Advertisement
  1. Business
  2. Presentations

১০ টি ক্রিয়েটিভ প্রেজেন্টেশন আইডিয়া: যা আপনার দর্শকদেরকে অনুপ্রাণিত করবে

Scroll to top
Read Time: 11 min

Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)

বক্তা রুমের ভিতর হাঁটতে শুরু করলেন, মাইক্রোফোন তুলে নিলেন, কিছুক্ষন মাইক্রোফোনে ঘড়ঘড় শব্দ হলো, তিনি যান্ত্রিকভাবে হাসলেন, তারপর গলা খাঁকারি দিলেন, কিছুক্ষন আমতা আমতা করে একসময় তোতলাতে শুরু করলেন।

এটা এমনভাবেই শুরু হয়। আর এর মধ্যেই উপস্থাপনার সবচেয়ে আকর্ষণীয় অংশটি শেষ হয়ে যায়।

যখন সে শব্দের পর শব্দ বলে যাচ্ছিলো, আমি তখন রুমের চারদিকে তাকালাম। ঘুমে ঢুলু চোখের অসংখ্য মাথা দেখতে পেলাম। বক্তার বক্তব্য মূল্যায়ন করার জন্য জাগ্রত কাউকেই খুঁজে পেলাম না। এবং এটা বেশ দুঃখজনক।

সত্যিই দুঃখজনক, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি, বক্তা এই বিষয়ে একজন ঝানু লোক ছিলেন। কিন্তু তাঁর আজকের উপস্থাপনা তাঁর প্রতিভা সম্পর্কে কাউকেই আশ্বস্ত করতে পারেনি।  এমনকি, এই রুমে থাকা একজন লোকও তাঁকে তাঁর নির্দিষ্ট বিষয়ের ব্যাপারে নিযুক্ত করতে আগ্রহী ছিলো না।

কোনও ব্যবসায় লাভবান হতে হলে আপনাকে সেই বিষয়ে দক্ষতার পাশাপাশি আপনার কাজের উজ্জ্বল দিকের উপস্থাপনাও খুব বুদ্ধিমত্তা, আকর্ষণীয় এবং সুশৃঙ্খলভাবে করতে হবে। কারণ যদি কেউই আপনার প্রতিভা সম্পর্কে না জানে, তাহলে তাঁরা আপনার সেবার প্রয়োজন কি করে অনুভব করবে?

একটু ভিন্নভাবে বললে: কোনও গোপনীয় বিষয় কখনও জনপ্রিয় হয় না।

এবং পর্দার পিছনে কোনও সম্ভাবনাময় ব্যবসাও আপনাকে অর্থ উপার্জনে সাহায্য করবে না।

মানে হচ্ছে, একজন ছোট ব্যবসায়ী হিসেবে আপনাকে আপনার কাজের উপস্থাপন করতে হবে। আপনার কাজের অসাধারণ, উজ্জ্বল এবং কৌতুহল উদ্দীপক উপস্থাপনা।

Creative presentation ideas to lead your audience to actionCreative presentation ideas to lead your audience to actionCreative presentation ideas to lead your audience to action
আপনার দর্শকদের অনুপ্রাণিত করার জন্য সৃজনশীল উপস্থাপনা ধারণাসমূহ। (গ্রাফিক সোর্স)

আপনার সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে প্রস্তাব উপস্থাপন, আপনার কাজের ফলাফল একটি পেশাদার কনফারেন্সে তুলে ধরা অথবা সম্ভাব্য বিনিয়োগকারীদের সামনে উপস্থাপনা, যাই করেন না কেন, আপনার লক্ষ্য একইরকম থাকবে: আপনার দর্শকদেরকে অনুপ্রাণিত করা। আপনার কাজের প্রতি তাঁদের বিশ্বাস অর্জন করুন, যা থেকে আপনি আপনার ব্যবসায়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।

কোন বিষয়টি আপনাকে অনুপ্রেরণামূলক উপস্থাপনা করতে সাহায্য করবে বনাম কোন উপস্থাপনা সবার চোখে ঘুম এনে দিবে?

