1. Business
  2. Microsoft PowerPoint

১৫টি সেরা পিচ ডেক টেম্পলেটঃ বিজনেস প্লান পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের জন্য

Scroll to top
Read Time: 13 min
This post is part of a series called How to Make Great Pitch Decks (Startup Presentation Guide).
10 Presentation Design Tips + Video (To Make the Best Pitch Deck in 2022)
22 Best Free Pitch Deck Templates for PowerPoint (Startup PPT Downloads 2023)
This post is part of a series called Microsoft PowerPoint Templates (Ultimate Guide to the Best PPT).
30 Animated PowerPoint PPT Templates (With Cool Interactive Slides for 2023)
30 PPT Templates: To Make Simple Modern PowerPoint Presentations in 2023

() translation by (you can also view the original English article)

আপনি কি আপনার ব্যবসায়িক ধারণার জন্য তহবিল গঠন করতে চান? খুব শীঘ্রই কি বিনিয়োগকারীদের কোনও মিটিং শুরু করতে যাচ্ছেন? যদি তাই হয়, আপনার পিচ ডেকের অর্ডার দিয়েছেন কি?

বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় পিচ ডেক তৈরি করা একটি চ্যালেঞ্জিং ব্যপার বটে। আপনার এমন একটি ধারাবাহিক বর্ণনা দরকার যা খুব দ্রুতই স্লাইড ডিজাইনের সাথে অনুরনিত হবে এবং কোনও বাহুল্য সৃষ্টি করবে না।

আপনার ডেকটি অবশ্যইঃ আপনার দলকে তুলে ধরবে, সমস্যা এবং আপনার উদ্ভাবনী সমাধান, আপনার ব্যবসায়িক পরিকল্পনা, পাশাপাশি সঠিক প্রমাণ দিবে (আর্থিক এবং অন্যান্য) যা একজন কাণ্ডজ্ঞানধারী বিনিয়োগকারী হিসাবে সবার জানা প্রয়োজন।

বিনিয়োগকারীদের উচ্চ প্রত্যাশা থাকবে এবং আপনার প্রয়োজনীয় তহবিল পেতে আপনাকে প্রেজেন্টিং ডেকটি এমনভাবে সাজানো দরকার যা তাঁদের মুগ্ধ করবে। 

এনভেটো মার্কেটে আমাদের প্রায় হাজারখানেক প্রিমিয়াম পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন টেম্পলেট আছে। এই পোস্টে আমরা কেবল ওই ডিজাইনগুলোই তুলে ধরছি যা বিশেষভাবে পিচ ডেক ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের জন্য তৈরি করা হয়েছে। যদি আপনার একটি পিচ ডেক টেম্পলেট দরকার হয়, তবে আপনি দ্রুতই তা ইচ্ছেমত রুপান্তর করে নিতে পারেন। এই রচনায় আমরা আমাদের সেরা ডিজাইনগুলোই তুলে ধরবো। 

আপনি খুব দ্রুত যোগ করতে পারেন আপনার ব্যবসায়িক ধারনা, করতে পারেন তথ্য সন্নিবেশ, আপনার উদ্ভাবনী সমাধান তুলে ধরতে পারেন, এবং সঠিক নৈপুণ্যের সাথে স্লাইডটি তৈরি করতে পারেন যা আপনার বিনিয়োগকারীদের মন জয় করতে ও আপনার জন্য নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করতে সত্যিই প্রয়োজন। 

পাওয়ারপয়েন্ট পিচ ডেক টেম্পলেটসমূহ

এখানে মোট পনেরোটি সেরা পিচ ডেক টেম্পলেট তুলে ধরা হলো, যা আপনার ব্যবসায়িক পরিকল্পনা ও প্রারম্ভিক উপস্থাপনা দুটোর জন্যই তৈরিঃ

১। স্টার্টআপ এক্স – পারফেক্ট পিচ ডেক পাওয়ারপয়েন্ট টেম্পলেট

এই পরিপূর্ণ পাওয়ারপয়েন্ট টেম্পলেটটিতে সব উপাদান এবং একশয়েরও বেশি স্লাইড ডিজাইন অর্থাৎ যা যা একটি সফল পিচের জন্য দরকার তার সবই আছে।  দক্ষতার সঙ্গে আপনার কোম্পানির দৃষ্টিভঙ্গি উপস্থাপন করুন, টাইমলাইন স্লাইডে আপনার রোডম্যাপ ও বাজার কৌশল তুলে ধরুন। এছারাও এখানে নতুন ধারণা উপস্থাপন, বিক্রয়লব্ধ আয় কাঠামো, এবং কিভাবে প্রতিযোগীতায় টিকবেন তা দেখানোর জন্য আলাদা টাইমলাইন স্লাইড আছে। 

