Advertisement
  1. Business
  2. Startups

১২টির বেশি আফটার ইফেক্ট ভিডিও ইন্ট্রো টেম্পলেট: আপনার স্টার্টআপ বিজনেসের জন্য

Scroll to top
Read Time: 8 min

() translation by (you can also view the original English article)

আপনি কি স্টার্টআপে আগ্রহী বিনিয়োগকারীদের সাথে দেখা করতে যাচ্ছেন এই সপ্তাহে? অথবা কোন অনুষ্ঠানে আপনার ব্যবসা সম্পর্কে জানাতে চান? আপনার ব্যবসার উপর একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করলে কেমন হয়?

আপনার ব্যবসার পরিচিতিমুলক ভিডিও দিয়ে দর্শকের কাছে পৌঁছাতে চান? আপনার কোম্পানির গল্প ছোট্ট একটা ভিডিওতে তুলে ধরা, ৩০ সেকেন্ডের মধ্যে দর্শকের আগ্রহ তৈরি করা বা তাদের আরও জানতে উৎসাহী করে তোলা সহজ কাজ নয়।

Example After Effects Video Intro Template - Four-Up Video CapturesExample After Effects Video Intro Template - Four-Up Video CapturesExample After Effects Video Intro Template - Four-Up Video Captures
দ্যা ওপেনার আফটার ইফেক্টস ভিডিও ইন্ট্রো টেম্পলেট - (এখনও ফোর-আপ ভিডিও দেখানো হচ্ছে)

আপনার চলার পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই উচ্চ মানসম্পন্ন ইন্ট্রো ভিডিও টেম্পলেটটি। এটি দিয়ে আপনি স্বল্প সময়েই আপনার ব্যবসার জন্য কমার্শিয়াল ওপেনার, অ্যানিমেটেড স্লাইডশো, বা ভিডিও প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন।   আপনি যদি আপনার কোম্পানির জন্য চিত্তাকর্ষক কোন ভিডিও পরিচিতি তৈরি করতে চান তাহলে নিশ্চিন্ত থাকুন। আপনার যা প্রয়োজন ঠিক তাই নিয়ে এসেছি আমরা।

বৈশিষ্ট্যসমৃদ্ধ ভিডিও ইন্ট্রো টেম্পলেট অপশন

ভিডিওহাইভে প্রচুর পরিমাণে আফটার ইফেক্টস ইন্ট্রো ভিডিও টেম্পলেট রয়েছে। এই সবগুলো ইন্ট্রো টেম্পলেটই উন্নত মানের আফটার ইফেক্ট ফিচারসমৃদ্ধ

Best After Effects Video Intro Templates OpenersBest After Effects Video Intro Templates OpenersBest After Effects Video Intro Templates Openers
সেরা আফটার ইফেক্টস ভিডিও ইন্ট্রো ওপেনার, এনভাটো মার্কেটে সুলভে বিক্রি হচ্ছে (ভিডিওহাইভ)

এই আর্টিকেলে উল্লিখিত টেম্পলেটগুলো উদ্দেশ্যমূলকভাবে কোম্পানির প্রাণচঞ্চল ওপেনিং তৈরির জন্য ডিজাইন করা হয়েছে। আর এই প্রতিটি আফটার ইফেক্ট ভিডিও ফাইলে পরিমার্জনের সুযোগ রয়েছে। এগুলো নানান বৈশিষ্ট্যে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও কাজ করা সহজ।

এমনকি আফটার ইফেক্টের একদম প্রাথমিক জ্ঞানসম্পন্ন যে কেউ এই প্রজেক্ট ফাইলগুলোর গঠন বুঝতে পারবে। আপনার যা করতে হবে তা হল কোম্পানির টেক্সট, লোগো আর ইমেজ বসিয়ে দিয়ে এটিকে নিজের মতো করে তৈরি করতে হবে।

