() translation by (you can also view the original English article)
আশা করি খুব ভালো কাটছে আপনাদের ২০১৬!
গ্রীষ্ম এসে গেছে, আর বছরের অর্ধেকটাও শেষ হয়ে গিয়েছে। এখনই সময় আপনার ভিডিও মার্কেটিং নিয়ে কাজ করার।
আপনার কি ব্যবসার প্রচারণা করতে হবে? কিংবা বাজারে আসন্ন পণ্যের প্রদর্শনী? ভিডিও প্রেজেন্টেশন বা গ্রীষ্ম উপলক্ষে ভাইরাল হবে এমন কোন বিজ্ঞাপন তৈরি করতে চান? আফটার ইফেক্ট নিয়ে জ্বলে উঠে কাজে নেমে পড়তে প্রস্তুত তো?
দ্রুত উন্নত মানের ভিডিও তৈরি করার কোন সংক্ষিপ্ত উপায় নেই। কাজেই আমাদের সেরা আফটার ইফেক্ট টেম্পলেট নিয়েই কাজ করতে হবে। এনভাটো মার্কেট থেকে বেছে নেওয়ার মতো বিপুল পরিমাণে প্রিমিয়াম আফটার ইফেক্ট ফাইল রয়েছে যা দিয়ে আপনি আপনার মনের মতো কাজ করতে পারবেন।
এই আর্টিকেলে আমরা অনেকগুলো জনপ্রিয় আফটার ইফেক্ট টেম্পলেট দেখাব আপনাদের। ২০১৬-তে বাজারে আসা এই টেম্পলেটগুলো এখন কেনা ও ডাউনলোড করার জন্য সহজলভ্য। ২০১৬-তে বিস্ময়কর সাফল্য লাভ করেছে এমন কয়েকটি দেখে নিন।



এই ভিডিওগুলোর প্রতিটি ফ্রেমে স্বচ্ছন্দ অ্যানিমেশন আর আধুনিক গতিবিদ্যার চমৎকার সংমিশ্রণ ঘটেছে। পেশাদার মোশন ডিজাইনাররা প্রতি সপ্তাহে ভিডিওহাইভে বিক্রির জন্য যেসব ভিডিও আপলোড করেন তার মধ্যে সামান্য কয়েকটা মাত্র এগুলো।
১০টি আফটার ইফেক্ট টেম্পলেট (২০১৬ সালে জনপ্রিয়তায় সেরা)
ভিডিওর কার্যকারিতা অন্য যে কোন মাধ্যমে সমানভাবে তুলে আনা বেশ কঠিন। একটি প্রফেশনাল ভিডিওর মাধ্যমে আপনি চাইলে আপনার দর্শকদের আলোড়িত করতে পারবেন, আপনার পণ্যের ভক্ত বানিয়ে ফেলতে পারবেন তাদের, আপনার ব্র্যান্ডকে তারা মনে রাখবে। শুধু তাই নয়, আপনার মার্কেটিঙের বার্তার মাধ্যমে তাদের সাথে আবেগময় সম্পর্কও গড়ে তুলতে পারবেন। আপনার (বা আপনার ক্লায়েন্টের) ব্যবাসা যখন মার্কেটিঙের নতুন কোন মাত্রায় পৌঁছাতে চায় তখন একটি মানসম্পন্ন ভিডিও দিয়ে সেই উন্নয়ন নিয়ে আসা সম্ভব!
আমাদের ভিডিওহাইভ বাজারে সারা তুলছে এমন ১০টি নতুন আফটার ইফেক্ট টেম্পলেট নিয়ে এখানে দেওয়া হল। এর প্রতিটিই মেধাবী মোশন গ্রাফিক ডিজাইনারদের তৈরি। তারা এইসব ভিডিও ফাইলে পেশাদারিত্বের সাথে অ্যানিমেশন, স্টাইল এবং গতিভঙ্গির ভারসাম্য রক্ষা করেছেন।
এগুলো ২০১৬ সালের জনপ্রিয় ভিডিওগুলোর মধ্যে রয়েছে। সেই সাথে বিক্রির তালিকা এবং কাস্টমারদের কাছ থেকে ইতিবাচক সারা পাওয়ার ক্ষেত্রে অনেক এগিয়ে রয়েছে। একবার চোখ বুলিয়ে নিন তাহলে!