সব উপাদানগুলোই সম্পূর্ণরূপে সম্পাদনাযোগ্য।  তাই আপনি আপনার ডেক দ্রুত কাস্টমাইজ করতে পারবেন। এটাতে একই সঙ্গে আছে টাইটেল স্লাইড, দলগত তথ্য, পণ্যের বিবরন, টাইমলাইন, সার্ভিস স্লাইড, ডিভাইস মোকআপ, বিক্রয়লব্ধ আয়ের মডেল, টেবিল, দিনলিপি, ইনফোগ্রাফিক্স, ইলাস্ট্রেশন এবং আরও অনেক কিছু। 

যদি আপনি একটি নতুন কারিগরি ব্যবসা চালু করতে চান অথবা কোন প্রথাগত ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করতে চান, এই পিচ ডেক আপনাকে সেটি সুন্দরভাবে করতে সাহায্য করবে!

Startup X Perfect Pitch Deck PowerPoint TemplateStartup X Perfect Pitch Deck PowerPoint TemplateStartup X Perfect Pitch Deck PowerPoint Template

২। পিচ - মডার্ন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন টেম্পলেট

আপনার ব্যবসায়িক ধারণাটির প্রসার এবং বিনিয়োগ উভয়টিই দরকার। এই দুর্দান্ত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আপনাকে এমন কিছু স্লাইড ডিজাইন দিবে যা দিয়ে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে পারবেন।  আপনার ব্যবসার প্রারম্ভিক গল্প বলুন, কিভাবে আপনি বাজারের দখল নিতে পারেন তার চিত্র আঁকুন, এবং আপনার কোম্পানীর প্রগতি চিত্রায়ন করুন। এবার সুনির্দিষ্ট বিনিয়োগের জন্য অনুরোধ পেশ করতে পারেন।

পিচ একটি আধুনিক পাওয়ার পয়েন্ট টেম্পলেট, সমসাময়িক ডিজিটাল স্টার্টআপ ডিজাইনের সঙ্গে পাল্লা দিতে এটির এক প্রান্তে আছে ভবিষ্যৎ এবং আরেক প্রান্তে আছে ঐতিহ্য। এখানে নৈপুণ্যের সঙ্গে টেকনোলোজির এক সুষম মিশ্রণ হয়েছে, যেমন তথ্য উপস্থাপনার বিভিন্ন সুযোগের বিপরীতে আছে প্যাঁচানো টাইটেল।   

এই প্যাকেজে আছে শয়ের বেশি স্লাইড, ডিভাইস মোকআপ, মার্জিত রূপান্তর সুবিধা এবং মনোমুগ্ধকর দৃশ্যায়ন। আপনি আপনার প্রারম্ভিক চাহিদার কথা মাথায় রেখে আপনার ইনভেস্টর ডেকে নৈপুণ্য প্রদর্শন করতে পারেন এবং সফল হতে পারেন। 

Pitch - Modern PowerPoint Presentation TemplatePitch - Modern PowerPoint Presentation TemplatePitch - Modern PowerPoint Presentation Template

৩। ডেকার - তথ্য সমৃদ্ধ পাওয়ারপয়েন্ট বিজনেস পিচ টেম্পলেট

আপনার ব্যবসায়িক চাহিদা যেমনই হোক না কেন, এই মডার্ন পাওয়ারপয়েন্ট টেম্পলেটটি কাজের জন্য হতে পারে একটি দুর্দান্ত পছন্দ।  এটার পরিচ্ছন্ন নকশা এবং একাধিক লেআউট অপশন, স্বচ্ছতার সঙ্গে আপনার ব্যবসায়িক ধারনা উপস্থাপন করবে। প্রতিযোগিতাকে তুড়ি মেরে উড়িয়ে দিন এবং একটি দুর্দান্ত পিচ ডেকের মাধ্যমে বিনিয়োগকারীদেরকে টেনে আনুন!

এই সেটে বেশ কিছু সংখ্যক ইনফোগ্রাফিক ও ডাটা প্রেজেন্টেশন অপশন আছে। আপনি ইচ্ছেমত মিশ্রন এবং সাজিয়ে নিতে পারবেন তুলনামূলক লেআউট, প্রকল্পের বৃদ্ধি, আয়ের খসড়া, তুলনামূলক মুল্যমান এবং আরো অনেক কিছু যা আপনার ব্যবসায়িক উন্নতি ও নতুন সুযোগ খুঁজে পেতে সাহায্য করবে।  আপনার ব্র্যান্ডের সাথে মানিয়ে যায় এমন রঙ নির্বাচন করুন, প্রতিটি স্লাইডকে রুপান্তরিত করে নিন, এবং কিভাবে আপনার স্টার্টআপ বা ক্ষুদ্র ব্যবসাটি প্রতিযোগীতার বাজারে টিকে থাকবে তা তুলে ধরুন।

