রেস্পন্সিভ ডিজাইনসহ ১০ টি সেরা বুটস্ট্র্যাপ ল্যান্ডিং পেইজ টেম্পলেট
Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)
আপনি কি একটি নতুন মার্কেটিং ক্যাম্পেইনে কাজ করছেন? অথবা আপনার পণ্যসমূহ কি শীঘ্রই চালু হবে? আপনার কি অতি সত্ত্বরই একটি ল্যান্ডিং পেইজ তৈরি ও প্রকাশ করতে হবে? এমন একটি ল্যান্ডিং পেইজ যা থেকে নতুন গ্রাহক পাবেন?
একেবারে খসড়া থেকে কোনও কার্যকর ল্যান্ডিং পেইজ তৈরি করার জন্য অনেক কাজ করতে হয়। আপনি চাইলে ফটোশপ বা স্কেচ দিয়ে আপনার পছন্দের লেআউটটি তৈরি করতে পারেন, তারপর আপনার সমস্ত ডিজাইন এলিমেন্টসমূহ (যেমন, রং, ফন্ট, আইকন এবং গ্রাফিক্সসমূহ একত্রিত করতে পারেন), এবং তারপর আপনার পছন্দের কোড এডিটরে তা রেস্পন্সিভ ডিজাইন স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তারপর কিছু পরীক্ষা-নিরীক্ষা করুন, এবং নিশ্চিত হউন যে এটা সমস্ত মডার্ন ব্রাউজারগুলোতে ঠিকভাবে কাজ করছে কিনা, এবং একইসাথে মোবাইল ডিভাইসগুলোতেও। এবং পরিশেষে, আপনার কপালের ঘাম মুছলেন, হুহ!
তবে এখানে বিবেচনা করার মত আরেকটি বিষয় আছে। আপনি চাইলে একটি ল্যাণ্ডিং পেইজ টেম্পলেট দিয়ে আপনার অনেক সময় বাঁচাতে পারেন, এবং একইসাথে আশানুরূপ ফলও পেতে পারেন। আর এজন্য যা লাগবে তা হচ্ছে এমন একটি ল্যান্ডিং পেইজ টেম্পলেট, যা ইতিমধ্যেই সুপরিকল্পিত, সুন্দরভাবে কোড করা, পরীক্ষিত, এবং ব্যবহার করার জন্য সম্পূর্ণ প্রস্তুত!
বুটস্ট্র্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ, রেস্পন্সিভ ডিজাইন
গ্রাফিকরিভারে বেশ কিছু প্রতিক্রিয়াশীল ল্যান্ডিং পেইজ টেম্পলেট আছে—যেগুলো আপনি কিনতে এবং ডাউনলোড করতে পারবেন।
আপনার প্রয়োজন হতে পারে এমন ব্যবসায়ের কথা মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়েছে। আপনি কি আপনার ইমেইল নিউজলেটারের মাধ্যমে নতুন সাইনআপ চান, আপনার ওয়েবসাইটের জন্য মার্কেটিং করতে চান, আপনার ইভেন্টের প্রচার করতে চান অথবা আপনার পণ্যের জন্য নতুন নতুন গ্রাহক চান? এই ল্যান্ডিং পেইজ টেম্পলেটগুলোতে আপনার চাহিদামাফিক সবগুলো বৈশিষ্ট্যই রয়েছে।



ভাল ও পরীক্ষিত কোডিং স্ট্যান্ডার্ড দিয়ে নির্মিত এই টেম্পলেটগুলো উদ্যোক্তা, বিপননকারী বা ওয়েব প্রফেশনালদের জন্য বহুমুখী ও উচ্চ মান সম্পন্ন ল্যান্ডিং পেইজের নিশ্চয়তা প্রদান করে। আপনার আশা অনুযায়ী এগুলোতে বেশ কিছু মানসম্পন্ন ফিচার রয়েছে, যেমন:
