কিভাবে মাত্র ৬০ সেকেন্ডে পাওয়ারপয়েন্টে ইউটিউব ভিডিও ইনসার্ট করবেন
() translation by (you can also view the original English article)
পাওয়ারপয়েন্টে ইউটিউব ভিডিও অ্যাড করে প্রেজেন্টেশনে কিছু বৈচিত্র নিয়ে আসতে পারেন। আসুন দেখি এটি কিভাবে করা যায়।
নোটঃ আমরা এই টিউটোরিয়ালে মার্কেটোফাই পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ব্যবহার করেছি। আপনি GraphicRiver এ আরো অনেক প্রিয়িমাম পাওয়ারপয়েন্ট টেমপ্লেট কিনতে পারবেন।
কিভাবে পাওয়ারপয়েন্টে ইউটিউব ভিডিও অ্যাড করবেন (দ্রুত)

নোটঃ এই টিউটোরিয়ালের শর্ট স্ক্রিনকাস্ট দেখুন ও সাথে এই ধাপগুলো পড়ে নিন।
১। পাওয়ারপয়েন্টের Insert Tab ব্যবহার করে ইউটিউব ভিডিও অ্যাড করুন
পাওয়ারপয়েন্টের রিবন থেকে Insert tab অপশন ব্যবহার করে অনলাইন ভিডিও সিলেক্ট করুন। এই অপশন ব্যবহার করা সহজেই ইউটিউব ভিডিও ইনসার্ট করা যায়।



এখানে আমি টার্ম টাইপ করে Enter ক্লিক করলাম। এখান থেকে একটি ভিডিও অ্যাড করা যাবে। এরপর Insert ক্লিক করুন - যদি পছন্দের ভিডিও পেয়ে থাকেন তাহলে।
২। ইউটিউব ভিডিও বের করে সেটার এমবেড কোডে ক্লিক করুন
অথবা, Cancel ক্লিক করুন। আরেকটি উপায় হচ্ছে ব্রাউজারে ইউটিউব ভিডিওটি ওপেন করে সেটার Share বাটনে ক্লিক করুন। এরপর Embed লিঙ্কে ক্লিক করে কোড কপি করে নিন।



৩। ইউটিউব ভিডিওর Embed কোড পাওয়ারপয়েন্টে ইনসার্ট করুন
পাওয়ারপয়েন্টে যান। সেখানে কপি করা কোড পেস্ট করুন।



৪। পাওয়ারপয়েন্টে অ্যাড করা ভিডিওর প্রিভিউ দেখুন
তারপর ডান পাশের বাটন করে ইনসার্ট প্রেজেন্টেশন ভিউ সিলেক্ট করুন। Play বাটন ক্লিক করে ভিডিওর প্রিভিউ দেখে নিন।



শেষ কথা!
ইউটিউবের প্রিভিউ লোড হবে, Play বাটন ক্লিক করে প্রিভিউ দেখে নিন - আপনার প্রেজেন্টেশনের ভিতরেই।
আরও পাওয়ারপয়েন্ট ভিডিও ও মাল্টিমিডিয়া টিউটোরিয়াল দেখুন
শিখে নিন কিভাবে পাওয়ারপয়েন্টে ভিডিও, গ্রাফিক্স ও মান্টিমিডিয়া নিয়ে কাজ করতে হয়।
- অফিসকিভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে ভিডিও অ্যাড করবেনবব ফ্লিসার
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে পাওয়ারপয়েন্টে স্মার্টআর্ট ব্যবহার শুরু করবেনঅ্যান্ড্রু চিল্ডরেস
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে অ্যানিমেশন অ্যাড করবেনঅ্যান্ড্রু চিল্ড্রেস
এনভাটো Tuts+ এ অনেক পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল আছে, যেটা ভালো লাগে দেখতে পারেন, অথবা একটি পাওয়ারপয়েন্ট ভিডিও টিউটোরিয়াল কোর্স করতে পারেন।