নিচে দশটি সৃজনশীল উপস্থাপনার ধারণা দেয়া হলো যা আপনাকে এমন একটি প্রেজেন্টেশন লিখতে সাহায্য করবে যার মাধ্যমে শ্রোতাদেরকে আপনার বক্তব্যের প্রতি মনোযোগী রাখতে পারবেন।

১০ টি সৃজনশীল প্রেজেন্টেশন আইডিয়া

১। গল্পের মাধ্যমে বলুন

মানুষের ব্রেইন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে, তা গল্পের প্রতি খুব দ্রুত সাড়া দেয় (গুহা ছেড়ে বের হইয়ো না, অতিকায় প্রানীরা এখানে ঘুরাফেরা করছে!) এবং কিছুটা বিনোদনপ্রবণ (...এবং তারপর যখন বিশাল প্রাণীটা কিছুটা নিকটে এলো, আমি লুকানো জায়গা থেকে লাফ দিয়ে বেরিয়ে এলাম, ছোট ছোট গাছের শাখা-প্রশাখা আমাকে প্রায় জড়িয়ে ধরছিলো, এবং হিংস্র জন্তুর ন্যায় গর্জন শুনতে পেলাম...)। এবং এই দ্বৈত ভূমিকা মানুষের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত।

গল্প হচ্ছে কিভাবে আমরা আমাদের পারিপার্শ্বিক ঘটনাবলী বুঝে থাকি ও অনুধাবন করে থাকি।

গল্প আমাদের কাছে সত্যের চেয়েও আকর্ষণীয় মনে হয়, কারণ এটা আমাদেরকে আনন্দ দিয়ে থাকে। গল্প বলা আমাদের মনোযোগ আকর্ষণ করে ও ধরে রাখে। গল্প একজন শ্রোতাকে শেষ হওয়ার পরও কোনও বিষয় বুঝতে এবং দীর্ঘ সময় ধরে মনে রাখতে সাহায্য করে। 

আপনার কাজ কোনও ঘটনাপ্রবাহের সিরিজ (বাজেট, ফিগার, ব্রেকডাউন) হিসেবে দেখানোর পরিবর্তে গল্প হিসেবে সাজিয়ে দেখান। এর ফলে মানুষ বিরক্তিবোধ করবে না।

চিত্তাকর্ষক ছবির লেআউট এবং গ্রাফিক্সসহ একটি পেশাদার ডিজাইন ব্যবহার করুন, যা আপনার ব্যবহারকারীদেরকে আপনার গল্পের সাথে দৃশ্যকল্পের মাধ্যমে সংযুক্ত হতে সাহায্য করবে, যেমন এই স্টাইলিশ সামিট ২ পাওয়ারপয়েন্ট টেম্পলেট টি:

Summit 2 Powerful PowerPoint templateSummit 2 Powerful PowerPoint templateSummit 2 Powerful PowerPoint template
সামিট ২ ফ্লেক্সিবল পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন টেম্পলেট।

আপনার ঘটনাপ্রবাহের মধ্যে কি কি আকর্ষণীয় সংযোগ আপনি তৈরি করতে পারেন? কি ধরনের গল্প তৈরি করলে আপনার শ্রোতারা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার উপস্থাপনার প্রতি মনোযোগী থাকবে? তাদেরকে তাই বলুন!

উপস্থাপনা/প্রেজেন্টেশন লেখার প্রক্রিয়া সম্পর্কে আরও জানুন:

২। গুরুত্বপূর্ণ মুহুর্তে প্রশ্ন জিজ্ঞাসা করুন

বিবৃতি বা বক্তৃতা অনেকটা আগে থেকেই অনুমান করা যায়। বিশেষ করে উপস্থাপনার সময়। যেহেতু একটি প্রেজেন্টেশন ধারাবাহিক বিবৃতি হিসেবে উপস্থাপন করা হয়, কাজেই আরও একটি অতিরিক্ত বিবৃতি দর্শকের কৌতূহল বাড়াবে না—এমনকি ব্যতিক্রমী হলেও না।

কিন্তু আপনি যদি এর পরিবর্তে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন তাহলে কেমন হয়?