- বুটস্ট্র্যাপ ৩ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ
- সম্পূর্ণ রেস্পন্সিভ
- একাধিক পেইজ স্টাইল
- ভেলিড HTML5 / CSS3 মার্কআপ
- পরিচ্ছন্ন এবং ভালভাবে কমেন্টকৃত কোড
- ইমেইল সফটওয়্যার কম্প্যাটিবল
এই ল্যান্ডিং পেইজগুলোর প্রত্যেকটিরই কিছু না কিছু অনন্য বৈশিষ্ট্যসমূহ আছে। এগুলোতে বিভিন্ন সৃজনশীল অপশন যেমন, পেইজ বিল্ডার, ইমেজ গ্যালারী, ভিডিও ব্যাকগ্রাউন্ড, সৃজনশীল লেআউট, মূল্য সারণী, যোগাযোগের ফরম, মেইলচিম্প, আইকন এবং ওয়েব ফন্ট সাপোর্ট ইত্যাদি সুযোগ সুবিধা আছে। এগুলো হচ্ছে একটি সম্পূর্ণ প্যাকেজের সমন্বয়, যাতে আপনি একটি ল্যান্ডিং পেইজের জন্য প্রয়োজনীয় সবকিছুই একত্রে পাবেন।
আপনি এগুলো খুব দ্রুত সেটআপ করতে পারবেন, ইউনিক গ্রাফিক্সসমূহ যোগ করতে পারবেন, আপনার বিপনন বার্তা সাজাতে পারবেন, এবং খুব দ্রুত আপনার ল্যান্ডিং পেইজ চালু করতে পারবেন, ফলে আপনি দ্রুত নিয়মিত গ্রাহক পেতে শুরু করবেন!
বুটস্ট্র্যাপ ল্যান্ডিং পেইজ টেমপ্লেট
এখানে রেস্পন্সিভ ডিজাইনসহ দশটি সেরা বুটস্ট্র্যাপ ল্যান্ডিং পেইজের তালিকা দেয়া হলোঃ
১। ইউরিপ – প্রফেশনাল বুটস্ট্র্যাপ ল্যান্ডিং পেইজ
ইউরিপ হচ্ছে বুটস্ট্র্যাপ ৩ দিয়ে তৈরি একটি এইচটিএমএল ল্যাণ্ডিং পেইজ। এটাতে আধুনিক ডিজাইন সহ বেশ কিছু সৃজনশীল অপশন আছে। যেমন লীড জেনারেশন, এপ্লিকেশন প্রমোশন, ইভেন্ট ঘোষণা, হিরো ফরম এবং আরও অনেক কিছু। প্রত্যেকটি অপশনেই ভিন্ন ভিন্ন ফিচার আছে যা দিয়ে আপনি আপনার ডিজাইন ইচ্ছেমত কাস্টমাইজ করে নিতে পারবেন। এটাতে মেইলচিম্প ইন্টীগ্রেশন এবং আরও বেশ কিছু সহজে ব্যবহারযোগ্য ফিচার আছে। এই টেম্পলেট দিয়ে আপনি খুব দ্রুত এবং সহজেই একটি প্রফেশনাল ল্যান্ডিং পেইজ পাবেন।



২। সিলেক্ট – পেইজ বিল্ডারসহ ল্যান্ডিং পেইজ টেম্পলেট সেট
এই পেইজবিল্ডারের ভিতর প্রায় ৩০ টি মাল্টি-পারপাস ল্যাণ্ডিং পেইজ অপশন আছে, যেগুলো দিয়ে আপনি ইচ্ছেমত ল্যান্ডিং পেইজ তৈরি করতে পারবেন। এটাতে কাজ করতে সক্ষম বেশ কিছু মোকআপ, লেআউট অপশন এবং ইউনিক অপশনসমূহ আছে। এটা ভেলিড HTML5 এবং CSS3 দ্বারা কোড করা হয়েছে যা বুট স্ট্র্যাপ ভার্শন ৩ এর সাথে কম্প্যাটিবল, এবং এটাতে গুগল ফন্টসমূহ ব্যবহার করা হয়েছে। টার ফাংশনালিটিসমূহ বেশ শক্তিশালী যা দিয়ে টেক্সট এডিট করা, এলিমেন্টসমূহ পরিবর্তন করা এবং ভিডিও ইন্টিগ্রেশন করা সম্ভব। এটাতে অসংখ্য অপশনসমূহ আছে এবং এই মুহূর্তেই ব্যবহার করতে প্রস্তুত!



