবং সেটির জন্য কি একটি নতুন সাইট লঞ্চ করা প্রয়োজন? নাকি আপনার বর্তমান ওয়েবসাইট দিয়ে ঠিক মত কাজ হচ্ছে না, সেটিকে একটি ফ্রেস ডিজাইন দিয়ে পুনরায় লঞ্চ করতে হবে?
এই কাজটি কিন্তু ওয়ার্ডপ্রেস থিমের সাহায্য নিয়ে খুব সহজে নিজে নিজেই করা সম্ভব। থিম দিয়ে একটি ওয়েবসাইট শুরু করা সাশ্রয়ী, তবে দেখতে কিন্তু সেটা প্রফেশনাল মানেরই হয়ে থাকে। নিজের থিম পছন্দ করার সময় আপনি লেআউট, ডিজাইন, ফাংশনালিটি, স্ট্যান্ডার্ড, কাস্টমাইজেশন অপশন সব দেখে অনেক অপশনের মধ্যে থেকে নিজের জন্য একটি থিম বেছে নেয়ার সুযোগ পাবেন।
আর আপনি ওয়েব ডিজাইনার বা ডেভেলাপার - যে কিনা অন্যদের সাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে সাহায্য করে, হলে একটি থিম আপনি নিজের নেক্সট সাইড প্রজেক্ট হিসেবে বানাতে পারেন।
এখানে ২০১৬ এর সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ডপ্রেস থিমের শোকেস করা হল, সাথে কেনার ও ডাউনলোডের লিঙ্কও সব দিয়ে দেয়া আছে। এই থিমগুলো সব প্রফেশনাল ডিজাইনারদের বানানো অনেক অনেক থিমের মধ্যে অল্প হয়টি মাত্র। এবার আসুন দেখি ২০১৬ তে কি হচ্ছেঃ



আপনার ব্যবসার প্রয়োজনের সাথে মিলিয়ে, দেখতে সামঞ্জস্যপূর্ণ একটি থিম সিলেক্ট করা উচিত। একটি থিম সহজেই ইন্সটল করা যায়, এটা দিয়ে সাইট তৈরিতে একটি জাম্পস্টার্ট পাওয়া যায়, আর প্রয়োজনে প্রফেশনাল সাপোর্টও পাওয়া যায় প্রিমিয়াম থিমের সাথে। যেগুলো সবই আপনার ব্যবসায় প্রয়োজনীয়।
৫ টি বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ( ২০১৬ এর ট্রেন্ডিং )
এই হল ৫ টি নতুন ট্রেন্ডিং ওয়ার্ডপ্রেস থিম। এই থিমগুলো ThemeForest এর বেস্টসেলার।
Waxom - রেসপনসিভ ইউনিভার্সাল ওয়ার্ডপ্রেস থিম
আপনি যদি ১০০% রেসপনসিভ একটি থিম চান, তবে Waxom খুবই ভালো একটি চয়েস। এটার স্টাইলিশ ডিজাইন, ফুল ডিসপ্লে ইমেজ অপশন, ভিসুয়াল কম্পোজার পেজ বিল্ডার, থিম কাস্টোমাইজার, আর অনেক লেআউট চয়েসের অপশন রয়েছে।
এটি Bootstrap, HTML5 এবং CSS3 দিয়ে বানানো, সাথে অনেক প্রিমিয়াম ওয়ার্ডপ্রস প্লাগিনও রয়েছে। এই থিমটি অনেক রকমের ব্যবসা, কর্পোরেট, সৃজনশীল ব্যবসা, পোর্টফোলিও আর অনলাইন স্টোর হিসেবে ব্যবহার করার জন্য বানানো হয়েছে। তবে দেরি কেন, এখনই এই থিমটি নিয়ে কাজে লেগে পড়ুন!



Artmag - ক্লিন ওয়ার্ডপ্রেস ব্লগ ও ম্যাগাজিন থিম
Artmag একটি মিনিমাল ও মডার্ন স্টাইলের ব্লগ ও ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস থিম। এটির মধ্যে বেশ কয়েকটি ডিসপ্লে অপশন বিল্ট ইন রয়েছে। যেমন, আনলিমিটেড পেজ ভেরিয়েশন, যার সাথে পোস্টব্লকের অপশন রয়েছে, জেমনঃ পূর্ণ উইদ আর্টিকেলস, লিস্ট পোস্ট, বটম অফ পেজ থাম্বনেইল ইত্যাদি। এই থিমে বেশি কিছু হেডার অপশনও রয়েছে, প্রি বিল্ট হোম ডিজাইনও আছে। এবং এটি রেটিনা রেডি। ওয়ান ক্লিক ইন্সটলের সুবিধাও রয়েছে, যার সাহায্যে মাত্র কয়েক মিনিটেই একটি সাইট আপলোড করে ফেলা যায়।