Decker - Data-Rich Powerpoint Business Pitch TemplateDecker - Data-Rich Powerpoint Business Pitch TemplateDecker - Data-Rich Powerpoint Business Pitch Template

৪। ইনভেস্টর পিচ ডেক - পাওয়ারপয়েন্ট টেম্পলেট

নতুন ব্যবসায় পরিকল্পনা প্রতিষ্ঠা অথবা পরের ধাপের অর্থায়নের জন্য এই পাওয়ারপয়েন্ট ডেকটি পেশাদারিত্বের সঙ্গে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই তৈরি করা হয়েছ। এটাতে এক হাজারেরও বেশি স্লাইড আছে যেগুলো সমসাময়িক, রঙ্গিন ও পরিচ্ছন্ন ডিজাইন দিয়ে তৈরী।  

এই প্যাকেজে আছে ডাটা চার্ট, ডিজাইন ফিচার যেটা আপনার কোম্পানি অনুসারে পরিবর্তিত হতে তৈরি। আপনার অনন্য ব্যবসায়িক মডেল প্রদর্শন করুন এবং চাক্ষুস প্রমান দেখিয়ে আপনার কাঙ্ক্ষিত বিনিয়োগ হাসিল করে নিন।  

Investor Pitch Deck - PowerPoint TemplateInvestor Pitch Deck - PowerPoint TemplateInvestor Pitch Deck - PowerPoint Template

৫। পিচ ডেক স্টার্ট আপ- পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন

এটি হচ্ছে একটি রঙ্গিন এবং পরিচ্ছন্ন পাওয়ারপয়েন্ট পিচ ডেক। এটার বিশৃঙ্খলামুক্ত নকশা আপনার উপস্থাপনার জন্য একটি নিখুঁত প্রেক্ষাপট-যা আপনার দর্শকদেরকে আপনার বার্তার প্রতি মনোযোগী করে তুলবে এবং আপনার কোম্পানির গল্পের প্রতি আগ্রহী করে তুলবে।

১৪৬ টিরও বেশি স্লাইড ডিজাইন এবং একাধিক লেআউট অপশন থেকে, আপনি আপনার পিচ পিক্সেল পারফেক্ট এবং দ্রুততার সঙ্গে উপস্থাপন করতে পারবেন। এই পরিবর্তনযোগ্য নকশার সঙ্গে আপনি সহজেই এমন একটি উপস্থাপনা তৈরি করতে পারবেন, যা আপনার স্টার্ট আপের মূল বিষয় গুলো তুলে ধরবে।

আপনার ব্যবসায়িক পরিকল্পনা সংক্ষেপে তুলে ধরুন, কিভাবে আপনার কোম্পানি অনিবার্য সমস্যার সমাধান করবে তা চিত্রিত করুন, এবং সঠিক তথ্য উপস্থাপন করুন যা আপনার ভেঞ্চার ক্যাপিটালকে নিরাপদ রাখবে।

Pitch Deck Start Up PowerPoint PresentationPitch Deck Start Up PowerPoint PresentationPitch Deck Start Up PowerPoint Presentation

৬। স্টার্টআপ পিচ ডেক - পাওয়ারপয়েন্ট টুলকিট

একাধিক ব্যবসায়িক পরিকল্পনার জন্য ১১১ টি অনন্য স্লাইড ডিজাইন নিয়ে তৈরি, এই স্টার্টআপ পিচ ডেকটি একই সঙ্গে বহুমুখী এবং শক্তিশালী। এই মডার্ন স্লাইড গুলো ব্যবহার করে উপস্থাপনা করুনঃ মূল ধারণা, ব্যবসায়িক মডেল, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, বাজার পরিকল্পনা, বিনিয়োগ কৌশল এবং আরো অনেক কিছু। আপনার উপস্থাপনা প্রস্তুত করুন, দ্রুত তথ্য ডিজাইন অপশন কাস্টমাইজ করুন, এবং আপনার ব্যবসায়ের প্রারম্ভিক দৃষ্টিভঙ্গি তুলে ধরুন!