৩। আর ডট জেন- পেইজ বিল্ডার সহ ল্যান্ডিং পেইজ টেম্পলেট।
এই পরিচ্ছন্ন ল্যান্ডিং পেইজ টেম্পলেটের ডিজাইনটি খুব পরিচ্ছন্ন, বুটস্ট্র্যাপ ৩ দিয়ে তৈরি এবং পরিচ্ছন্নভাবে কমেন্টকৃত কোড যা দিয়ে খুব সহজেই যেকোনও ল্যান্ডিং পেইজ তৈরি ও প্রয়োজনীয় সংশোধন করা যায়। এটাতে আওবার, মেইলচিম্প, গেটরেসপন্স, কন্সট্যান্ট কন্ট্যাক্ট, ক্যাম্পেইন মনিটর এবং আরও অনেকগুলো ইমেইল ক্লায়েন্ট আছে।
এটাতে ৩৫ টিরও বেশী ল্যান্ডিং পেইজ আছে, যেগুলোতে ড্র্যাগ এন্ড ড্রপ পেইজ বিল্ডার ব্যবহার করে সহজেই কাস্টমাইজ করা যায়। ২৬০ টিরও বেশী ডিজাইন অপশন ও অসংখ্য পেইজ অপশন আছে!



৪। মাল্টিপারপাস ল্যান্ডিং পেইজ ট্যামপ্লেট – অল ইন ওয়ান
যদি আপনার এমন একটি ল্যান্ডিং পেজ প্রয়োজন হয়, যা মূলত আপনার পাঠককে গ্রাহকে রুপান্তর করার মত ডিজাইন দিয়ে তৈরি, তাহলে আর দেখার প্রয়োজন নেই। একের ভিতর সব কিছু থাকা এই ল্যান্ডিং পেইজ দিয়ে আপনি আপনার ভিজিটরকে নিয়মিত গ্রাহকে পরিণত করে বিক্রয় বাড়াতে পারবেন। এর অনন্য বিক্রয় ব্যবস্থাপনাটি বেশ ভালো, কারণ এখানে মডেলের ছবি, এবং আপনার পণ্য গুনাগুন ও সামাজিক প্রমাণ প্রদর্শন এবং কল টু অ্যাকশন হাইলাইট করার জন্য আলাদা আলাদা বিভাগ আছে। এছাড়াও এটাতে আছে একটি HTML পেইজ বিল্ডার, এবং জনপ্রিয় বুটস্ট্র্যাপ ৩ ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে কোডিং করার সুবিধা। তাই এই রেস্পন্সিভ ল্যান্ডিং পেইজটি হতে পারে একটি দারুন পছন্দ!



৫। লাঞ্চ – রেস্পন্সিভ স্টার্টআপ ল্যান্ডিং পেইজ টেম্পলেট
নায়ক চিত্র এবং পূর্ণ পর্দা ভিডিও বিকল্পগুলির সাথে, প্রবর্তন একটি সহজ, ট্রেন্ড ল্যান্ডিং পৃষ্ঠা টেমপ্লেট নকশা। এটাতে বেশ কিছু আলাদা আলাদা বিভাগ আছে যেখানে আপনি আপনার কোম্পানির বিভিন্ন ফিচার, আপনার পণ্যের মূল সুবিধা, বৈশিষ্ট্য এবং মূল্যতালিকা তুলে ধরতে পারবেন।
এটা সেটআপ করার জন্য দ্রুত এবং সাথে কাজ করা সহজ। এই রেস্পন্সিভ টেম্পলেটটি বুটস্ট্র্যাপ ৩ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং HTML5 এবং CSS3 ও Font Awesome আইকনসমূহ দিয়ে তৈরি। এটি সমর্থিত বহুভাষী এবং SEO বন্ধুত্বপূর্ণ।



৬। গেটলীডস – পেইজ বিল্ডারসহ ল্যান্ডিং পেইজ টেম্পলেট প্যাক
HTML5 ও CSS3, এবং বুটস্ট্র্যাপ ৩ ফ্রেমওয়ার্ক দিয়ে তৈরি, এটি হচ্ছে একটি নমনীয় ও শক্তিশালী ল্যান্ডিং পেইজ। গেটলীডের মধ্যে প্রায় ২১৫ টিরও বেশী বিভাগ রয়েছে। এটাতে এমন একটি পেইজ বিল্ডার আছে যা দিয়ে সমস্ত ডিজাইন উপাদানগুলো সম্পাদনা করা বেশ সহজ। টেক্সট, ইমেজ এবং সোর্স কোড অপশনগুলো দিয়ে খুব সহজেই সম্পাদনা ও কাজ করা যায়। এখনই আপনার ল্যাণ্ডিং পেইজ সেটআপ করে নিন!