Optimize - ওয়ার্ডপ্রেস থিম (SEO, ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার জন্য থিম)
হাইলি কাস্টমাইজেবল একটি ওয়ার্ডপ্রেস থিম যেটি পারফর্মেন্স বাড়ানোর জন্য অপটিমাইজ করা। এই থিম টি টপ কোয়ালিটি কোড ও হাই পাওয়ার্ড প্লাগিনস এর সমন্বয়ে তৈরি, যে কারনে এটি স্পিড টেস্টে অনেক হাই স্কোর পেয়ে থাকে। এটি SEO এবং ডিজিটাল মার্কেটিং এর জন্য বিশেষভাবে তৈরি করা, এর মধ্যে অনেক ডিসপ্লে অপশন ও সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশনের অপশন বিল্ট ইন রয়েছে।
আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, অথবা ডিজিটাল মার্কেটিং এর একটি ওয়েবসাইট বানাতে চান, তবে এই থিমটি আপনার জন্য একটি চমৎকার চয়েস। এছাড়াও এই থিমে ফ্ল্যাট ভেক্টর স্টাইল ব্যবহার করা হয়েছে, এবং বেশ কয়টি ল্যান্ডিং পেজ অপশনও এতে দেয়া আছে।



Flow - একটি ফ্রেশ ক্রিয়েটিভ ব্লগ থিম।
আপনার ২০১৬ বছরের গোল যদি একটি ক্রিয়েটিভ ব্লগ বানানো হয়, যেখানে মজার মজার কন্টেন্ট থাকবে যেমন পোস্ট, ভিডিও ইত্যাদি, তবে এই থিমটি আপনার জন্য! এই থিমে ইনফিনিট ফ্লো ব্লগ ডিজাইন ব্যবহার করা হয়েছে - যাতে পাঠকরা একটি পোস্টের পরে পেজ রিলোড ছাড়াই আরেকটি পোস্ট পড়া শুরু করে দিতে পারে। উক্তি, লিঙ্ক, গ্যালারি, স্ট্যান্ডার্ড - সব রকমের পোস্টই এই থিমে সৃজনশীল্ভাবে ডিসপ্লে করা হয়। এই থিমটি সম্পূর্ণ রেসপনসিভ, রেটিনা রেডি, এতে একটি পাওয়ারফুল অ্যাডমিন প্যানেলও রয়েছে যেখানে ইনোভেটিভ ব্লগিং এর বিভিন্ন অপশন দেয়া আছে।



Edena - নতুন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম
এই স্মার্ট ওয়ার্ডপ্রেস থিমটি এই বছরের অন্যতম বেস্টসেলার। এই থিমটি ২০১৬ এর শুরুতে থিম ফরেস্টের সেলস চার্টের শীর্ষে ছিল। এবং সেটির জন্য একটি কারনও রয়েছে বটে! Edena থিমে মাল্টিপল হোমপেজ লে আউটস রয়েছে। এই থিমে মডার্ন টাইপোগ্রাফী ও ফটো লেআউট ( বক্সড বা ওয়াইড অপশন ও রিসাইজ অপশন সহকারে) বেশ ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে।
এই থিমটি শুধু ট্রেন্ডিই নয়, এটিতে অ্যাডভান্স ফিচারও রয়েছে অনেক রকম। এই থিমের সাথে একটি কাস্টমাইজার, ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার, ক্লিন কোডবেস, রেসপন্সিভ ডিজাইন সহ আরও অনেক কিছু রয়েছে!



কিভাবে নিজের নতুন ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করবেন
যদি আপনি একটি প্রিমিয়াম থিম কিনতে চান, তাহলে কেনার পরে তো সেটি ইন্সটল করতেই হবে! আসুন দেখে নেই সেটি কি করে করতে হয়। আমাদের একটি টিউটোরিয়ালে এই কাজের সকল ধাপ বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই টিউটোরিয়ালটি ওয়ার্ডপ্রেস থিমের সংজ্ঞা নিয়েও কিছু আলোচনা করে, স্টাইল ও ফাংশনালিটির পার্থক্য নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। যেন সব বুঝে আপনি নিজের জন্য পার্ফেক্ট ওয়ার্ডপ্রেস থিমটি বেছে নিতে পারেন। এখানে এটি দেয়া হলঃ
যদি উপরে উল্লেখিত কোন থিমই আপনার প্রজেক্টে ব্যবহারের জন্য সুবিধাজনক না হয়, তবে আপনার আরো অন্যান্য থিম ব্রাউজ করে দেখতে হবে। ThemeForest এ অন্যান্য প্রফেশনাল থিম চেক করে ডিসাই্ড করুন, কোন ওয়ার্ডপ্রেস থিম আপনার ওয়েবসাইটের জন্য জুতসই ম্যাচ হবে। এখানে হাজার হাজার থিম রয়েছে একটি দেখে বেছে নেয়ার জন্য, যেগুলো নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