Startup Pitch Deck - PowerPoint ToolkitStartup Pitch Deck - PowerPoint ToolkitStartup Pitch Deck - PowerPoint Toolkit

৭। বিজনেস প্লান প্রপোজাল - পিপিটি টেম্পলেট

এই সহজ ডেকটির রয়েছে মার্জিত প্রেজেন্টেশন স্লাইড ডিজাইন। যদি আপনি আপনার কোম্পানির জন্য জবরদস্ত কাহিনী তৈরি করে থাকেন, তাহলে এই টেমপ্লেটটি দুর্দান্ত উপায়ে আপনার পয়েন্ট গুলোকে স্পষ্ট করে তুলবে, এবং আপনার উপস্থাপনার প্রতিটি অংশকে সুচারুভাবে ফুটিয়ে তুলবে।

এই পথে নেই কোনো জঞ্জালময় ডিজাইন উপাদান অথবা অতিরঞ্জিত কোনও ইফেক্ট। এটাতে আছে ৬০ এর অধিক পাওয়ারপয়েন্ট ফাইল এবং হাজারখানেক স্লাইড, একই সাথে সম্পুরক হিসাবে আছে লেআঊট অপশন, পরিষ্কার তথ্য চিত্রায়ন, এবং একটি শক্তিশালী পিচ তৈরির জন্য যা যা প্রয়োজন তার সব কিছুই। 

Business Plan Proposal - PPT TemplateBusiness Plan Proposal - PPT TemplateBusiness Plan Proposal - PPT Template

৮। ইলেভেটর পিচ - পাওয়ারফুল প্রেজেন্টেশন বান্ডেল

এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টেম্পলেট বান্ডেলে আছে তিন সেট পিপিটি ডিজাইন এবং ৩০.০০০ এরও অধিক স্লাইড। আপনার যদি উচ্চ মানের ডিজাইন এবং সংক্ষিপ্ত রুচিশীল কয়েক ধরনের স্টাইল এবং প্রেজেন্টেশন অপশনের প্রয়োজন হয়, তাহলে এই বান্ডেল হতে পারে একটি দুর্দান্ত চুক্তি। 

এখানে প্রায় কয়েক ধরনের স্লাইড ডিজাইন আছে যা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পরিবর্তন করা যায়। এই প্যাকেজে আছে কয়েক ধরনের টেবিল, চার্ট, ভিন্ন রঙ, অনন্য ব্যাকগ্রাঊন্ড এবং ব্যবসায়িক পরিকল্পনার জন্য প্রেজেন্টেশন ফিচারসমূহ। 

Elevator Pitch - Powerpoint Presentation BundleElevator Pitch - Powerpoint Presentation BundleElevator Pitch - Powerpoint Presentation Bundle

৯। স্টার্টআপ পিচ ডেক - ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপনের জন্য 

এই সংক্ষিপ্ত পিপিটি পিচ ডেকটি দিয়ে আপনার ব্যবসায়িক ধারনা বিনিয়োগকারীদের মনোযোগে নিয়ে আসুন। এটা হচ্ছে পরিস্কার ডিজাইন, বন্ধুত্বপূর্ণ চিত্রাঙ্কন, নান্দনিক মান ও বোধগম্য টাইপোগ্রাফির এক অদ্ভুত মিশেল যা আপনার প্রেজেন্টেশনটিকে সহজবোধ্য ও মনোযোগ ধরে রাখার মত করে তৈরি করবে।  

এটাতে আছে সর্বমোট ৩০ টি স্লাইড ডিজাইন, শুধুমাত্র সেগুলোই যা আপনার ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরবে ও নতুন চুক্তি সম্পাদন করতে সাহায্য করবে। আপনার কাঙ্ক্ষিত বাজার, সমস্যার সমাধান, উদ্ভাবনী পণ্য বা সেবা তুলে ধরুন, এবং আপনার ব্যবসায়িক ধারণা দিয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের মন জয় করে নিন।

Startup Pitch Deck Business Plan PresentationsStartup Pitch Deck Business Plan PresentationsStartup Pitch Deck Business Plan Presentations

১০। স্টার্টআপ পিচ - পাওয়ারপয়েন্ট ইনভেস্টর ডেক 

অনেক বিনিয়োগকারীদের মাঝে আপনার স্টার্টআপ বা ক্ষুদ্র ব্যবসায় তুলে ধরা চ্যালেঞ্জিং ও এক্ষেত্রে প্রস্তুতির প্রয়োজন হতে পারে। আপনার টাকা দরকার তাই আপনি মনোযোগ আকর্ষণের জন্য আপনার মূল পয়েন্টগুলোকে দ্রুততার সাথে তুলে ধরতে চান এবং এই উপায়ে নির্দিষ্ট তহবিল গঠন করতে চান। এই ইনভেস্টর ডেকটি সেটআপ করা হয়েছে দ্রুত পরিবর্তনের মাধ্যমে কাঙ্ক্ষিত পিচ ডেক তৈরি করার জন্য যাতে প্রেজেন্টেশনটি শ্রোতাদের মন জয় করে। 