একটি প্রশ্ন আপনার প্রেজেন্টেশনের ধারাবাহিকতা থামিয়ে দেয় এবং আপনি কোন জিনিষের উপর গুরুত্ব দিচ্ছেন, তা চিহ্নিত করতে সাহায্য করে। উপরন্তু, প্রশ্ন করা আপনার প্রেজেন্টেশনটিকে একটি নিষ্ক্রিয় গল্প থেকে একটি সক্রিয় অনুসন্ধানে রুপান্তর করবে যা থেকে আপনার দর্শকগণ তাঁদের প্রশ্নের উত্তর খুঁজে পাবে।

Ask questions and interact with the audienceAsk questions and interact with the audienceAsk questions and interact with the audience
প্রশ্ন জিজ্ঞাসা করুন ও দর্শকদের সাথে ভাব বিনিময় করুন। (গ্রাফিক সোর্স)

একটি প্রশ্নের উত্তর দেয়া (এমনকি যদিও তা মনে মনে হয়) আপনার প্রেজেন্টেশনের সঙ্গে দর্শককে আরও বেশী সম্পৃক্ত করবে এবং আপনার কথার প্রতি তাঁদেরকে মনোযোগী করে তুলবে।

৩। আপনার প্রেজেন্টেশনটি ৩ টি পরিচ্ছন্ন পয়েন্টে সাজান

৩ সংখ্যাটি বহু সংস্কৃতিতে প্রাচীনকাল থেকেই একটি যাদুকরী সংখ্যা হিসেবে মনে করা হয়। কোনও জিনিষকে তিনটি ভাগে বর্ণনা করা হলে মানুষ মনকে তা মুগ্ধ করে এবং এই তথ্যটি আরও ভালোভাবে মনে রাখতে সাহায্য করেঃ দেহ, মন এবং আত্মা; লক, স্টক এবং ব্যারেল; pb এবং j (দুটি উপাদান, কিন্তু এখানে তিনটি শব্দ শুনা যাচ্ছে), রক্ত, ঘাম, এবং অশ্রু।

জাদুকরী হোক বা না হোক, তিনটি শব্দ অনেকটা জাদুর মত কাজ করে। উপস্থাপনা শেষে যা বলা হয়েছিল, তা থেকে আমরা সব মিলিয়ে তিনটি বিষয় স্মরণ করতে পারি। 

তাই এই তিনটি বিষয় ভাগ্যের উপর না ছেড়ে, দায়িত্ব নিয়ে আপনার প্রেজেন্টেশনটিকে তিনটি মূল বিষয়ে সাজান। এরপর আপনাকে নিশ্চিত হতে হবে, যাতে আপনার দর্শকগণ কম গুরুত্বপূর্ণ বিবরণের চেয়ে বেশী গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেয়।

এমনকি যদি আপনার তিনের অধিক বিষয় থাকে, তাহলে আপনি ছোট ছোট বিষয়গুলো তিনটি মূল ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারেন। এই উপায়ে, পরিশেষে আপনি খুব সহজেই আপনার উপস্থাপনার তাৎপর্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে পারবেন।

খরচ, সময়রেখা, ফলাফল। সমস্যা, পরামর্শ, সমাধান। শুরু, মধ্যভাগ, এবং শেষ। শুধু মনে রাখবেন এটা তিনভাগে বিভক্ত হবে!

৪। মাঝে মাঝে কিছু হাস্যরস যুক্ত করুন

হাস্যরস যেকোনো পরিস্থিতি স্বাভাবিক করে তোলে। এই বিষয়টি ব্যবসায়িক বিশ্বের ক্ষেত্রেও সত্য। দিন শেষে, কেউ আসলে কোনও কাঠখোট্টা লোকের সাথে লেনদেন করতে চায় না।

তাই, আপনি যখন কোনও বিনিয়োগকারীর সামনে আপনার উপস্থাপনা তুলে ধরবেন, এমনকি সে যদি "সিরিয়াস" ক্লায়েন্ট হয়ে থাকে তবুও কিছু হাস্যরস যুক্ত করতে ভুলবেন না। এর মানে এই নয় যে, আপনাকে পুরো সময় জুড়েই মজা করতে হবে। এর মানে হচ্ছে, কিছুটা হাসিখুশি, উৎসাহী এবং ব্যক্তিত্বসম্পন্ন হওয়া।

হাস্যরস করা আপনাকে ঠিক মানায় না?  চিন্তার কিছু নেই। আপনি হাস্যরস দিয়ে তৈরি করার মত প্রেজেন্টেশন খুঁজে নিতে পারেন!

