কিভাবে তোমার পাওয়ারপয়েন্ট টেম্পলেইট পরিবর্তন করবে ৬০ সেকেন্ডে
Bengali (বাংলা) translation by Zakaria Hossain (you can also view the original English article)
পাওয়ারপয়েন্ট তোমাকেকে উপস্থাপনার সময় কন্টেন্ট দেখানোর ব্যাপারে সাহায্য করে। এই দ্রুত ভিডিওতে, আমি তোমাকে দেখাব কিভাবে তোমার পাওয়ারপয়েন্ট টেমপ্লেট পরিবর্তন করতে হয়। যখন তুমি মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে কাজ করছো স্লাইডে তোমার সমস্ত কনটেন্ট থাকা সত্ত্বেও তুমি যেকোন সময় তোমার থিম পরিবর্তন করতে পারো।
বিঃদ্রঃ এই টিউটোরিয়ালে, আমরা সিমপ্লিসিটি পাওয়ার পয়েন্ট টেম্পলেট ব্যাবহার করেছি। তুমি চাইলে আরো অসাধারণ পাওয়ারপয়েন্ট টেম্পলেট খুজে পেতে পারো GraphicRiver এ।
কিভাবে দ্রুত তোমার পাওয়ারপয়েন্ট টেম্পলেইট পরিবর্তন করবে

বিঃ দ্রঃ এই স্ক্রিনকাস্টটি দেখ অথবা এখানে বর্নিত ধাপগুলো পড়ে নাও।
১। একটি থাম্বনেইলে ক্লিক করো তোমার পাওয়ারপয়েন্ট থিম চেঞ্জ করার জন্যে
থিম মেন্যুতে প্রত্যেকটি থাম্বনেইল ভিন্ন পাওয়ারপয়েন্ট টেম্পলেইট হিসাবে কাজ করে। এগুলোর একটি থিমকে পরিবর্তন করতে হলে,তোমাকে শুধু এই থাম্বনিলগুলোর একটিতে ক্লিক করতে হবে এবং তুমি দেখবে তোমার প্রেজেন্টেশনে পরিবর্তন এসেছে।
পাওয়ারপয়েন্টে বিল্ট-ইন অবস্থায় কিছু সংখ্যক থিম থাকে, কিন্তু তুমি যদি আরো চাও, তবে টপ পিপিটি টেম্পলেইটসগুলো দেখতে পারো যা গ্রাফিকরিভারে পাওয়া যাচ্ছে। আমার কম্পিউটারে অনেকগুলো ইন্সটল করা আছে, আমি তাদের মধ্য থেকে একটিকে বেছে নিতে পারি।



২। তোমার ইন্সটল করা পাওয়ারপয়েন্ট থিমগুলোকে দেখে নাও
নতুন একটি থিমে ক্লিক করার পরে, আমি আমার প্রেজেন্টেশনকে দেখে নিতে পারি এবং নিশ্চিত হতে পারি যে অসাধারন দেখতে একটি থিম প্রয়োগ করা হয়েছে। তোমার ইন্সটল করা পাওয়ারপয়েন্ট থিমগুলো ফেখার আরেকটি উপায় হলো, ছোট ড্রপডাউন এর্যোটিতে ক্লিক করো, এবং সবগুলোর থাম্বনেইল তখন দেখা যাবে।



শেষ কথা!
তুমি সহজেই এই মেন্যু থেকে একটিকে বাছাই করতে পারো যা তোমার ভাল্লাগে। নতুন থিম দিয়ে চেষ্টা করতে থাকো যতক্ষন না তোমার কন্টেন্টটি দেখতে তোমার ভালো না লাগে।
আজকের টিউটোরিয়ালে আমরা সিমপ্লিসিটি পাওয়ারপয়েন্ট টেমপ্লেইট ব্যাবহার করেছি। আরো ডিজাইন অপশন খুজে নাও আমাদের আল্টিমেইট গাইড টু পাওয়ারপয়েন্ট টেমপ্লেইট এ অথবা গ্রাফিকরিভারে বেস্ট সেলিং পিপিটি থিম ব্রাউজ করো।
ছোট পাওয়ারপয়েন্ট ভিডিও (৬০ সেকেন্ড টিউটরিয়াল)
পাওয়ারপয়েন্ট টুলস শিখে নাও তাড়াতাড়ি এবং তোমার প্রেজেন্টেশন জ্ঞানকে আর মজবুত করো। এইখানে টাটস+ এ আরো কিছু পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল অথবা আমাদের ছোট পাওয়ারপয়েন্ট টিউটোরিয়ালগুলো এক্ষুনি দেখে নাও!
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে পাওয়ারপয়েন্ট টেমপ্লেইট ডাউনলোড এবং ইন্সটল করতে হয় ৬০ সেকেন্ডেএন্ড্রু চিল্ড্রেস
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে পাওয়ারপয়েন্টে কিভাবে স্লাইডের লেআউট পরিবর্তন করতে হয় ৬০ সেকেন্ডেএন্ড্রু চিল্ড্রেস
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে পাওয়ারপয়েন্ট স্লাইড মাস্টার ভিউ ব্যাবহার করতে হয় ৬০ সেকেন্ডেএন্ড্রু চিল্ড্রেস
পাওয়ারপয়েন্ট টেমপ্লেইটগুলো শক্তিশালি এবং সহজে পরিবর্তনযোগ্য। সঠিকটি ব্যাবহারে তুমি একটি অসাধারণ স্লাইড ডিজাইনের ভান্ডার পাবে।
