Advertisement
  1. Business
  2. Computer Skills

কিভাবে OS X Snow Leopardদিয়ে একটি Bootable USB বানাবেন

Scroll to top
Read Time: 4 min

() translation by (you can also view the original English article)

OS X Snow Leopard বেশ কয়েক বছর পুরোনো অপারেটিং সিস্টেম, কিন্তু এটি ম্যাক ইউজারদের কাছে অনেক জনপ্রিয়, কারন এতে লেগেসি সফটওয়্যার সাপোর্ট রয়েছে। অন্যান্য পুরোনো ম্যাকে Snow Leopard এর পর অপারেটিং সিস্টেম আপডেট বন্ধ হয়ে গেছে। তাই, এটা নিয়ে IT ডিপার্টমেন্টকে সাপোর্ট দিতেই হয়।

তাই, যদি আপনার কোন Snow Leopard মেশিন থাকে তবে একটি বুটেবল Snow Leopard ইন্সটল ডিস্ক রেডি করে রাখা দরকার, যাতে সেটাপ ম্যানেজ করতে সুবিধা হয়। কিন্তু, এই ইন্সটল ডিক্স বানানোর আসলে কোন অটোম্যাটিক উপায় নেই। তাই এই টিউটোরিয়ালে আমরা দেখাবো এটা কিভাবে ম্যানুয়েলি করতে হয়।

নোটঃ শুরু করার আগে দেখে নিন যে আপনার পেন ড্রাইভে মিনিমাম ৮ গিবি যায়গা আছে কিনা। Snow Leopard এর সেটাপ ডিস্ক বানাতে এতটুকু যায়গা দরকার হবে। ম্যাক মেশিনের সাথে আসা কোন ডিভিডি দিয়ে এই বুটেবল ডিস্ক বানানো যায় না, কারন ওই ডিস্কে সেই মেশিনের ড্রাইভার ছাড়া আর অন্য কোন ড্রাইভার থাকে না।

Disk Utility দিয়ে Snow Leopard বুট ড্রাইভ বানানো

Spoghtling থেকে খুঁজে বা Applications ফোল্ডার থেকে ম্যাকের Disk Utility স্টার্ট করুন। এরপর পেনড্রাইভের আইকনে লেফট ক্লিক করে সেটার নাম সিলেক্ট করুন।

Partitioning and restoring your USB drive Partitioning and restoring your USB drive Partitioning and restoring your USB drive
USB ড্রাইভ পার্টিশনিং ও রিস্টোরিং

পেন ড্রাইভ ফরম্যাট করুন

  • Partition ট্যাবে ক্লিক করুন।
  • Partition Layout হেডারের নিচে 1 Partition ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করুন।
  • ড্রপ ডাউন থেকে Format ক্লিক করুন, Mac OS Extended (Journaled) সিলেক্ট করুন।

মনে রাখুন, এই স্টেপে আপনার পেন ড্রাইভের সব ডাটা ইরেজ হয়ে যাবে। তাই জরুরী ফাইল থাকলে সেটা আগেই ব্যাকাপ নিয়ে রাখবেন।

  • ফরম্যাট করতে Disk Utility তে Apply বাটনে ক্লিক করুন।

Snow Leopard ডিভিডি বা ডিস্ক ইমেজ।

  • ম্যাকে Snow Leopard এর ডিস্ক ইমেজ বা ডিভিডি খুঁজে বের করুন।
  • ডিস্ক ইমেজ ইউজ করলে সেটা ডেস্কটপে মাউন্ট করুন।
  • Disk Utility উইন্ডো তে, পেন ড্রাইভের মেন্যুতে Restore ট্যাবে ক্লিক করুন।
Restoring the Mac OS X install DVD to your USB drive Restoring the Mac OS X install DVD to your USB drive Restoring the Mac OS X install DVD to your USB drive
USB ড্রাইভে Mac OS X ইন্সটল ডিভিডি রিস্টোরিং

উইন্ডো তে SourceDestination নামের দুটি বক্স দেখা যাবে।

  • পেন ড্রাইভ ড্র্যাগ করে Destination বক্সে ড্রপ করুন।
  • Mac OS X Install Drive ড্র্যাগ করে Source বক্সে ড্রপ করুন।
  • এরপর হাতের ডানপাশে নিচে থাকা Restore বাটন ক্লিক করুন।

Disk Utility OS X এর ইন্সটল ডিভিডি ইমেজ পেন ড্রাইভে নিয়ে রিস্টোর করবে, এটি হতে ম্যাকের পার্ফমেন্সের উপর ডিপেন্ড করে আনুমানিক ২০ মিনিট থেকে ১ ঘন্টা সময় লাগবে।