১। কুইক সামার মিডিয়া ওপেনার আফটার ইফেক্ট টেম্পলেট
আপনি যদি গ্রীষ্মের আনন্দ পুরোটাই লুটে নিতে ভিডিও তৈরি করতে চান তাহলে এই আফটার ইফেক্ট টেম্পলেটে পাবেন দ্রুত গতিময়তা, রঙিন সব ফন্ট আর স্টাইলিশ ট্রানজিশন। এখানে ৩৩টি মিডিয়া প্লেসহোল্ডার, ২৬টি টেক্সট প্লেসহোল্ডার, আর ৫টি সুন্দর লাইট লিক রয়েছে।
এই টেম্পলেটটি কতোটা বৈচিত্র্যময় আর প্রফেশনাল, তা কাস্টমারদেরও চোখ এড়িয়ে যায়নি। তারা এমন মন্তব্যও করেছে, "ওয়াও! দারুণ একটা আইডিয়া আর চমৎকার এই প্রজেক্টটি!" এই আফটার ইফেক্ট টেম্পলেটটি এডিট করা খুব সহজ। এখানে আপান্র পরবর্তী ভিডিও প্রজেক্টের জন্য রয়েছে মড্যুলার স্ট্রাকচার আর দ্রুতগামী রেন্ডার আউট।
২। দ্য স্লাইডশো আফটার ইফেক্টস টেম্পলেট
আপনার যদি কয়েক মুহূর্তের মধ্যে কোন ছোট্ট বার্তা পাঠানোর প্রয়োজন হয়, তাহলে আপনার এমন একটি আফটার ইফেক্ট টেম্পলেট দরকার যেটি দ্রুত প্রভাব বিস্তার করতে পারবে। এই এমন একটি স্টাইলিশ, আধুনিক স্লাইডশো ভিডিও ওপেনার যেখানে দ্রুত ট্রানজিশন তৈরির অনেকগুলো পন্থা রয়েছে।
এখানে আপনার ইমেজ, ব্র্যান্ডিং, এবং ভিডিও যোগ করার জন্য ২২টি প্লেসহোল্ডার রয়েছে। চাইলে মুহূর্তেই রং পরিবর্তন, টেক্সট ইনসার্ট করা আর কাস্টমাইজ করে ফ্লেতে পারবেন। এখানে কোন প্লাগইনের দরকার হয় না আর ফুল এইচডিতে এক্সপোর্ট করা সম্ভব। আপনার পরবর্তী ভিডিও প্রজেক্টটি যেন মুহূর্তেই মন কেড়ে নেয় তা নিশ্চিত করে ফেলুন!
৩। কুইক লোগো স্টিং প্যাক ১১: ক্লিন অ্যান্ড মিনিমাল
বারবার একই লোগো রিভিল ব্যবহার করে দর্শকদের একঘেয়ে করে ফেলার চাইতে ২০টি কুইক ফায়ার আফটার ইফেক্ট লোগো স্টিং সমৃদ্ধ এই টেম্পলেটটি ব্যবহার করে দেখুন। যারা ভিডিওতে তাদের লোগো প্রায়ই দেখাতে চান তাদের জন্য এটা দারুণ একটা টেম্পলেট। যেমন আপনার ইউটিউব বা অনলাইন ভিডিও চ্যানেলে এটি কাজে লাগাতে পারেন। আপনি চাইলে আপনার ব্র্যান্ড আপডেট করে চাঙ্গা রাখতে পারেন। আবার এটির উজ্জ্বল পরিচ্ছন্ন স্টাইলের কারণে আপনার ব্র্যান্ড যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে।
এই আফটার ইফেক্ট টেম্পলেটটি রুচিশীল, সহজে এডিট করা যায়, এবং ফোরকে ফুল এইচডিতে এক্সপোর্ট করা সম্ভব। এটি সিএসফোরপ্লাসের সাথে ব্যবহারের উপযুক্ত এবং এটির সেটআপে কাজ করাও খুব সহজ। আপনার লোগো ড্রপ করবেন, টেক্সট ইনসার্ট করবেন আর রেন্ডার বাটনে চাপ দিয়ে এক্সপোর্ট করে ফেলবেন। ব্যাস!