ডেভিড নেহিলের স্লাঈডশো আপনার পরবর্তী প্রেজেন্টেশনে হাস্যরস যুক্ত করার জন্য একজন কমেডিয়ানের কাছ থেকে ২৩ টি টিপস

যদি আপনার কাছে পরবর্তী প্রেজেন্টশনের জন্য হাস্যরস যুক্ত করার আইডিয়া বের করা কঠিন মনে হয়, তবে এই আইডিয়াগুলো কাজে লাগাতে পারেন।  হাস্যরস আপনার এবং আপনার দর্শকের মধ্যকার বরফ গলতে সাহায্য করবে।  এটা সবাইকে সহজ ও বন্ধুত্বপূর্ণ হতে ও আপনার প্রতি সুধারনা পোষণ করতে সাহায্য করবে (যা আপনার উপস্থাপনার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল নিয়ে আসবে)। এছাড়াও এটা আপনার উপস্থাপনায় প্রস্তাবিত অফারগুলো গ্রহণ করতে মানুষকে সাহায্য করবে।

৫। অনুপ্রেরনার জন্য আপনার প্রেজেন্টেশনটির নকশা করুন, মনোযোগ বিক্ষিপ্ত করে এমন করে নয়।

কোনও একটি উদ্দেশ্য নিয়ে পাওয়ারপয়েন্ট ডিজাইন করুন। এমন কোনও পাওয়ারপয়েন্ট নয়, যা কেবল আপনার পেছনে থাকা ডিজিটাল দেয়ালকে পূর্ণ করে। অথবা এমন কোনও পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন নয় যা কেবল আপনার বুলেট পয়েণ্ট ফরম্যাটগুলো পুনরাবৃত্তি করে। এই ধরনের পিপিটি টেম্পলেট আসলে কোনও কাজে লাগে না।

এর পরিবর্তে আপনি এমন একটি পাওয়ারপয়েন্ট তৈরি করুন, যা আপনার উপস্থাপনার সাথে সম্পূরক হয়। যা একটি বিস্তারিত গল্প হিসেবে বর্ণিত হবে।

অর্থাৎ, এমন একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ডিজাইন বেছে নিন যা আপনার গল্পের কাঠামোর সঙ্গে মিলে যাবে। ভালো প্রেজেন্টেশন আইডিয়াও মাঝারি মানের ডিজাইনে নষ্ট হয়ে যেতে পারে। আপনার দরকার এমন ধরণের স্লাইড যা আপনার উদ্ভাবনী আইডিয়াগুলো তুলে ধরবে।

মানে, এমনসব  উদ্ধৃতি, মূল বাক্য, ইমেজ এবং অন্যান্য ভিজুয়াল উপাদান ব্যবহার করা যা আপনার প্রেজেন্টেশনের অন্তর্নিহিত শক্তিকে অতিরঞ্জিত না করে সমর্থন এবং বৃদ্ধি করতে সাহায্য করে।

আপনার প্রেজেন্টেশন দ্বারা এমনভাবে আপনার দর্শকদেরকে নির্দেশনা প্রদান করুন যাতে তাঁরা নিজেদেরকে প্রতি মুহূর্তে সম্পৃক্ত ভাবে ও বিষয়টির প্রতি মনোযোগী হয়ে উঠে।  

এনভেটো মার্কেট (গ্রাফিকরিভার) থেকে অসাধারণ পাওয়ারপয়েন্ট টেম্পলেটসমূহ খুঁজে বের করুন যা আপনাকে প্রফেশনাল ডিজাইন স্লাইড দিয়ে প্রেজেন্টেশন তৈরি করতে সাহায্য করে। নিচের সৃজনশীল ট্রেন্ডিং পিপিটি থিমসমূহ ব্রাউজ করুন এবং কিভাবে কেনার সময় আপনার প্রেজেন্টেশন স্লাইডটিকে কাস্টমাইজ করবেন সে সম্পর্কে আরও জানুন:

৬। স্লাইড থেকে পড়বেন না

যেই স্লাইডটি রুমের সবাই দেখছে (এবং তাঁরা নিজে নিজে পড়তে পারছে) এমন স্লাইড থেকে পড়ে সবাইকে শুনানো বেশ বিরক্তিকর ও অনভিপ্রেত। আপনার পাওয়ারপয়েন্ট স্লাইডটি আপনাকে বিষয়গুলো মনে করিয়ে দেবার জন্য নয় বরং আপনার দর্শকদেরকে আপনার বলা বিষয়গুলো ভালোভাবে বুঝতে সহায়তা করার জন্য।

যখন আপনি কোনও পিপিটি পড়তে যাবেন, তখন আপনার দর্শকশ্রোতারাও সাথে সাথে পড়তে শুরু করবে। এবং গবেষণায় দেখা গেছে, পড়ার সময় আমাদের মন ২০-৪০% মনোযোগ ধরে রাখতে পারে।

মানে হচ্ছে, যখন আপনি স্লাইডটি পড়বেন, তখন আপনার শ্রোতাদের মন বিক্ষিপ্ত হয়ে যাবে, এবং তাঁরা ভাবতে থাকবে বাসায় আয়রনের সুইচ অন করে এসেছে কিনা অথবা ডিনারের জন্য তাঁরা কি খাবে। এবং আপনি নিশ্চয়ই চান না তাঁরা এসব চিন্তা করুক!

Avoid Reading from Your Presentation SlidesAvoid Reading from Your Presentation SlidesAvoid Reading from Your Presentation Slides
প্রেজেন্টেশন স্লাইড থেকে পড়া এড়িয়ে চলুন। (গ্রাফিক সোর্স)

আপনার স্লাইডের লেখাগুলো সংক্ষিপ্ত রাখুন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাইলাইট করতেই তা ব্যবহার করুন অথবা ভিন্ন ভিন্ন সেকশনে আপনার প্রেজেন্টেশনের হেডলাইনগুলো চিহ্নিত করুন।

আপনার স্লাইডগুলোকে কখনোই উপস্থাপনার বিষয়বস্তু মনে করার জন্য তৈরি করবেন না। এবং এগুলোতে কখনোই কয়েক লাইনের বেশী টেক্সট বা লেখা যাতে না থাকে।

স্লাইডগুলো আসলে পড়ার জন্য নয়, বরং আপনার বিষয় বা পয়েন্টগুলো আরও ভালোভাবে বোঝানোর জন্য।

৭। কোনও বিমূর্ত ধারণা প্রতিষ্ঠিত করার জন্য তথ্যচিত্র ব্যবহার করুন

আপনি যদি আপনার স্লাইডে প্রেজেন্টেশন সংক্ষিপ্ত করার জন্য খুব বেশী বুলেট পয়েন্ট ব্যবহার করতে না পারেন, তাহলে আপনার স্লাইডে কি কি বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা যেতে পারে?

তথ্যচিত্র! বেশ কিছু তথ্যচিত্র!

তা হতে পারে গ্রাফ, চার্ট অথবা পাইচার্ট যা আপনার বিষয়বস্তু তুলে ধরবে এবং তা ব্যাখ্যা করতে সাহায্য করবে। এছাড়াও এমন কিছু চিত্র ব্যবহার করুন যা আপনার শ্রোতাদের উপর প্রভাব ফেলবে এবং আপনার বিবৃতির সারাংশকে স্মরণীয় করে তুলবে।

আপনার সল্যুশনটি ২০% খরচ কমিয়ে আনতে পারে তা মুখে বলা ও গ্রাফের মাধ্যমে তা নম্বরসহ প্রদর্শন করার মধ্যে পার্থক্য আছে। এটা কোনও আইডিয়াকে তত্ত্ব থেকে ঘটনাপ্রবাহের মাধ্যমে বুঝাতে সাহায্য করে।

এবং এজন্য কেবল ট্রেডিশনাল প্রেজেন্টেশনের তথ্যচিত্র ব্যবহার করলেই যথেষ্ট নয়। কারণ, এটা নিশ্চয়ই ১৯৯৮ সাল নয়। মনে রাখবেন যে, একযুগ আগের ভালো প্রেজেন্টেশন আইডিয়া বর্তমান যুগের সাথে মানাবে না।