Epic Corporate Story After Effects Video Intro TemplateEpic Corporate Story After Effects Video Intro TemplateEpic Corporate Story After Effects Video Intro Template
এপিক কর্পোরেট স্টোরি আফটার ইফেক্টস ভিডিও ইন্ট্রো টেম্পলেট - (ফোর-আপ ভিডিও এখনও দেখানো হচ্ছে)

প্রতিটি আফটার ইফেক্ট টেম্পলেট ফাইল অনন্য ডিজাইনে তৈরি এবং কাজ করার মতো দারুণ সব ভিডিও অপশন আছে এতে। আপনার ব্যবসার জন্য প্রভাব বিস্তার করার মতো পরিচিতি তৈরি করার জন্য যথেষ্ট বৈশিষ্ট্যমণ্ডিত ভিডিও সেটআপ রয়েছে। এখানে সেই বৈশিষ্ট্যগুলোর কয়েকটি দেওয়া হল:

  • প্রফেশনাল ডিজাইন
  • প্রাণচঞ্চল অ্যানিমেশন
  • কাইনেটিক টেক্সট অপশন
  • ভিডিও প্লেসহোল্ডারস
  • প্রস্তুতকৃত ইমেজ ইনসার্ট করা
  • মড্যুলার প্রজেক্ট ফাইল
  • ফুল এইচডি রেজোল্যুশন
  • দ্রুত রেন্ডার করুন
  • ১০০% আফটার ইফেক্ট

আপনার কোম্পানির গল্প দ্রুত ফুটিয়ে তুলতে এই ইন্ট্রো টেম্পলেট ফাইলগুলোর জে কোন একটি ব্যবহার করুন। এই আকর্ষণীয় ভিডিও আনিমেশনে শুধুমাত্র আপনার স্টার্টআপের তথ্য এবং উপকরণ যোগ করে দিন। তারপর আপনার চূড়ান্ত ভিডিওটি দ্রুত রেন্ডার করুন। এই তো আপনি তৈরি দর্শকদের মন কেড়ে নিতে!

প্রিমিয়াম আফটার ইফেক্টস ইন্ট্রো টেম্পলেট

এখানে রয়েছে আপনার বেছে নেওয়ার জন্য এক ডজনেরও বেশি আফটার ইফেক্ট ভিডিও ইন্ট্রো টেম্পলেট ফাইল:

১। দ্যা ওপেনার - আফটার ইফেক্টস ভিডিও ইন্ট্রো টেম্পলে

আপনি যদি আপনার স্টার্টআপ বা কর্পোরেট প্রেজেন্টেশনের জন্য একটি প্রাণবন্ত ভিডিও ওপেনার চান তাহলে এই আফটার ইফেক্টস ভিডিও টেম্পলেটটি লুফে নিন। এটি পরিপূর্ণভাবে এইচডি এবং সহজে এডিট করার মতো মড্যুলার ফাইল স্ট্রাকচারের সাহায্যে সেটআপ করা।

আপনার ইমেজ যোগ করুন, টেক্সট পরিবর্তন করুন, এবং দ্রুত রেন্ডারের সাহায্যে আপনার ব্যবসার পরিচিতির স্লাইডশো এক্সপোর্ট করুন। একটু বিস্তারিত ওপেনার চাইলে এটি ৪৫ সেকেন্ড স্থায়ী হবে। এছাড়া আপনি এটাকে আপনার প্রয়োজনমতো কাটছাঁট করতে পারেন।