৭। ওয়েভা অ্যাপ – রেস্পন্সিভ ল্যান্ডিং পেইজ টেম্পলেট
আপনার অ্যাপটি বিশ্বের কাছে উপস্থাপন করুন! Wava টেমপ্লেটটি HTML5 এবং CSS3 মার্কআপ দ্বারা নির্মিত যা Bootstrap V3 দিয়ে তৈরি এবং ক্রস ব্রাউজার সাপোর্টের জন্য পরীক্ষিত। এটি বেশ পরিচ্ছন্ন ডিজাইন ও রেস্পন্সিভ লেআউট সহকারে ডিজাইন করা হয়েছে, যা মূলত স্টার্টআপ মোবাইল অ্যাপসের প্রচারের জন্য তৈরি। এটা খুব ভালোভাবে নথিবদ্ধ এবং কাস্টমাইজ করা সহজ। আপনি যদি একটি নতুন মোবাইল অ্যাপ বিশ্বের কাছে তুলে ধরতে এবং বিক্রয় করতে আগ্রহী থাকেন, তাহলে এটি আপনার জন্য একটি চমৎকার ল্যান্ডিং পেইজ টেমপ্লেট।



৮। মাল্টিপারপাস ল্যান্ডিং পেইজ টেম্পলেট – ফ্লাট ভল্ট
ফ্লাটভল্ট হচ্ছে একটি আধুনিক ফ্ল্যাট ডিজাইন স্টাইলের একটি ল্যান্ডিং পেইজ টেমপ্লেট। এটা সম্পূর্ণ রেস্পন্সিভ এবং বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি। কাস্টমাইজ এবং সেটাপ করা সহজ, এটাতে খুব দ্রুত আপনি আপনার পণ্য বা পরিষেবার বিবরণ যুক্ত করতে পারবেন। এর মধ্যে রয়েছে একটি লিড-ক্যাপচার এবং একটি ক্লিক-সংযোজনকৃত ডিজাইন, পাশাপাশি ভিডিও ইন্টিগ্রেশন, ওয়ার্কিং ফর্ম, ঘূর্ণায়মান টেক্সট অ্যানিমেশন, প্রাইসিং টেবিল, এবং আরো অনেক কিছু। একটি আকর্ষণীয় ল্যান্ডিং পেইজ ডিজাইন পেতে এই থীম কিনুন ।



৯। কীসফট – সফটওয়্যার ল্যান্ডিং পেইজ টেম্পলেট
আপনার নতুন সফ্টওয়্যার, মোবাইল অ্যাপ বা Sass স্টার্টআপের জন্য একটি সুন্দর রেস্পন্সিভ ল্যান্ডিং পেইজ প্রয়োজন হলে, এই টেমপ্লেটটি আপনার জন্য। ড্যাশবোর্ড, মোবাইল বা সাবস্ক্রাইব করার জন্য একাধিক লেআউট স্টাইল আছে, এছাড়াও অসংখ্য রংয়ের স্কিম, ভিডিও এবং ইমেজ ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরণের হেডারসহ আরো অনেক কিছু আছে। কীসফট দিয়ে আপনি একটি সুসংগঠিত, ভালভাবে নথিভুক্ত টেম্পলেট উপস্থাপনা করতে পারবেন!