স্টার্টআপ পিচ টেম্পলেটটি তৈরি করা হয়েছে কোর পয়েন্টের উপর ভিত্তি করে ১০০ শয়ের বেশি স্লাইড নিয়ে যা উৎকৃষ্ট পিচ ডেকে পাওয়া যায়, যেমনঃ বাজার অবস্থা, প্রতিদ্বন্দ্বী বিশ্লেষণ, লক্ষ্যের বিবরন, মান প্রস্তাবনা, পণ্য উপস্থাপনা, বাজারের লোকেশন, বিনিয়োগের বিবরণ, আপনার দল, এবং আপনার ব্যবসা পরিকল্পনা। এটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যবসায়িক মডেল, ডাটা স্লাইড, রঙ্গিন অনন্য ডিজাইনের সমাহার এবং সম্পূর্ণ নতুন প্রেজেন্টেশন অপশন। 

Startup Pitch PowerPoint Investor DeckStartup Pitch PowerPoint Investor DeckStartup Pitch PowerPoint Investor Deck

১১। স্টার্টআপ পিচ প্রেজেন্টেশন - ক্লিন পিপিটি ডেক

এই স্টার্টআপ পিচ ডেক টেম্পলেটে আছে ৫৩ টি কার্যকর স্লাইড যা আপনার ব্যবসায়ের গল্প বলতে সহায়তা করবে।  এটাতে আছে মডার্ন ডিজাইন, সৃজনশীল ফিচারসহ, যেমন পর্দার বিভিন্ন উপাদানের আকৃতি পরিবর্তন করা এবং ছবি ছাটাই করার সুবিধা। আরো আছে অনন্য স্লাইড ডিজাইন ও বহুমুখী তথ্য প্রদর্শনের সুবিধা।

যদি আপনার অত্যধুনিক কোন পণ্য বাজারে আনতে চান অথবা কোনও সৃজনশীল সার্ভিস, তাহলে আপনার ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরতে এটি হতে পারে একটি দুর্দান্ত উপায়।  আপনি এই পাওয়ার পয়েন্ট টেম্পলেটটি খুব সহজেই সম্পাদনা করতে পারবেন, আপনার ধ্যান-ধারনা, দল, ব্যবসায়িক ধারনা এবং প্রমানাদি তুলে ধরতে পারবেন। আপনার আকর্ষণীয় গল্পটি বলুন এবং বিনিয়োগকারীদের মন জয় করে নিন!

Startup Pitch Presentation Clean PPT DeckStartup Pitch Presentation Clean PPT DeckStartup Pitch Presentation Clean PPT Deck

১২। স্টার্টআপ টুলকিট - পাওয়ারপয়েন্ট বিজনেস পিচ ডেক

এটি হচ্ছে সবচেয়ে সেরা স্টার্টআপ পিচ ডেক টেম্পলেট। এটা একটি সংক্ষিপ্ত পিচ তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে যা বিনিয়োগকারীদেরকে মুগ্ধ করবে। একটি মান সম্মত পিচ সাধারণত ১০ থেকে ২০ পৃষ্ঠা দীর্ঘ হয় যা দেখতে ১০ থেকে ২০ মিনিটের বেশি সময় লাগে না।  আপনার একজন বিবেকবান শ্রোতাকে উদ্দীপ্ত করা প্রয়োজন, তাই আপনার মূল বিষয়গুলো তুলে ধরুন এবং সম্ভাব্য বিনিয়োগকারীদেরকে মুগ্ধ করুন। তারপর তাদের প্রশ্নের উত্তর দিতে সচেতনভাবে তৈরি থাকুন। 

এই ডেকটিতে আছে ইনফোগ্রাফিক এবং স্লাইড প্রেজেন্টেশন অপশন, তাই আপনি প্রায় ১১০ টিরও বেশী তৈরি স্লাইড নিয়ে কাজ করতে পারেন যা তড়িৎ পরিবর্তনযোগ্য।  এই সেটে বিজনেস মডেল ক্যানভাসের সাথে সাথে একটি এলিভেটর পিচ ভার্সনও দেয়া হয়েছে। এখনই বুঝে নিন একটি মানসম্মত স্টার্টআপ টুলকিট যা বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতেই তৈরি করা হয়েছে। 

Startup Toolkit PowerPoint Business Pitch DeckStartup Toolkit PowerPoint Business Pitch DeckStartup Toolkit PowerPoint Business Pitch Deck