৪। কালারফুল স্মোক লোগো রিভিল - আফটার ইফেক্ট টেম্পলেট
এই রঙিন ধোঁয়ার কুণ্ডলী থেকে বের হয়ে আসা ভিডিও লোগো টেম্পলেটটি আপনার ব্র্যান্ডের প্রচারণায় নতুনত্ব নিয়ে আসবে। রংধনুর রঙের ঘূর্ণিপাকের মধ্য দিয়ে নাটকীয় ভঙ্গিতে আপনার লোগো রিভিল করুন। এই ফাইলের থ্রিডি স্মোক আলফা চ্যানেলের মাধ্যমে প্রি-রেন্ডার করা। এতে করে ব্যাকগ্রাউন্ড সহজেই পরিবর্তন করা যায়। এটি দিয়ে দ্রুত কাজ করা সম্ভব। শুধুমাত্র লোগো বা যে কোন টেক্সট পাল্টে দিলেই এটি রেন্ডার করার উপযোগী হয়ে যায়।
৫। ট্রানজিশন্স আফটার ইফেক্ট টেম্পলেট প্যাক
এই প্যাকে ৫টি অনন্যসাধারণ ভিডিও ট্রানজিশন রয়েছে। প্রতিটি দৃশ্যের মধ্য দিয়ে কাট করতে এখানে বিভিন্ন আকৃতি ব্যবহার করা হয়। আপনি যদি আপনার পরবর্তী ভিডিওতে নতুন কোন ট্রানজিশন যোগ করতে চান তাহলে এই আফটার ইফেক্ট টেম্পলেটে আধুনিক চমৎকার কিছু অপশন খুঁজে পাবেন।
এটি ২০১৬-তে বিক্রি এবং জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে। খানে কোন প্লাগইন দরকার হয় না, কাজ করা সহজ, আর আপনার পরবর্তী প্রজেক্টে এই ট্রানজিশন ইফেক্টগুলো যোগ করে দিবে। এই প্রফেশনাল ডিজাইনগুলোতে ট্রানজিশনের সময় শব্দএর ব্যবহার এবং আলফা চ্যানেল রয়েছে।
৬। প্যারালাক্স স্লাইডশো আফটার ইফেক্ট টেম্পলেট
ধরুন ২০১৬-তে কিছুদিনের মধ্যেই আপনাকে একটি প্রজেক্ট বা প্রোডাক্ট বাজারে আনতে হবে। প্যারালাক্স স্লাইডশোয়ের মাধ্যমে আপনি নাটকীয়ভাবে আপনার দর্শক বা বিনিয়োগকারীদের কাছে এগুলোর পরিচিতি তুলে ধরতে পারেন। এটি একটি গতিশীল, দ্রুত লয়ের সিনেমাটিক ভিডিও ওপেনার যা আপনার দর্শকের মনোযোগ আকর্ষণ করতে বাধ্য।
বিজনেস প্রেজেন্টেশন, টেলিভিশনের জন্য ভিডিও প্যাকেজ, বা ইউটিউব মার্কেটিং ভিডিও, যাই হোক না কেন এই আফটার ইফেক্ট টেম্পলেট দিয়ে কাজ করা একদমই সহজ। এখানে একটি মড্যুলার স্টাকচার রয়েছে আর এর স্থিতিকাল প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নেওয়া যায়।