Snow Leopard USB ড্রাইভ ব্যবহার করা

এভাবে আমরা Snow Leopard ইউএসবি ড্রাইভ তৈরি করে ফেললাম। এখন আমরা এতে টার্মিনাল দিয়ে OS X Snow Leopard ইন্সটল করে ফেলব। এই কাজ করতে আমাদের Disk Utility সহ আরও কিছু ম্যাক অ্যাপ ব্যবহার করতে হতে পারে।

  • ম্যাক সাট ডাউন করুন। এরপর Option কি চেপে ধরে রিস্টার্ট দিন।
  • ম্যাকের অ্যারো কি দিয়ে বুট মেন্যু থেকে OS X Install DVD সিলেক্ট করুন।
  • আপনার সুবিধা মত ভাষা নির্বাচন করে নিন।

OS X Snow Leopard ইন্সটল করা

পেন ড্রাইভ থেকে OS X Snow Leopard ইন্সটল করতে ম্যাকের হার্ড ড্রাইভ ফরম্যাট করতে হবে। তার জন্য, স্ক্রিনের উপরের অংশে থাকা Utilities এ ক্লিক করুন, এরপর ড্রপ ডাউন থেকে Disk Utility সিলেক্ট করে নিন।

Formatting the Macs hard drive using Disk UtilityFormatting the Macs hard drive using Disk UtilityFormatting the Macs hard drive using Disk Utility
Disk Utility ব্যবহার করে ম্যাকের হার্ড দ্রাইভ ফরম্যাট করুন।

ম্যাকের হার্ড ড্রাইভ ফরম্যাট করা

  • ম্যাকের হার্ড ড্রাইভের নামের উপর ক্লিক করুন।
  • Erase ট্যাবে ক্লিক করুন।
  • Format এর ড্রপ ডাউন থেকে Mac OS Extended (Journaled) সিলেক্ট করুন।
  • নিজের ইচ্ছা মত ড্রাইভের নাম সেট করে নিন।

খেয়াল রাখতে হবে যে এই প্রসেসে ম্যাকের ড্রাইভের সব ডাটা ইরেজ হয়ে যাবে। তাই, দরকারি কিছু থাকলে তা আগেই ব্যাকাপ নিয়ে নিয়ে হবে।

  • Erase বাটন ক্লিক করে ম্যাকের হার্ড ড্রাইভ ফরম্যাট করে নিন।

Snow Leopard ইন্সটলার চালু করা

  • কিবোর্ডে Command-Q ক্লিক করে Disk Utility থেকে এক্সিট করুন।
  • Continue বাটনে ক্লিক করুন
  • এরপর সামনের ইউন্ডো থেকে Mac's hard drive সিলেক্ট করুন।
  • Install বাটনে ক্লিক করুন।

ম্যাকের হার্ডওয়্যার কেমন সেটার উপর ভিত্তি করে OS X Snow Leopard ইন্সটল হতে কিছুটা সময় লাগবে। ইন্সটল কমপ্লিট হলে, ম্যাক রিস্টার্ট হবে। এবং ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রম্পট ওপেন হবে।

Snow Leopard USB ড্রাইভের ডিস্ক ইউটিলিটি

অ্যাকাউন্ট ক্রিয়েট করার ফাঁকেফাঁকে একই সময় Disk Utility, Terminal, Safari ইত্যাদি অ্যাকসেস করে হেল্প আর্টিকেল ব্রাউজ করা যাবে। আর পেন ড্রাইভে থাকা অন্যান্য Snow Leopard অ্যাপ ব্যবহার করা যাবে। 

উপরে উল্লেখিত উপায় পেন ড্রাইভ বুট করে নিয়ে, টপ বার থেকে Utilities সিলেক্ট করে নিন। এরপর অন্যান্য ইউটিলিটি ড্রপ ডাউন থেকে ব্যবহার করা যাবে।

Disk Utility সহ অন্যান্য ইউটিলিটি পেন ড্রাইভ থেকে বুট করে ব্যবহার করার ব্যবস্থা অনেক সুবিধার একটি ব্যাপার। যেমন, হার্ড ড্রাইভ করাপ্ট হয়ে গেলে, বা সমস্যা দেখা দিলে এই বুটেবল পেন ড্রাইভ এর সাহায্যে Disk Utility ওপেন করে নিয়ে ড্রাইভের SMART স্ট্যাটাস চেক করা যাবে, ও রিপেয়ার করা যাবে।

OS X Snow Leopard USB ড্রাইভ, কমপ্লিট

এই টিউটোরিয়ালে আমরা শিখলাম, কিভাবে OS X 10.6 Snow Leopard বুটেবল ইউএসবি ড্রাইভ বানানো যায়। এখন এই ড্রাইভ দিয়ে ম্যাকের OS X 10.6 সেটাপ ও মেইনটেইনেন্স করা সম্ভব হবে।

Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Business tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
One subscription. Unlimited Downloads.
Get unlimited downloads