১৩। ক্রিয়েটিভ পিচ ডেক - পাওয়ারপয়েন্ট টেম্পলেট

যদি আপনার বিনিয়োগকারীদেরকে নতুন স্টার্টআপের বিভিন্ন বৈশিষ্ট্য দেখাতে একটি সৃজনশীল পিচ ডেকের প্রয়োজন হয়, তাহলে এটি হচ্ছে একটি উদ্ভাবনী উপস্থাপনার নকশা। এটাতে ৮০-এরও বেশি উজ্জ্বল রঙের স্লাইড আছে যার বিপরীতে হয় হাল্কা অথবা গাড় ব্যাকগ্রাঊন্ড আছে। 

ব্যবসায়িক পরিকল্পনার এই পাওয়ার পয়েন্ট টেম্পলেটে এছারাও রঙিন ডাটা চার্ট, গ্রেডিয়েন্ট পেইন্টেড ফটো ক্রপ, প্রোডাক্ট মোকআপ, অনেকগুলো উজ্জ্বল আইকন, এবং একাধিক স্লাইড লেআউট অপশনের মত উদ্ভাবনী নকশার বৈশিষ্ট্য আছে।

স্টার্টআপ অথবা ক্ষুদ্র ব্যবসায়, টেকনোলোজি সার্ভিস অথবা ছোট খাট ডেমোগ্রাফিকের জন্য এটা হচ্ছে একটি দুর্দান্ত পাওয়ারপয়েন্ট ডিজাইন। সৃজনশীল এবং আধুনিক এই পিচ ডেকটি ব্যবহার করে খুব সহজেই বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে পারেবেন। 

Creative Pitch Deck PowerPoint TemplateCreative Pitch Deck PowerPoint TemplateCreative Pitch Deck PowerPoint Template

১৪। পীচ ডেক - বিজনেস প্লান পাওয়ারপয়েন্ট টেম্পলেট

হরেক রকম রঙের অপশন এবং সংক্ষিপ্ত স্টাইলের ডিজাইন নিয়ে এটি হচ্ছে একটি পরিচ্ছন্ন টেম্পলেট। এটাতে আছে ৫০ এরও বেশি অনন্য স্লাইড ডিজাইন, এবং বিনিয়োগকারীদের আকৃষ্ট করার কথা মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়েছে। 

এই আধুনিক পিপিটি ডেকটি দিয়ে উপস্থাপনা করুন আপনার ব্যবসায়িক পরিকল্পনা, মুল্য কৌশল, আনুমানিক প্রবৃদ্ধি ও SWOT বিশ্লেষণ। এটি একটি অত্যন্ত কার্যকরী নকশা, যাতে আছে ইনফোগ্রাফিক ও চার্ট অপশন। তাই আপনার উপস্থাপনার জন্য প্রয়োজনীয় তথ্য আপনি খুব সহজেই এতে অন্তর্ভুক্ত করতে পারবেন। 

একই সাথে আপনি খুব সহজেই ড্র্যাগ এবং ড্রপের মাধ্যমে ছবি যোগ, সহজেই স্লাইড সম্পাদনা এবং এক ক্লিকেই এনিমেশন যোগ করতে পারবেন। এজন্য পাওয়ারপয়েন্টের উপর খুব বেশী জানাশোনারও প্রয়োজন নেই। 

Pitch Deck Business Plan PowerPoint TemplatePitch Deck Business Plan PowerPoint TemplatePitch Deck Business Plan PowerPoint Template

১৫। বিজনেস প্লান - মডার্ন পাওয়ারপয়েন্ট ডিজাইন ডেক

এই আধুনিক বিজনেস প্লান পাওয়ার পয়েন্ট টেম্পলেটটি বহুমুখী, তাই এটি একাধিক ব্যবসায় যেগুলো সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে পৌঁছতে চায়, ব্যবহার করা যায় । আপনি যদি একটি কারিগরি স্টার্টআপ অথবা ছোট ব্যবসার জন্য কোন তহবিল চালু করতে চান, তাহলে এই ৫০ টি অনন্য স্লাইডের সম্পূর্ণ সেটটি ব্যবহার করে আপনার কাঙ্ক্ষিত পিচ ডেক নির্মাণ করতে পারেন।

আপনার ব্যবসার প্রারম্ভিক কাহিনী বর্ণনা করুন এবংবিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করুন। এক্ষেত্রে নিশ্চিতরূপেই আপনার মূল ধারণা, বাজার সুযোগ, কিভাবে আপনি প্রতিযোগীদেরকে টেক্কা দিতে পারেন, আপনার আর্থিক অবস্থা এবং বৃদ্ধির কৌশল তুলে ধরুন।  এই প্রেজেন্টেশন সেটে আছে পরিচ্ছন্ন ডিজাইন, একাধিক চিত্রায়ন বৈশিষ্ট্য, এবং ডাটা অপশন যা আপনাকে প্রথমত একটি পেশাদার পিচ ডেক তৈরি করতে সাহায্য করবে—যেটা আপনি আপনার প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করার কাজে ব্যবহার করতে পারবেন।  