১০। যোলো – বুটস্ট্র্যাপ মাল্টিপারপাস ল্যান্ডিং পেইজ ফর অ্যাপস
আইওএস এবং অ্যান্ড্রয়েডের উপর ভিত্তি করে যোলো একটি নমনীয়, সম্পূর্ণ রেস্পন্সিভ ল্যান্ডিং পেইজ টেমপ্লেট। এটাতে পরিচ্ছন্ন নকশার পাশাপাশি আকর্ষণীয় ইন্টারফেসের সাথে স্টাইলিশ ফিচার সমূহ আছে। এটি দিয়ে দ্রুত লোড করা, মসৃণ নেভিগেশন সেটআপ, এবং সূক্ষ্ম অ্যানিমেটেড স্ক্রলিং করা সম্ভব। এটি একটি কার্যকর ল্যান্ডিং পেইজ টেমপ্লেট যা আপনি আপনার ব্র্যান্ড স্টাইলের কাস্টমাইজ করতে পারেন। যদি আপনার একটি আধুনিক ল্যান্ডিং পেইজ টেমপ্লেট প্রয়োজন হয়, তাহলে আজই এটা নিতে পারেন!



৫ টি বেসিক ল্যান্ডিং পেইজ টিপস
এখানে কয়েকটি টিপস দেয়া হলো, যা আপনার ল্যান্ডিং পেইজ ডিজাইন করতে ও আপনার মেসেজ কাস্টমাইজ করতে ও গ্রাহক বাড়াতে সহায়ক হবে। এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনি অতি দ্রুত আপনার ল্যান্ডিং পেইজ তৈরি করতে ও আপনার ব্র্যান্ড এবং ব্যবসায়িক উদ্দেশ্য কাস্টমাইজ করে তাৎক্ষনিক বিক্রয় পেতে শুরু করবেন।
এই টিপসগুলো অনুসরণ করার আগে সতর্কতাস্বরূপ যদি জানতে চান যে, একটি ল্যাণ্ডিং পেইজ কি করে এবং কিভাবে কাজ করে, তাহলে প্রথমে নিন্মোক্ত রচনাটি পড়ে নিনঃ
১। একটি মানসম্পন্ন ল্যান্ডিং পেইজ টেম্পলেট দিয়ে শুরু করুন
এত এত প্রফেশনাল ল্যান্ডিং পেজ-এর টেমপ্লেট থেকে একটি বেছে নিয়ে ব্যবহার করা কঠিন হতে পারে। এখানে কিছু বিষয় বিবেচনা করতে হবে:
- প্রথমে, আপনি আপনার ল্যান্ডিং পেজের জন্য কী ধরণের ভিজুয়াল স্টাইল চান তা নিয়ে ভাবুন। আপনার ব্র্যান্ড এবং পণ্যের সাথে মানিয়ে যায় এমন একটি ল্যাণ্ডিং পেইজ বেছে নেওয়া উচিত । আপনি ট্রেন্ডি হিরো ভিডিও হেডারের সাথে আধুনিক ডিজাইনের ল্যান্ডিং পেইজ চান, যেমনটি লাঞ্চ স্টার্টআপ ল্যান্ডিং পেইজে দেখা যায়? অথবা আপনি কি দি ওয়াভা অ্যাপ ল্যান্ডিং পেইজের মতো একটি ল্যান্ডিং পেইজ চান, যা দিয়ে আপনার সফটওয়্যার তুলে ধরতে পারবেন? যাই হোক, আপনি হয়তোবা এমন একটি ল্যান্ডিং পেজ চান যা আকর্ষণীয় এবং যাতে আপনার লক্ষ্যে্র সঙ্গে মানানসই ডিজাইন স্টাইল আছে।
- স্টাইল ছাড়াও আপনার কী কী কার্যকারিতা প্রয়োজন সেটাও বিবেচনা করা উচিত। আপনি কি একটি জীবনবৃত্তান্ত নির্মাণকারী অন্তর্ভুক্ত করতে চান, যা দিয়ে আপনি পছন্দমত কাস্টমাইজেশন করতে পারবেন? আপনার কি মেইলচিম্পের মতো ইমেইল মার্কেটিং সফটওয়্যারের সাথে ইন্টিগ্রেশন থাকা প্রয়োজন? একটি বিল্ট-ইন ভিডিও ফিল্ড কি গুরুত্বপূর্ণ? কেনার আগে, কোন টেমপ্লেটটি আপনার চাহিদার সাথে মানিয়ে যায় তা পর্যালোচনা করুন।