২। ডাইনামিক ওপেনার - আফটার ইফেক্ট ভিডিও ইন্ট্রো টেম্পলেট

এই ডাইনামিক কর্পোরেট ইন্ট্রো টেম্পলেটটি সম্পূর্ণ ফোরকে এইচডিতে দারুণ সব রং দিয়ে তৈরি। এখানে রয়েছে ৩৫টি প্লেসহোল্ডার, রং নিয়ন্ত্রণের সম্পূর্ণ সুযোগ, এবং এটি আফটার ইফেক্ট সিএস৫ এবং আরও উপরের সংস্করণের সাথে কাজ করার উপযোগী করে ডিজাইন করা হয়েছে। আপনার ব্যবসার ভিডিও প্রেজেন্টেশনের জন্য এই দ্রুত লয়ের ইন্ট্রোটি তৈরি করতে কোন বাড়তি প্লাগইনের দরকার হবে না।

৩। সোশ্যাল মিডিয়া শোকেস - ভিডিও ইন্ট্রো টেম্পলেট

এই সোশ্যাল মিডিয়া আফটার ইফেক্টস ইন্ট্রো টেম্পলেটটি ব্যবহার করে আপনার স্টার্টআপের ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট, বা অন্যান্য ক্রমবর্ধমান সোশ্যাল অ্যাকাউন্টে প্রদর্শন করতে পারেন। সহজে কাস্টমাইজ করার জন্য এর সাথে রয়েছে ইমেজ, ফটো, এবং ভিডিও প্লেসহোল্ডার। এখানে অনেক সোশ্যাল আইকন এবং প্রচুর মজার মজার ইমোজি রয়েছে। আপনি এই অ্যানিমেটেড ট্রানজিশন এবং ভিডিও এলিমেনট ব্যবহার করে আপনার ব্যবসায়িক সংস্কৃতি ও দলগত প্রকৃতি ফুটিয়ে তুলতে পারেন।

৪। কুল ফাস্ট স্লাইডশো - কর্পোরেট ইন্ট্রো ভিডিও টেম্পলেট

এই ভিডিও স্লাইডশো ইন্ট্রোটি দ্রুত লয়ে সেট করা হয়েছে এবং দ্রুতগতির ওপেনারের জন্য তৈরি হয়েছে। আপনার স্টার্টআপটি যদি খুব দ্রুত উন্নতি করছে এমন হয়ে থাকে, বা ব্যবসার পণ্যটি  যদি খেলাধুলা-সংক্রান্ত হয়, অথবা গতিশীল কর্পোরেট সংস্কৃতির অংশ হয়ে থাকে তাহলে এই আফটার ইফেক্ট ব্যবহার করে বৈচিত্র্য আনতে পারেন। এটি সম্পূর্ণ এইচডিতে চটজলদি রেন্ডার হবে। আফটার ইফেক্টের চলতি সংস্করণের সাথে কাজ করতে পারে এবং আপনার ব্যবসার ভিডিওটি ব্যতিক্রমী হিসেবে উপস্থাপন করার জন্য সাথে সাথেই কাস্টমাইজ করা সম্ভব।

৫। কর্পোরেট টাইপোগ্রাফি প্যাক - ইন্ট্রো ভিডিও টেম্পলেট

ব্যস্ত স্টার্টআপ বা কর্পোরেট ব্যবসার গল্প বলার জন্য এটি দারুণ একটি টেম্পলেট। এই ভিডিও সেটে রয়েছে অনন্যসাধারণ ডিজাইন ও দারুণ সব টাইপোগ্রাফি অপশন সম্বলিত সহজেই তৈরি করা যায় এমন ২৭টিরও বেশি দৃশ্যাবলী। ৫ সেকেন্ডের সংক্ষিপ্ত ওপেনার বা ৩ মিনিটের উপরে ছোট আকারের ভিডিও, যা-ই চান না কেন এই আফটার ইফেক্ট টেম্পলেট আপনাকে দিবে গুণগত মানের নিশ্চয়তা।