Business Plan Modern PowerPoint Design DeckBusiness Plan Modern PowerPoint Design DeckBusiness Plan Modern PowerPoint Design Deck

৩ টি তড়িৎ ইনভেস্টর পিচ ডেক টিপস

দুর্দান্ত স্টার্টআপ এবং চমৎকার ক্ষুদ্র ব্যবসায়ের ধারণার জন্য অলৌকিকভাবে তহবিল সংগ্রহ করা সম্ভব নয়। আপনার প্রতিটি ডলার বিনিয়োগ করা ও তা থেকে লাভ তুলে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হবে। কোম্পানির যেকোনো পর্যায়ে বিনিয়োগ পাওয়া নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং ব্যাপার।  

এখানে তড়িৎ কিছু পিচ ডেক টিপস দেয়া হলো যা আপনার প্রেজেন্টেশনটিকে সঠিক পয়েন্টের উপর রাখবে—একইসাথে বিনিয়গকারীরা যা দেখতে চান, তাও নিশ্চিত করবে। আপনার মিশন হচ্ছে আকর্ষণীয় গল্পের মাধ্যমে তাদেরকে প্রলুব্ধ করা (দুর্দান্ত ডিজাইন এবং পরিচ্ছন্ন তথ্যের সাহায্যে) যা আপনাকে কাঙ্ক্ষিত তহবিল পেতে সহায়তা করবে। 

১। শুধুমাত্র তাই অন্তর্ভুক্ত করুন যা বিনিয়োগকারীরা দেখতে চায়

বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্টদের চলার পথে অসংখ্য পিচ ডেক অন্তহীনভাবে পর্যালোচনা করতে হয়। তাই পেশাদার ও কার্যকর পিচ ডেক তৈরি করতে একটি প্রত্যাশিত কাঠামো আছে, যার উপর আপনাকে কাজ করতে হবে। 

প্রাথমিক পর্যায়ের স্টার্টআপ অথবা উদ্ভাবনী ছোট ব্যবসায়ের জন্য, ১০ থেকে ১৫ টি স্লাইডই মূলত লক্ষণীয়, কিন্তু দশ বা এর চেয়ে কম হওয়া আরও ভালো। আপনি নিশ্চয়ই আপনার প্রেজেন্টেশন সংক্ষিপ্ত রাখতে চানঃ একটি পূর্ণ দৈর্ঘ্য মুভির চাইতে ছোট অনেকটা ১০-১৫ মিনিটের সংক্ষিপ্ত মুভির মত। 

কিভাবে শুধুমাত্র স্লাইড ব্যবহার করে একটি পিচডেক তৈরি করতে হয় সে সম্পর্কে জানুন, যেটি বিনিয়োগকারীদের কাঙ্ক্ষিত সব প্রশ্নের উত্তর দিবে। 

২। সহজ এবং সরাসরি নকশার পিচ ডেক স্লাইড তৈরি করুন।

মনে রাখবেন যে, আপনি আপনার প্রাথমিক পিচে দশ বা তার বেশি স্লাইড অন্তর্ভুক্ত করবেন না। আপনি আপনার পিচে যত বেশি তথ্য ঢুকাতে চাইবেন, তত দ্রুত এটি বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করবে।  

ডেকের শুরুতেই আপনার মূল পয়েন্টগুলো তুলে ধরুন, যাতে আপনি খুব সহজেই মনোযোগ কেড়ে নিতে পারেন। যদি আপনার পন্যের ইতিমধ্যেই মোটা অঙ্কের ব্যবহারকারী অথবা আপনার ব্যবসায়ের নীট আয় থেকে থাকে, তাহলে এটি তুলে ধরুন। কিন্তু আপনার কোম্পানির কাঙ্ক্ষিত প্রতিটি অবস্থা তুলে ধরা থেকে বিরত থাকুন। 

এবং মনে রাখবেন, বিনিয়োগ পেতে আপনার কোনও জমকালো নকশার প্রয়োজন নেই। একটি দুর্দান্ত প্রেজেন্টেশন যা আপনার দেয়া মূল বার্তার উপর আলোকপাত করবে, এটিই যথেষ্ট। দুর্দান্ত নকশা এবং চিত্রায়ন যেন আপনার বার্তাটিকে সফলভাবে তুলে ধরে। এগুলোকে অবশ্যই পরিচ্ছন্ন এবং সরাসরিভাবে আপনার পয়েন্টগুলোকে তুলে ধরতে হবে, কোনও রকম বাড়তি বা গোলমাল ছাড়াই। 