এমন একটি ল্যান্ডিং পেইজ টেমপ্লেট পছন্দ করুন যা আপনার প্রয়োজনীয় চেহারা এবং বৈশিষ্ট্য উভয়ই ধারণ করতে সক্ষম। এবং আপনি যদি একটি ইউনিক ল্যান্ডিং পেইজ তৈরি করতে চান, তাহলে আমাদের কাছে এমন পেশাদার ওয়েব ডিজাইনার আছে। তাঁদের মাধ্যমে আপনি যে কোনো টেমপ্লেট কাস্টমাইজ করতে পারেন অথবা আপনার জন্য স্ক্র্যাচ থেকে একটি ল্যান্ডিং পেইজ তৈরি করার অনুরোধ জানাতে পারেন।
২। আপনার ল্যান্ডিং পেইজ ডিজাইনটি খুব সাধারণ রাখুন।
একটি ল্যাণ্ডিং পেইজকে খুব পরিশীলিত ও ঝামেলামুক্ত ডিজাইনের হতে হবে। অতিরিক্ত উপাদান বাদ দিয়ে এটাকে সহজ সরল রাখা দরকার। আপনার ল্যান্ডিং পেইজটি একটি একটি মূল লক্ষ্যের উপর ভিত্তি করে ডিজাইন করতে হবে। আর এ কারণেই এ ধরণের ল্যান্ডিং পেইজে উচ্চ মাত্রার গ্রাহক
সম্পৃক্ত হয়ে থাকে। কারণ তাঁরা মূল বিষয়টির উপরই আলোকপাত করে থাকে।
আপনার ল্যান্ডিং পেইজ টেম্পলেটটির বিন্যাস এমন হতে হবে যাতে আপনার বার্তা, প্রোডাক্ট ফিচার, টেস্টিমনিয়াল এবং আরও অন্যান্য বিষয় যুক্ত করার জন্য আলাদা আলাদা সেকশন বা বিভাগ থাকবে। আপনার ল্যান্ডিং পেইজে কেবল আপনার পন্যের জন্য প্রয়োজনীয় ডিজাইনই যুক্ত করুন, এবং অপ্রয়োজনীয় সমস্ত উপাদান বাদ দিন, যা আপনার পেইজের ভিজিটরদেরকে দ্বিধান্বিত করতে পারে।
আপনার পেইজটি লোকজন যে কারণে ভিজিট করছে, তার প্রতিই তাঁদের মনোযোগ নিবদ্ধ রাখুন, এবং এটাকে সাদা-সিধা রাখুন যাতে তাঁরা সহজেই সাইন-আপ বা ক্রয় করতে পারে। এমন কোনও অপশন যোগ করবেন না যা, তাঁদের মনোযোগকে কল টু অ্যাকশন থেকে সরিয়ে দিতে পারে। আপনার ল্যান্ডিং পেইজে এসে একজন ভিজিটর কি করবে এবং কী পূরণ করবে বা কোথায় ক্লিক করবে, এসব বিষয় তাঁদের কাছে স্পষ্ট ও পরিষ্কার হতে হবে।
এমন কোনও অতিরিক্ত মেনু লিংক বা ন্যাভিগেশন যোগ করবেন না যা আপনার ভিজিটরদেরকে নির্দিষ্ট লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে। আপনার প্রতিটি উপাদান, ছবি, বার্তা আপনার বিপনন কৌশলের সাথে মানানসই হতে হবে, যা কেবল একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকেই পরিচালিত করবে।
এই বিষয়ে আমাদের কোর্সে ল্যান্ডিং পেজ ডিজাইনের মূলনীতি সম্পর্কে আরও জানুন, অথবা মৌলিক বিষয় জানতে এই নিবন্ধটি দিয়ে শুরু করা যাক:
৩। আপনার গ্রাফিক্স এবং ব্র্যাণ্ডিং এসেট সমূহ যুক্ত করুন