বিভিন্ন ধরনের তথ্যচিত্র যোগ করার মাধ্যমে আপনি আপনার প্রেজেন্টেশনটিকে বর্তমান সময়ের সময়ের উপযোগী করে তুলতে পারেন।  বিভিন্ন ধরনের গ্রাফিক্স, ইমোজি, এবং এমনকি প্রয়োজনে জিয়াইএফ ফাইল ব্যবহারে আপনার প্রেজেন্টেশনটি বর্তমান সময়ের উপযোগী হয়ে উঠবে এবং আরও প্রাণবন্ত মনে হবে।

এখানে আমাদের সবচেয়ে জনপ্রিয় পাওয়ারপয়েন্ট টেমপ্লেটগুলির একটি, Marketofy। এটাতে ফটো লেআউট থেকে ইনফগ্রাফিক্স এবং আরও কিছু উদ্ভাবনী স্লাইড ডিজাইন অপশন পাবেন:

Ultimate PowerPoint Template - MarketofyUltimate PowerPoint Template - MarketofyUltimate PowerPoint Template - Marketofy
মার্কেটোফাই - আল্টিমেট পাওয়ারপয়েন্ট টেম্পলেট

এই আর্টিকেলে বেশ কিছু সেরা বাছাই করা পাওয়ারপয়েন্ট টেম্পলেট খুঁজে পাবেন:

৮। গুরুত্বপূর্ণ বিষয়গুলো ভিজুয়াল মেটাফোর দিয়ে হাইলাইট করুন

ভিজুয়াল তা হোক ইমোজি, গ্রাফিক্স অথবা ইমেজ আপনার উপস্থাপনাতে অবাধে ব্যবহার করা উচিত নয়। তার পরিবর্তে, আপনি আপনার স্লাইডশোতে ব্যবহৃত উপাদানগুলো অবশ্যই নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করবেন।

ইমেজ ব্যবহারের একটি শক্তিশালী উপায় হচ্ছে ভিজুয়াল মেটাফোর। আপনার ক্লায়েন্টকে কেবল এটা বলবেন না যে, আপনার এই প্ল্যানে নতুন ফলোয়াররা মৌমাছির মত আসবে। এটাকে দৃশ্যের মাধ্যমে বুঝিয়ে দিন যাতে বিষয়টি তাঁদের মাথায় বসে যায়।

কোনও পরিচিত বিষয় যখন ভিজুয়াল ইমেজের দ্বারা তুলে ধরা হয়, তা আমাদের স্মৃতিতে অনেক দীর্ঘসময় ধরে অবস্থান করে। এর মাধ্যমে জটিল বিষয় আমাদের কাছে খুব সহজ হয়ে যায়।

৯। ব্যক্তিগত উদাহরণ প্রদান করুন

আরেকটি সৃজনশীল প্রেজেন্টশন আইডিয়া হচ্ছে নির্দিষ্ট শ্রোতার দিকে লক্ষ্য রেখে কথা বলা। একজন সম্ভাব্য ক্লায়েন্ট, কনফারেন্সের একজন শ্রোতা অথবা একজন সম্ভাব্য বিনিয়োগকারী যাইহোক না কেন, আপনি আপনার প্রেজেন্টেশন এদের প্রতি লক্ষ্য রেখেই তৈরি করতে পারেন।

আপনার প্রেজেন্টেশনে এমন সব উদাহরণ দিন যা আপনার শ্রোতাদেরকে সম্পৃক্ত করবে এবং আপনার সল্যুশন তাঁদের কিভাবে উপকৃত করবে তা দেখাবে।

যদি আপনার সল্যুশন স্বাভাবিকভাবে বর্ণনা করা হয়, তাহলে মানুষ এটাকে গুরুত্ব দিবে না (অথবা চিন্তা করবে, এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়)। কিন্তু যখন মানুষ বুঝতে পারবে, কোনও কিছু তাঁদের উপর সরাসরি প্রভাব ফেলতে সক্ষম বা ব্যক্তিগতভাবে তাঁদেরকে উপকৃত করবে, তখন তাঁরা মনোযোগ দিতে শুরু করবে!