এমন একটি পাওয়ারপয়েন্ট টেম্পলেট ব্যবহারের কথা বিবেচনা করুন যেটি আপনার স্টার্টআপের ব্রান্ডের সঙ্গে মানানসই, কিন্তু সঙ্গে বেশ কিছু সহজেই ব্যবহারযোগ্য পিচ ডেক স্লাইড আছে। উপরে অনেকগুলো উদাহরণ দেয়া হয়েছে, কিন্তু এই তিনটি পিপিটি ডেক বিশেষভাবে আপনার ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন ও বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্যই তৈরি। 

যদি আপনার আরও কিছু প্রেজেন্টেশন ডেক ডিজাইন টিপসের প্রয়োজন হয়, তাহলে নিচের আর্টিকেলটি দেখতে পারেনঃ

৩। আপনার বার্তা এবং শুরুর গল্প বলুন

আপনার কোম্পানি বিনিয়োগকারীদেরকে কি কি সুবিধা দিবে তা তুলে ধরুন। কি সেই মূল সমস্যা যা আপনি সমাধান করবেন?  প্রতিযোগিতামূলক ভাবে কি সুবিধা আপনি পাচ্ছেন যার সদ্ব্যবহার আপনি দ্রুততার সাথে করতে পারবেন? কি সেই উদ্ভাবনী উপায়, যা করলে বাজার আপনার জন্য ঘুরে দাঁড়াবে?

আপনার পিচডেকটি এমনভাবে বর্ণিত হবে যেটা আপনার শুরুর গল্পটাই বলবে। এছারাও বড় আখ্যানের ভিতর কিছু ছোট অংশ জুড়ে দেয়া যায়, যেমন ব্যবহারকারীর অভিজ্ঞতা, যে কিভাবে আপনার কোম্পানি নির্দিষ্ট বাজার অনুযায়ী একটি সমস্যার সমাধান করেছে।   আপনার উপস্থাপিত চিত্রায়ন ও ডাটা স্লাইড যেন খুব স্বাভাবিক ভাবেই বোঝা যায় এবং আপনার বর্ণিত গল্পটিকে সমর্থন করে। মনে রাখবেন, কাহিনী নির্ভর ও কম তথ্যবহুল হবে। 

আপনার মূল বিষয়গুলো পরিষ্কারভাবে তুলে ধরুন এবং খুব বেশি বর্ণনা এড়িয়ে চলুন। আপনার খুব বেশি কিছু বলার প্রয়োজন নেই। আপনি যদি পিডিএফ হিসেবে আপনার ডেকটি প্রদান করে থাকেন তাহলে এর সঙ্গে একটি পরিশিষ্ট জুড়ে দিন।  এবং একই সাথে আপনি সম্ভাব্য বিনিয়োগকারীদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে সম্পূর্ণ প্রস্তুত থাকুন। আপনার উপস্থাপনা হচ্ছে এমন এক জায়গা, যেখানে আপনি যথেষ্ট বিস্তারিতভাবে কোনও একটি বিষয় তুলে ধরেছেন এবং এখান থেকে আপনি আপনার আগ্রহীদেরকে খুঁজে বের করবেন। 

পরিশেষে, বিনিয়োগ করার কথা জিজ্ঞাসা করতে ভুলবেন না। পরিষ্কার এবং সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করুন এবং ব্যাখ্যা করুন কিভাবে এই তহবিল খরচ করার পরিকল্পনা করেছেন। 

কিভাবে একটি আবেদনময় আখ্যান রচনা করবেন ও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে প্ররোচিত করবেন সে ব্যপারে বিস্তারিত জানুনঃ

আজই একটি পিচ ডেক টেম্পলেট নিয়ে নিন!

উপরের ডিজাইনের যেকোনো একটি এখনই ব্যবহার করুন, অথবা এনভেটো মার্কেট থেকে বিক্রয়ের জন্য রাখা বাহারী পাওয়ারপয়েন্ট টেম্পলেট থেকে পছন্দেরটি খুঁজে দেখুন। বিজনেস প্লান পিচ ডেকের পাশাপাশি আমাদের বেশ কিছু উদ্ভাবনী নতুন স্লাইড ডিজাইন আছে যেখান থেকে ইচ্ছেমত বেছে নিতে পারেন। 

একটি মানসম্মত পিপিটি টেম্পলেট বেছে নিন, জানুন কিভাবে এটাকে দ্রুত তৈরি করতে হয় এবং আপনার ক্ষুদ্র ব্যবসা বা স্টার্টআপের জন্য নিরাপদ তহবিল সংগ্রহে ব্যবহার করুন!

Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Business tutorials. Never miss out on learning about the next big thing.
One subscription. Unlimited Downloads.
Get unlimited downloads