আপনার ল্যান্ডিং পেইজে আপনি যে গ্রাফিক্স এবং রূপকল্প ব্যবহার করেন তা আপনার গ্রাহক রূপান্তরের উপর নাটকীয় প্রভাব ফেলতে পারে।
আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার ব্যবহৃত সমস্ত রং এবং এসেটসমূহ আপনার ব্র্যান্ডের সাথে মানিয়ে যাচ্ছে কিনা। আপনি যে পণ্যটি বিক্রি করছেন এবং আপনার ব্র্যান্ডের গাইডলাইনের সাথে আপনার ল্যাণ্ডিং পেইজের মিল থাকতে হবে।
এমন স্টক ফটো ব্যবহার করবেন না যা সাধারণ স্টক ফটোগ্রাফির মতো দেখায়, এবং অন্য সবাই ব্যবহার করে । আপনি আপনার ফটোগ্রাফি দিয়ে আপনার পণ্যকে তুলে ধরুন, যা দেখতে একেবারে আসল এবং আকর্ষণীয় মনে হয় এবং দর্শনার্থীর সাথে একটি আবেগপূর্ণ সংযোগ তৈরি করতে পারে।
প্রকৃত ছবির জন্য এনভেটো স্টকে ব্রাউজ করুন অথবা কাস্টম ছবি বা অনন্য গ্রাফিক্স পেতে গ্রাফিকরিভারে দেখতে পারেন। এছাড়াও আপনি ভিডিওহাইভ থেকে ভিডিও প্রজেক্ট ফাইল নিতে পারেন যেমন প্রোডাক্ট প্রোমোশন, অ্যাপ্লিকেশন শোকেস, মোশন গ্রাফিক্স, এবং ওপেনার ফুটেজ।
৪। আপনার ম্যাসেজ কাস্টমাইজ করুন।
আপনার বার্তাগুলো সাজানোর আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে, কাদের সাথে আপনি কথা বলছেন। পরিষ্কারভাবে আপনার টার্গেট দর্শক শনাক্ত করুন, তারপর আরো সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করতে আপনার পণ্য তাঁদের কি কাজে লাগবে তা বের করুন।
এখন আপনি তাঁদের মনোযোগ আকর্ষণ করতে হেডলাইনটি সাজাতে পারেন। এছাড়াও, সংক্ষিপ্ত অনুচ্ছেদ তৈরি করুন এবং আপনার সম্ভাব্য গ্রাহকের দৃষ্টিকোণ থেকে আপনার সমাধান ও সুবিধা সম্পর্কে কিছু সুনির্দিষ্ট বুলেট পয়েন্ট তৈরি করুন।
আপনার ল্যান্ডিং পৃষ্ঠাগুলি লেখার সময়, আপনার অনুলিপি সংক্ষিপ্ত এবং টু দি পয়েন্টে রাখুন। এমন ভাষা ব্যবহার করুন যা আপনার ব্র্যান্ডের সাথে সংগতিপূর্ণ কিন্তু মনোযোগ আকর্ষণ করে। "আপনি" ভয়েস ব্যবহার করে সরাসরি লিখুন, যাতে আপনি একজন পরিদর্শক সরাসরি কথা বলতে পারেন এবং আপনার পণ্যগুলির বৈশিষ্ট্যগুলি সম্পর্কেই শুধু ব্যাখ্যা না করেন।
তাঁদেরকে আপনার পণ্যটির গুনাগুন জানিয়ে কেন এটা তাঁদের কাজে লাগবে, সে সম্পর্কে অবহিত করুন ও উদ্বুদ্ধ করুন, এবং আপনার নির্দিষ্ট ফরম পূর্ণ করলে তাঁরা কি সুবিধা পাবে, তাও জানান। তাঁদের সামনে একটি চিত্র ফুটিয়ে তুলুন কিন্তু তা যেন সংক্ষিপ্ত হয় ও তাঁদেরকে নির্দিষ্ট কল টু অ্যাকশনের দিকে পরিচালিত করে তা নিশ্চিত করুন।
কার্যকর ল্যান্ডিং পেইজ সম্পর্কে আরও জানুন:
মনে রাখবেন, আপনার বার্তা কদাচিৎ চূড়ান্ত হিসেবে ধরা হবে। এটা এমন একটি বিষয় যা আপনাকে পরীক্ষা করতে হবে এবং প্রয়োজনে সংশোধন করতে হবে।
৫। কনভার্সনের জন্য অপ্টিমাইজ করা
আপনার ল্যাণ্ডিং পেইজটি সম্পূর্ণ প্রস্তুত করতে সময় লাগবে। আপনার পেইজের কনভার্সন রেট এবং কার্যকারিতা বাড়াতে আপনাকে এই পেইজটি বার বার সংশোধন ও সমন্বয় করতে হবে।
আপনার চিত্রসমূহ যোগ করার পর আপনি হেডলাইন ও বার্তা যুক্ত করবেন। তারপর কল টু অ্যাকশন তৈরি করবেন। তারপর টেস্ট করতে শুরু করবেন। তুলনামূলকভাবে একাধিক অপশন পরীক্ষা করে দেখবেন, কোনটি সবচেয়ে ভালো কাজ করে।
আপনি A/B টেস্ট করে দেখতে পারেন যে কোন উপাদানগুলো আপনার ল্যাণ্ডিং পেইজের জন্য সবচেয়ে ভালো কাজ করে। এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান দেয়া হলো যা দিয়ে আপনি পরীক্ষা শুরু করতে পারেন:
- হেডলাইন
- কপি
- প্রশংসাপত্র
- কল টু অ্যাকশন
- ইমেজ অথবা ভিডিও
শুরু করার জন্য মাত্র কয়েকটি জিনিষ দেয়া হলো, এছাড়াও আরও অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। ল্যান্ডিং পেইজ অপ্টিমাইজ করার প্রক্রিয়া এবং A/B টেস্টিং সম্পর্কে আরও জানুনঃ
- মার্কেটিংল্যান্ডিং পেজ অপ্টিমাইজেশনের জন্য একটি স্মার্ট গাইডএডি আরনেস্ট
- A/B টেস্টিংA/B টেস্টিং এর ক্ষেত্রে একজন ওয়েব ডিজাইনারের ভূমিকাসিদ্ধার্থ দেসওয়াল
আপনার ল্যান্ডিং পেইজের জন্য একটি সংক্ষিপ্ত উদ্দেশ্য ঠিক করুন, এবং শুধুমাত্র আপনার গ্রাহক রূপান্তর লক্ষ্য পূরণ করতে সহায়তা করে এমন তথ্যগুলোই অন্তর্ভুক্ত করুন। তারপর আপনি সঠিক ফলাফল না পাওয়া পর্যন্ত পরীক্ষা করে যান।
একটি প্রিমিয়াম ল্যান্ডিং পেইজ টেম্পলেট বেছে নিন!
সর্বশেষ ফলাফল আসলে নির্ভর করে আপনার সাইট অথবা মার্কেটিং ক্যাম্পেইনের জন্য ল্যাণ্ডিং পেইজটিকে অন্যান্য পেইজ থেকে কোন বিষয়টি আলাদা করে থাকে তার উপর। ল্যাণ্ডিং পেইজের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একটি নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে তৈরি হয়, যাতে আরও বেশী সংখ্যক গ্রাহক ও বিক্রয় পাওয়া যায়। এগুলো কার্যকর অনলাইন বিপণনের একটি মূল উপকরণ।
আমাদের কয়েকশো পেশাদার
ডিজাইন অপশন আছে, যার মধ্যে যেকোনো ল্যান্ডিং পেইজ আপনার সময় সংরক্ষণ করবে এবং আপনাকে পেশাদার ও ভালোভাবে কোডকৃত ল্যান্ডিং পেইজ
প্রদান করতে সক্ষম। আপনার পরবর্তী প্রচারণার জন্য থিমফরেস্ট থেকে পছন্দের
ল্যাণ্ডিং পেইজ টেম্পলেট খুঁজে নিন।