৬। ফাস্ট অ্যান্ড শর্ট - আফটার ইফেক্টস স্লাইডশো ওপেনার

এই আফটার ইফেক্ট ইন্ট্রো টেম্পলেটটি দ্রুত কাজ করার জন্য তৈরি। এটি আপনার কোম্পানির ব্যক্তিত্বকে রুচিশীল কিন্তু দ্রুত লয়ের স্লাইডশোয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারে। এটিতে রয়েছে আধুনিক টেক্সট স্টাইল এবং ভিডিও সেগমেন্টের ফাঁকে ফাঁকে কোণাকুণি কাটার সুবিধা।

ভিডিও অ্যানিমেশনটি ২১ সেকেন্ডের জন্য তৈরি। এখানে ইমেজ এবং ভিডিও ইনসার্ট করার জন্য ৩৫টি জায়গা রয়েছে। আপনার নিজের টাইটেল বা টেক্সট যোগ করার জন্য ৮টি জায়গা রয়েছে। আপনি চাইলে আপনার লোগো যোগ করতে পারেন এবং আপনার স্টার্টআপের প্রয়োজন অনুসারে টেম্পলেটটি পরিবর্তন করতে পারেন।

Fast and Short - After Effects Video Slideshow OpenerFast and Short - After Effects Video Slideshow OpenerFast and Short - After Effects Video Slideshow Opener

৭। এপিক - কর্পোরেট আফটার ইফেক্ট ভিডিও ইন্ট্রো প্রেজেন্টেশন স্যুট

এই এপিক ভিডিও টেম্পলেটটিতে রয়েছে দৃশ্যাবলী, এলিমেন্ট, লোয়ার থার্ড, টাইটেল এবং দারুণ সব ট্রানজিশনের সংগ্রহ। এখানে রয়েছে সূক্ষ্ম ও সুসংগঠিত ডিজাইন। আপনার কোম্পানি বা পণ্যের গল্প বলার জন্য দারুণ সব অপশনও রয়েছে। এটি কর্পোরেট ভিডিও প্রেজেন্টেশন, কোম্পানি প্রোফাইল, প্রোমো ভিডিও এবং আরও অনেক কিছু বানানোর জন্যই তৈরি হয়েছে।

৮। প্লেক্সাস কর্পোরেট - বুজনেস আফটার ইফেক্টস ইন্ট্রো ভিডিও

এটি একটি আধুনিক উন্নত প্রযুক্তির ভিডিও ইন্ট্রো। এখানে কর্পোরেট ব্যবসা বা ক্রমবর্ধমান স্টার্টআপের বহুমুখী অঙ্গন উপস্থাপন করতে উজ্জ্বল এইচইউডি এলিমেন্ট ব্যবহার করা হয়। আপনার যদি একটি প্রযুক্তি-কেন্দ্রিক কোম্পানি থাকে যেখানে নতুন আবিষ্কৃত পণ্য বা প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট্য উপস্থাপন করার দরকার হবে, তাহলে অবশ্যই এই বিজনেস ভিডিওটির প্রিভিউ দেখে নিবেন (নিচে দেওয়া আছে)। নোট: এই আফটার ইফেক্ট টেম্পলেটের সাথে ব্যবহারের জন্য আপনার প্লেক্সাস প্লাগইন (ভিএস ২.০৮ বা বেশি) এবং অপটিক্যাল ফ্লেয়ারস প্লাগইন প্রয়োজন হবে।

৯। কর্পোরেট - আফটার ইফেক্টস ইন্ট্রো ভিডিও টেম্পলেট সেট

বিনিয়োগকারীদের কাছে আপনার কোম্পানির দূর যাত্রা এবং বাজারে অবস্থান তুলে ধরার জন্য ছোটখাটো ভিডিও তৈরিতে এই কর্পোরেট ইন্ট্রো আফটার ইফেক্ট টেম্পলেটটি দারুণ কাজে দেয়। আপনার কোম্পানির গল্প যদি চিত্তাকর্ষকভাবে উপস্থাপন করতে চান তাহলে এই ভিডিওটি দারুণ কাজে লাগবে। এখানে একটি স্টাইলিশ চতুর্ভুজ এবং ডায়মন্ডের আকারে গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। এগুলো বিভিন্ন এলিমেন্টের মধ্য দিয়ে গতিশীলভাবে দৃশ্যের খণ্ড হিসেবে আসা যাওয়া করে।

