কিভাবে মাত্র ৬০ সেকেন্ডে এক্সেলে লিংক অ্যাড করতে হয়
() translation by (you can also view the original English article)
স্প্রেডশিট লগিং ডাটা ও ফর্মুলা রাখার একটি মাধ্যম। স্প্রেডশিটের সেলে অনেক রকম ডাটা রাখা যায়, যেমন হাইপারলিংক। আসুন দেখে নেই কিভাবে আমরা এক্সেলে দুইরকম লিংক অ্যাড করতে পারি।
কিভাবে এক্সেলে লিংক অ্যাড করতে হয় (দ্রুত)

নোটঃ এই স্ক্রিনকাস্টটি দেখুন অথবা এখানে বর্নিত ধাপগুলো পড়ে নিন।
১। লিংক অ্যাড করতে এক্সেল সেলে ক্লিক করুন
প্রতহ্মে, যেই সেলে লিংক অ্যাড করতে চান সেটা ক্লিক করে সিলেক্ট করুন।



২। ইনসার্টে গিয়ে হাইপারলিংক অপশন সিলেক্ট করুন
এখন,রিবন থেকে Insert ট্যাবে গিয়ে ক্লিক করুন। সেখানে Hyperlink অপশনে ক্লিক করুন। যেই মেন্যু পপআপ হবে সেখান থেকে লিংক অ্যাড করা যাবে। বাম পাশে অবশ্যই Existing File or Web Page অপশন সিলেক্ট করুন।



৩। ওয়েবসাইট URL দিয়ে এক্সেলে লিংক অ্যাড করা
Address বক্সে ওয়েবসাইটের URL টাইপ করে স্প্রেডশিটে লিংক অ্যাড করে নিন। আর লিংকের পরিবর্তে অন্য কোন লেখা দেখতে চাইলে প্রিভিউ টেক্সট অ্যাড করে নিন।



এরপর OK ক্লিক করুন, এমন স্প্রেডশিটে হাইপারলিংক দেখতে পাবেন। লিংকে ক্লিক করলে সেটি ব্রাউজারে ওপেন হবে।
৪। এক্সেল শিটে লিংক অ্যাড করুন
এখন দেখাবো কিভাবে স্প্রেডশিটের জন্য ট্যাবে লিংক অ্যাড করবে হয়। সেইম অপশন ব্যবহার করে, কিন্তু Place in This Document অপশন ব্যবহার করে অন্য শিটের নাম নির্বাচন করে লিংক অ্যাড করতে পারবেন। হাইপারলিংকে ক্লিক করলে এখন সেটি অন্য শিটে নিয়ে যাবে।



প্রায় শেষ!
ডকুমেন্ট রিসোর্স, রেফারেন্স ইত্যাদির জন্য ইন্টারনাল লিংক অ্যাড করা হয়।
এনভাটো Tuts+ এ এক্সেল টিউটোরিয়াল
আমাদের নতুন সিরিজঃ কিভাবে এক্সেল ফর্মুলা বানাবেন (নতুনদের বুটক্যাম্প) এনভাটোতে আরও অনেক এক্সেল টিউটোরিয়াল আছে যা থেকে স্প্রেডশিট সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন। উদাহরণ হিসেবে এই কয়টি ভিডিও দেখে নিনঃ
- মাইক্রোসফট এক্সেলকিভাবে মাত্র ৬০ সেকেন্ডে এক্সেল ফরম্যাট পেইন্টার ব্যবহার করবেনঅ্যান্ড্রু চিল্ড্রেস
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টমাত্র ৬০ সেকেন্ডে কিভাবে পাওয়ারপয়েন্টে এক্সেল ফাইল ইনসার্ট করবেনঅ্যান্ড্রু চিল্ড্রেস
- মাইক্রোসফট এক্সেলকিভাবে মাত্র ৬০ সেকেন্ডে এক্সেলে AutoSum ব্যবহার করবেনঅ্যান্ড্রু চিন্ড্রেস
পুনশ্চঃ এক্সেলের যত নতুন নতুন টুলস ব্যবহার শিখবেন, আপনি স্প্রেডশিট ব্যবহারে ততই দক্ষ হবেন।