এটি আপনার প্রজেক্টের জন্য সম্পুরনরুপে বিশেষায়িত। আপনি সহজেই এই পরিচ্ছন্ন আধুনিক টাইটেলগুলো এডিট করতে পারবেন আর আপনার লোগো ইনসার্ট করতে পারবেন। এরপর আপনার বিশেষ কোন ছবি, ভিডিও ফাইল যোগ করতে পারেন, অডিও সমন্বিত করতে পারবেন এবং আফটার ইফেক্ট থেকে এক্সপোর্ট করতে পারবেন।
৭। সিম্পল টাইটেলস আফটার ইফেক্টস ভিডিও টেম্পলেট
এই আফটার ইফেক্ট টেম্পলেটে আপনি অনেকগুলো টাইটেল অপশন পাবেন। সবগুলোই আধুনিক ডিজাইনে তৈরি। আপনি এই দারুণ সব রুচিশীল টাইটেলগুলো আপনার আফটার ইফেক্ট ফাইলে যুক্ত করতে পারেন। তারা স্টাইলিশ মোশন বক্সের ভিতরে বিনামূল্যে পাওয়া স্যান্স-সেরিফ ফন্ট ব্যবহার করে।
গতিময়তার ডিজাইনের দিক থেকে অ্যানিমেশনগুলো বেশ সূক্ষ্ম আর উচ্চমানের। নজর কাড়া, তবে দৃষ্টিকটু নয়। এগুলো আপনার ভিডিওর সাথে নিমেষেই সুসংহত হয়ে যাবে। এটি আফটার ইফেক্টের অনেকগুলো সংস্করণের সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজেই আপনি যে বিজনেস ভিডিও প্রজেক্টে এই মুহূর্তে কাজ করছেন সেটিতে এই টাইটেলগুলো দ্রুতই ইনসার্ট করাতে পারবেন।
৮। কর্পোরেট স্লোগান ইমেজ লোগো রিভিল
আপনার যদি সাদাসিধে স্টাইলের এমন একটি ভিডিও টেম্পলেট দরকার হয় যা দিয়ে আপনার লোগোটিকে সচল করে তুলে ধরতে পারবেন তাহলে এটিই আপনার জন্য উপযুক্ত। এই আফটার ইফেক্ট টেম্পলেটটিতে মসৃণ গতিশীলতা ও জটিল ফিল্ড ইফেক্টসহ দারুণ সব থ্রিডি লোগো অ্যানিমেশন রয়েছে।
এখানে সাতটি ইমেজ প্লেসহোল্ডার রয়েছে। এছাড়া লোগো টেনে নিয়ে ড্রপ করার, ট্যাগলাইন ইনসার্ট করার এবং ব্যবসায়িক তথ্য যোগ করার জায়গা রয়েছে। আপনি দ্রুত এটি পরিমার্জন করতে পারবেন। ফাইলটিকে আপনার ব্র্যান্ডের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে পারবেন। এবং সবশেষে এটিকে উচ্চ রেজোল্যুশনের ভিডিও হিসেবে রেন্ডার করতে পারবেন।
৯। লোয়ার থার্ডস আফটার ইফেক্ট টেম্পলেট
আপনার যদি আধুনিক লোয়ার থার্ডস আফটার ইফেক্ট টাইটেল টেম্পলেটের দরকার হয় তাহলে এটি বেশ জনপ্রিয় একটি বিকল্প হতে পারে। এই ফাইলে ২৪টি লোয়ার থার্ডস মোশন টাইটেল রয়েছে। এগুলো সাধারণ ডিজাইনে তৈরি যা স্ক্রিনে বেশ চমৎকারভাবে ফুটে উঠে।