১০। সিনেমাটিক ওপেনার - আফটার ইফেক্ট ভিডিও ইন্ট্রো টেম্পলেট (ভি২)

বিজ্ঞাপনের জন্য ব্যবহার করতে পারেন এটি। আপনার প্রচারণার জন্য অসাধারণ একটি প্যাক ডিজাইন করুন। আপনার পণ্যের বাজারজাতকরণের গল্প ভিডিও আকারে তুলে ধরুন। স্লাইডশো কর্পোরেট প্রেজেন্টেশন তৈরি করুন অথবা আপনার স্টার্টআপের জন্য ওপেনার বানিয়ে ফেলুন একটা। ইউটিউব বা ভিমিওর জন্য একটি ইন্ট্রো ভিডিও তৈরি করে ফেলুন এই ফাঁকে।

আপনার নিজের ছবি বা ভিডিও ইনসার্ট করুন। আপনার কোম্পানি বার্তা লেখার জন্য টেক্সটটি এডিট করুন। এখন উপভোগ করুন চমৎকার একটি ভিডিও। এই আফটার ইফেক্ট ফাইলে রয়েছে মড্যুলার প্রজেক্ট ফাইল, রঙ নিয়ন্ত্রণ সুবিধা, সেই সাথে ১৬টি ইমেজ, ভিডিও এবং টেক্সট প্লেসহোল্ডার।

১১। এনার্জি ওপেনার - আফটার ইফেক্টস বিজনেস ইন্ট্রো টেম্পলেট

একটা ভাবগাম্ভীর্য দিয়ে শুরু করে দ্রুত লয়ের প্রাণচঞ্চল ইন্ট্রো তৈরি করতে চান? যদি তাই হয়ে থাকে, তাহলে এই আফটার ইফেক্ট ইন্ট্রো টেম্পলেটটি একদম যথার্থ আপনার জন্য। এখানে রয়েছে দ্রুত ট্রানজিশনের সুবিধা, গতিশীল অ্যাকশন, সার্কুলার অ্যানিমেশন এবং বিট দ্বারা চালিত ইফেক্ট।

এখানে ভিডিও, ইমেজ, এবং টেক্সটের জন্য প্লেসহোল্ডার রয়েছে। কাজেই আপনি আপনার কোম্পানির প্রয়োজন অনুযায়ী এটি সাজিয়ে নিতে পারবেন। এতে কোন প্লাগইন দরকার হয় না এবং এখানকার অন্যান্য সব টেম্পলেটের মতোই এটিও ১০০% আফটার ইফেক্ট। 

১২। মিনিমাল কর্প - কর্পোরেট ইন্ট্রো ভিডিও প্যাকেজ

আপনি যদি আরও বেশি কর্পোরেট ধাঁচের রুচিশীল ওপেনার চান তাহলে এই আফটার ইফেক্ট টেম্পলেটটি আপনার জন্য দারুণ কাজে দিবে। এখানে ১১৫টির উপরে ইমেজ এবং ভিডিও প্লেসহোল্ডার রয়েছে। কাজেই আপনার প্রয়োজনীয় উপকরণসহই এটাকে ডিজাইন করা হয়েছে। এটি বারো খণ্ডের একটি প্রেজেন্টেশন নিয়ে গঠিত। কাজেই আপনি আপনার কোম্পানির দূর যাত্রা, প্রক্রিয়া, দল, বৃদ্ধি, ক্লায়েন্ট এবং আরও অনেক কিছু উপস্থাপন করতে পারবেন। এখানে রং নিয়ন্ত্রণের দুই ধরণের প্রক্রিয়া, হাই রেজোল্যুশন রয়েছে এবং আফটার ইফেক্টের চলতি সংস্করণের সাথে এটি সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। 

