Advertisement
  1. Business
  2. Presentations

কিভাবে পাওয়ারপয়েন্ট থিম ডাউনলোড ও সেটাপ করবেন

Scroll to top
Read Time: 2 min
This post is part of a series called How to Use PowerPoint in 60 Seconds (Quick Video Tutorials).
How to Use PowerPoint Slide Master View in 60 Seconds
How to Change Your PowerPoint Template in 60 Seconds

() translation by (you can also view the original English article)

ধরুন সামনে আপনার একটি বড় প্রেজেন্টেশন আছে এবং আপনি অসাধারণ পাওয়ারপয়েন্ট স্লাইড তৈরি করতে চান। বিল্টইন থিমে পোষাচ্ছে না। সুবিধার খবর হচ্ছে পাওয়ারপয়েন্টে কাস্টম থিম অ্যাড করা মোটেই কোন কঠিন কাজ না, অনেক সহজ।

কিভাবে পাওয়ারপয়েন্ট থিম ডাউনলোড ও সেটাপ করবেন

এই স্ক্রিনকাস্টটি দেখুন এবং সাথে এখানে বর্নিত ধাপগুলো পড়ে নিন।

১। একটি প্রিমিয়াম পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড করুন

আমি সিমপ্লিসিটি থিম ব্যবহার করছি, এটি একটি প্রফেশনাল পাওয়ারপয়েন্ট টেমপ্লেট যা GraphicRiver এ কিনতে পাওয়া যায়।

How to download and install the Simplicity PowerPoint templateHow to download and install the Simplicity PowerPoint templateHow to download and install the Simplicity PowerPoint template
সিমপ্লিসিটি পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ডাউনলোড ও ইন্সটল করুন।

২। ডাউনলোড করা পাওয়াওপয়েন্ট টেমপ্লেট এক্সট্র্যাক্ট করুন

টেমপ্লেট ডাউনলোড করে সেটা আনজিপ করে নিতে হবে। আনজিপ করার পরে, THMX ফাইল থেকে .THMX খুঁজে বের করুন।

Find the THMX PowerPoint theme fileFind the THMX PowerPoint theme fileFind the THMX PowerPoint theme file
THMX পাওয়ারপয়েন্ট থিম ফাইল খুঁজে বের করুন।

পাওয়ার পয়েন্ট থিম রাখার জন্য একটি ফোল্ডার তৈরি করুন।

ফোল্ডারের নাম দিন template, ফোল্ডারটি ডেস্কটপে রাখুন, এরপর .THMX সেখানে রাখুন। পাওয়ারপয়েন্ট থেকে Explorer এ ক্লিক করুন এরপর টেমপ্লেট রাখা ফোল্ডারে যান।

৩। আপনার পাওয়ারপয়েন্ট প্রিমিয়াম টেমপ্লেট ইন্সটল করুন

পাওয়ারপয়েন্টে ফেরত যান।

File Option মেন্যুতে Save প্যানেলে যান, Default Personal Template লেখা বক্সটি খুঁজে বের করুন। এই ফোল্ডারে পাওয়ারপয়েন্ট আপনার টেমপ্লেট আছে কিনা খুঁজে বের করবে।

কাস্টম টেমপ্লেটের ফোল্ডারে গিয়ে OK ক্লিক করুন।

PowerPoint templates file locationPowerPoint templates file locationPowerPoint templates file location
আপনার পাওয়ারপয়েন্ট টেমপ্লেটের ফাইল লোকেশন

নতুন প্রেজেন্টেশন তৈরি করার সময় দেখবেন, Personal এ ক্লিক করলে ওখানে নতুন থিম দেখাচ্ছে। নতুন থিম সিলেক্ট করে প্রেজেন্টেশন বানানো শুরু করে দিন।

৪। দেখুন ঠিক মত কাজ হচ্ছে কিনা

Home ট্যাবে Layout এ গেলে, দেখবেন যে পাওয়ারপয়েন্টের টেমপ্লেট ইন্সটল হয়েছে, এবং এটি এখন ব্যবহার করা যাবে।

Your PowerPoint theme is now installedYour PowerPoint theme is now installedYour PowerPoint theme is now installed
পাওয়ারপয়েন্ট টেমপ্লেটটি এখন ব্যবহারের জন্য তৈরি।

অন্যান্য পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল ও টেমপ্লেট

আরও পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল ও রিসোর্স এর জন্য এই লিংক চেক করে দেখুনঃ

মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন টেমপ্লেটের আলটিমেট গাইড থেকে আরও টেমপ্লেট ব্রাউজ করুন অথবা GraphicRiver থেকে প্রিমিয়াম পাওয়ারপয়েন্ট ডিজাইন ক্রয় করে নিন।

Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Business tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
One subscription. Unlimited Downloads.
Get unlimited downloads