এটি ইতোমধ্যে ভিডিওহাইভে অনেকবার বিক্রির মেলায় উঠেছে। "সুগঠিত এবং চমৎকার" এমন মন্তব্যও পেয়েছে। এটি এডিট করা বেশ সহজ এবং অ্যাডোবি আফটার ইফেক্টস সিএসফোর বা তার উপরের সংস্করণের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার ভিডিওতে স্টাইলিশ লোয়ার থার্ড টাইটেল যোগ করতে চাইলে আজই এই আফটার ইফেক্ট টেম্পলেটটি নিয়ে নিন।
১০। ফাস্ট ওপেনার অ্যাডোবি আফটার ইফেক্ট টেম্পলেট
এই দ্রুত লয়ের ওপেনারটি ঝলমলে সূচনা দরকার এমন ভিডিওর জন্য উপযুক্ত। আপনার নতুন পণ্যের পরিচিতি, স্লাইডশোয়ের উপস্থাপনা, বা ২০১৬-তে আপনার নতুন স্টার্টআপের ঘোষণা বা যাই হোক না কেন, এই আধুনিক স্টাইলিশ আফটার ইফেক্ট টেম্পলেটটি একদম যথার্থ।
এটি দ্রুত রেন্ডার করা যায় এবং সাথে সাথেই সম্পূর্ণ এইচডিতে এক্সপোর্ট করা যায়। এটি আফটার ইফেক্টস সিএসফোর এবং তার পরবর্তী টেম্পলেটের সাথে সঙ্গতিপূর্ণ এবং এতে কোন প্লাগইন দরকার হয় না। এই প্রাণবন্ত আফটার ইফেক্ট ভিডিও টেম্পলেটটি কাজে লাগিয়ে আপনার দর্শকদের মনোযোগ ধরে রাখুন এবং আপনার ভিডিওর সাহায্যে তাদের প্রভাবিত করুন!
নতুন একটি আফটার ইফেক্ট টেম্পলেট লুফে নিন!
যদি আপনি (বা আপনার ক্লায়েন্ট) মার্কেটিঙের ক্ষেত্রে নতুন কোন লক্ষ্য নির্ধারণ করে থাকেন তাহলে একটি প্রফেশনাল ভিডিও আপনার অভীষ্ট লক্ষ্য সাধনে সহায়তা করতে পারে। মানসম্পন্ন আফটার ইফেক্ট ফাইল দিয়ে আপনি অল্প সময়ে পেশাদার মানের কাজ সম্পন্ন করতে পারবেন। এতে আপনার কাজের গতি আর মান দুটোই বেড়ে যাবে।
ভিডিওহাইভে হাজার হাজার প্রো আফটার ইফেক্ট টেম্পলেটগুলোর মধ্য থেকে বেছে নিন। অথবা ২০১৬-তে জনপ্রিয়তার তুঙ্গে থাকা সপ্তাহের সেরা আফটার ইফেক্ট টেম্পলেটগুলো ঘুরে দেখে আসুন। আপনার নতুন প্রজেক্টের লক্ষ্য সাধনে সেরা টেম্পলেটটি বেছে নিন!
আপনার যদি ভিডিও টেম্পলেটের ক্ষেত্রে কোন নির্দিষ্ট চাহিদা থাকে তাহলে আমাদের সেরা ক্যাটাগরিতে সরাসরি চলে যান। যেমন: আফটার ইফেক্টস ওপেনার বা আফটার ইফেক্টস প্রোডাক্ট প্রোমোজ, বা আমাদের আফটার ইফেক্টস টাইটেলগুলো দেখতে পারেন।
নোট: আমাদের কর্মচারীরা এই পোস্টটি সারা বছর ধরে নতুন নতুন আফটার ইফেক্ট টেম্পলেট যোগ করে আপডেট করেন যাতে করে ২০১৬ সালের সেরা আইটেমগুলো নতুন করে পরিচিতি পায়।