Minimal Corporate After Effects Intro Video PackageMinimal Corporate After Effects Intro Video PackageMinimal Corporate After Effects Intro Video Package

১৩। কাইনেটিক টাইপোগ্রাফি - ক্লিন টাইপো আফটার ইফেক্ট ইন্ট্রো ভিডিও

এই ইন্ট্রো ভিডিও টেম্পলেটটি অগণিত ইতিবাচক কাস্টমার রিভিউ পেয়েছে। এটিকে "দৃষ্টিগত আবেদন", "উন্নত মানের প্রযুক্তি", এবং "সাবলীলতা" ও "অসাধারণ সাপোর্ট ফাইলের" জন্য প্রশংসা করা হয়েছে।

বিভিন্ন মিশ্রিত দৃশ্যের সাহায্যে আপনার স্টার্টআপের গল্প বলুন। এখানে রয়েছে প্যারালাক্স ট্রানজিশন এবং ইন্ট্রো/আউট্রো কন্ট্রোলসহ অনেকগুলো তুলনাহীন মজাদার টাইপোগ্রাফি অ্যানিমেশন এবং প্রিসেট।

এই আফটার ইফেক্ট ইন্ট্রো টেম্পলেটটি মড্যুলার। এখানে এক ধরণের লাফঝাঁপের অনুভূতি আসে। এখানে মজাদার বহুমুখী টাইপ অপশন, টেনে নিয়ে ড্রপ করার সুবিধার কাস্টমাইজেশন, এবং সাথে সাথে প্রস্তুত করে ফেলার সুযোগ রয়েছে। এটি যে কোন কোম্পানির স্বাতন্ত্র্য মুহূর্তেই তুলে ধরতে পারে। 

সেরা আফটার ইফেক্টস টেম্পলেট

আফটার ইফেক্ট ইন্ট্রো টেম্পলেট সম্পর্কিত এই আর্টিকেলে উল্লিখিত যে কোনটিই আপনার ব্যবসার গতিকে দিবে নতুন মাত্রা। আপনার স্টার্টআপের জন্য বিজ্ঞাপন তৈরি করতে হলে, বিজনেস প্রেজেন্টেশন দিতে হলে, বা আপনার কোম্পানিকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিতে হলে লুফে নিতে পারেন যে কোন একটি।

আবার, ভিডিওহাইভে আমাদের অনেকগুলো বিকল্প রয়েছে। আমাদের সেরা ক্যাটাগরিতে চলে যান একদম সরাসরি। যেমন: আফটার ইফেক্টস ওপেনার বা আফটার ইফেক্টস প্রোডাক্ট প্রোমোজ। অথবা ঘুরে দেখতে পারেন আমাদের সেরা আফটার ইফেক্টস টেম্পলেট

একটি মানসম্পন্ন আফটার ইফেক্ট টেম্পলেট ফাইল দিয়ে কাজ করলে পেশাদার ফলাফল পাবেন বলেই আশা করা যায়। আপনি হয়তো দারুণ সব ডিজাইন এবং অ্যানিমেশন, গভীর চিন্তাপ্রসূত ইমেজ, ভিডিও এবং টেক্সট নিয়ে কাজ করা শুরু করবেন। এই সবকিছুই একটি মড্যুলার, সহজে পরিমার্জনযোগ্য আফটার ইফেক্ট ফাইলে পাওয়া যাচ্ছে।

নোট: আমাদের কর্মচারীরা নিয়মিত ডাইনামিক বিজনেস ডিজাইনসহ সেরা সব নতুন আফটার ইফেক্ট ইন্ট্রো ভিডিও টেম্পলেট যোগ করে এই পোস্টটি আপডেট করেন।

Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Business tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
One subscription. Unlimited Downloads.
Get unlimited downloads