তাদেরকে আপনার উদাহরণে এনে দেখান যে কিভাবে এটা তাঁদের উপর প্রভাব ফেলতে পারে। এর ফলে আপনি তাঁদের পূর্ণ মনোযোগ পাবেন এবং তাঁরা আপনার সল্যুশন নিতে অর্ধেক রাজি হয়ে যাবে!

১০। মিউজিক যোগ করুন!

উপস্থাপনায় সচরাচর এটা দেখা যায় না, কিন্তু এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি বিষয়। জন হপকিন্স ইউনিভার্সিটির ডোনাল্ড এ বারকের গবেষণা অনুযায়ী, "পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে মিউজিক যুক্ত করা হলে তা মনোযোগ বাড়ায়, ফলে বিষয়বস্তু দীর্ঘসময় ধরে মনে রাখতে সাহায্য করে।"

এবং এটা বিজ্ঞানে নতুন কিছু নয়! আমরা বহুযুগ আগে থেকেই এই বিষয়গুলো জানি। বিশেষ জিজ্ঞাসা: আপনি কি আপনার জীবনে এমন কোনও মুভি দেখেছে, যাতে কোনও মিউজিক নেই? এর উত্তর হচ্ছে: শূন্য!

যখন থেকে আমরা আবিষ্কার করেছি কিভাবে মুভিতে সাউণ্ড যোগ করতে হয়, তখন থেকে আমরা কেবল ডায়লগ রেকর্ড করিনি, তার সাথে মিউজিকও যোগ করেছি। কারন মিউজিক আমাদের মুড বদলে দেয়, এবং সঠিক আবেগিক প্রভাব তৈরি করে এবং আনন্দ দিয়ে থাকে।

অন্য উপায়ে মিউজিক যুক্ত করতে চান? মুড হালকা করতে একটি মিনি ড্যান্স ব্র্যাক দিতে পারেন! 

যেভাবেই আপনি এটা ব্যবহার করেন না কেন, মিউজিক আপনার প্রেজেন্টেশনকে অসাধারণ করে তুলবে এবং আপনার শ্রোতার মনে জায়গা করে নিবে।

তাহলে এই উদ্ভাবনী প্রেজেন্টশন আইডিয়াটি আপনার পরবর্তী প্রেজেন্টশনকে প্রাণবন্ত করে তুলতে ব্যবহার করতে পারেন।

আপনার পরবর্তী উপস্থাপনা স্মরণীয় করুন!

কেবল তথ্য উপস্থাপনা একটি বেসলাইন প্রেজেন্টেশনের জন্য। আপনার প্রেজেন্টশনের উদ্দেশ্য যদি আপনার শ্রোতাদেরকে অভিভূত, আশ্বস্ত ও গ্রাহকে রুপান্তর করার উদ্দেশ্যে তৈরি করে থাকেন, তাহলে আপনাকে একটি কাঠামো গড়ে তুলতে হবে এবং আপনার কথায় মৌখিক ও দর্শনীয় উত্তেজনা তৈরি করতে হবে।

এই সৃজনশীল আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনার প্রেজেন্টেশন আরও ভালো করে তুলুন। এছারাও, প্রেজেন্টশন উন্নত করার আরও আইডিয়া পেতে এই আর্টিকেলগুলো দেখতে পারেন যেখানে অসংখ্য প্রেজেন্টেশন টিপস পাবেন অথবা আমাদের ফিচারড প্রেজেন্টেশন উপাদানগুলো ব্রাউজ করুন:

কিভাবে আপনি আপনার প্রজেন্টেশন গঠন এবং ডিজাইন করবেন? এবং এই প্রেজেন্টেশন আইডিয়াগুলো দিয়ে আপনার পরবর্তী প্রেজেন্টশনে আপনি ভিন্নরকম কি করতে চান? আপনার কাছে কি আমাদের সাথে শেয়ার করার মত আর কোনও ক্রিয়েটিভ প্রেজেন্টেশন আইডিয়া আছে? যদি থাকে, তাহলে আমাদেরকে জানান!

Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Business tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
One subscription. Unlimited Downloads.
Get unlimited downloads