কিভাবে ৬০ সেকেন্ডে পাওয়ারপয়েন্টে একটি ছবি কাটাবেন?
Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)
পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন এর ভেতরেই যেকোনো ছবি ক্রপ করার/কাটার অপশন আছে, তাই কোন ছবি কেটে ছোট করতে হলে আপনাকে নতুন কোনো অ্যাপ্লিকেশনে তা করতে হবে না। চলুন শিখে নেই, কিভাবে পাওয়ারপয়েন্টে দ্রুত কোন ছবি কেটে ছোট করা যায়।
এই টিউটোরিয়াল এর পাশাপাশি আমাদের একটি সহায়ক গাইড বই আছে। ফ্রি ডাউনলোড করে নিনঃ অসাধারণ প্রেজেন্টেশন তৈরির সম্পূর্ণ নির্দেশিকা। সম্পূর্ণ টিউটোরিয়াল করার আগে এখনি ডাউনলোড করে রাখুন।



কিভাবে পাওয়ারপয়েন্টে দ্রুত কোন ছবি কাটবেন

দ্রষ্টব্যঃ এই সংক্ষিপ্ত স্ক্রিনকাস্ট টিউটোরিয়ালটি দেখুন অথবা নিচের ধাপগুলো অনুসরণ করুন যা এই ভিডিওর সারাংশ।
১। আপনার ছবিটি পাওয়ারপয়েন্টের ভিতর স্থাপন করুন
পাওয়ারপয়েন্টে আমি একটি প্রেজেন্টেশন খুলেছি, যাতে আমার ছবিটি কপি করে পেস্ট করবো। এই ইমেজটি আমি প্রেজেন্টেশনে ব্যবহার করবো, কিন্তু তা আগে কেটে নিতে চাই। যাতে এর ছোট্ট একটি অংশ কেবলমাত্র দেখানো হয়।



২। পাওয়ার পয়েন্ট থেকে ক্রপটুল নির্বাচন করুন
ছবিটি সিলেক্ট করা অবস্থায় Picture Tools Format মেনুতে ক্লিক করুন। কাটতে শুরু করার আগে আমি রিবন থেকে Crop অপশনে ক্লিক করছি।



৩। নির্ধারিত হ্যাণ্ডেলের মাধ্যমে পাওয়ারপয়েন্টে আপনার ইমেজটি কাটুন
ছবি কাটার জন্য এই টুলটি সিলেক্ট করার পর, ছবির ধার বরাবর কালো বার সমূহ দেখতে পাবেন, যা দিয়ে ছবি কেটে ছোট করা সম্ভব। এই হ্যান্ডেল সমূহ থেকে যেকোন একটি ধরে তা ড্র্যাগ করে নির্দিষ্ট পিক্সেল অনুযায়ী প্রয়োজন মাফিক ছবি কাটতে পারবেন।



৪। পাওয়ার পয়েন্টে ইমেজ ক্রপ অপশনটি লক করা
আপনি দেখতে পাবেন ছবি ক্রপ করার পর পাওয়ারপয়েন্ট অব্যবহৃত পিক্সেলগুলো হালকা করে দিয়েছে। এই ক্রপ করা অংশটি নির্ধারণ করার জন্য আমি রিবনের Crop বোতামে আবার ক্লিক করলাম। অব্যবহৃত পিক্সেলগুলো এখন মুছে যাবে। এটাতে আবার ক্লিক করলে আমরা পুনরায় ক্রপ অপশনে ফিরে যাবো এবং মুছে যাওয়া পিক্সেলসহ পুনরায় ক্রপ এড়িয়াটি রিসাইজ করতে পারবো।



সমাপ্তি!
পাওয়ারপয়েন্টে কোনও ছবি ক্রপ করা/ কাটা খুবই সহজ। তাই পরবর্তীতে এই ধরনের কাজ করার জন্য ফটোশপ বা অন্য কোনো অ্যাপ্লিকেশন খোলার প্রয়োজন নেই।
এনভেটো টাটস+ এ অন্যান্য পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালসমূহ
এনভেটো টাটস+ এ পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল এবং অন্যান্য ভিডিও টিউটোরিয়ালগুলো সম্পর্কে আরও জানুন। এছাড়াও আমাদের অসংখ্য পাওয়ারপয়েণ্ট উপাদানসমূহ আছে যেগুলো আপনাকে সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে সাহায্য করবেঃ
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে অসাধারন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন তৈরি ও প্রদর্শন করবেন (৫ টি সহজ ধাপে)অ্যান্ড্রু চিল্ড্রেস
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে পাওয়ারপয়েন্টে ছবি ব্যবহার করবেন (সম্পূর্ণ গাইড)এন্ড্রু চিল্ড্রেস
এছাড়াও আপনি গ্রাফিকরিভার অথবা এনভেটো এলিমেন্টস থেকে প্রিমিয়াম ডিজাইনসহ অসাধারণ সব পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন টেম্পলেটসমূহ খুঁজে পাবেন। অথবা সেরা মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ডিজাইনসমূহ ব্রাউজ করে খুঁজে নিতে পারেন।
অসাধারণ প্রেজেন্টেশন তৈরি করুন (বিনামূল্যে পিডিএফ ইবুক ডাউনলোড করুন)
এই টিউটোরিয়ালের পাশাপাশি আমাদের একটি নিখুঁত সহায়ক গাইড বই আছে যা আপনাকে সম্পূর্ণ প্রেজেন্টেশন প্রক্রিয়াটি ধাপে ধাপে তৈরি করতে সাহায্য করবে। এখান থেকে জানুন কিভাবে আপনার প্রেজেন্টেশন লিখবেন। দক্ষ ও পেশাদারীর সাথে তা ডিজাইন করবেন এবং তা দিয়ে শক্তিশালী উপস্থাপনা তৈরি করবেন।



আমাদের নতুন ই-বুকটি ডাউনলোড করুনঃ অসাধারন প্রেজেন্টেশন তৈরির সম্পূর্ণ নির্দেশিকা। এটা টাটস+ বিজনেস নিউজলেটার সাবস্ক্রিপশনের সাথে সম্পূর্ন ফ্রি।


