Advertisement
  1. Business
  2. Microsoft PowerPoint

কিভাবে একটি এক্সেল ফাইল পাওয়ারপয়েন্টে আনবেন ৬০সেকেন্ডে?

Scroll to top
Read Time: 2 min
This post is part of a series called How to Use PowerPoint in 60 Seconds (Quick Video Tutorials).
How to Insert Links in PowerPoint Slides in 60 Seconds
How to Modify PowerPoint Templates With Slide Design Variants

() translation by (you can also view the original English article)

আজকের টিউটোরিয়ালে আমরা শিখবো কি করে পাওয়ারপয়েন্টে একটি এক্সেল ফাইলের ডেটা আনতে হয়।

এটি একটি দ্রুত কার্যপ্রণালী যা অনুসরন করে এক্সেল স্প্রেডশিটকে পাওারপয়েন্টে আনতে হবে। আমরা বিভিন্ন বিকল্পগুলি পর্যালোচনা করবো যাতে আপনি টেক্সট হিসেবে তথ্য আনতে, বা তাদের ইমেজ হিসাবে স্থাপন করা, অথবা আপনি এটিতে কাজ করতে পারেন টেবিল পেস্ট করে বিদ্যমান স্টাইল সঙ্গে।

কিভাবে এক্সেল ফাইলকে পাওারপয়েন্টে বসাবেন অথবা আনবেন (ছোট ভিডিও)

বিঃ দ্রঃ ৬০ সেকেন্ডের এই ছোট ভিডিওটি দেখুন অথবা নিচে লিখিত টিউটোরিয়ালের নির্দেশনা দেখুন।

১. আপনার এক্সেল ডেটাগুলোকে ক্লিপবোর্ডে কপি করুন

আমি এইখানে এক্সেলে কাজ করছি। আমি শুরু করবো পাওয়ারপয়েন্টে এই টেবিলটিকে কপি এবং পেস্ট করার মাধ্যমে।

প্রথমে, আমি Ctrl + C চেপে আমার ডেটাগুলো কপিকরে ক্লিপবোর্ডে জমা  করবো।

Copy Your Excel Data to PowerPointCopy Your Excel Data to PowerPointCopy Your Excel Data to PowerPoint
আপনার বাছাই করা এক্সেল টেবিলটিকপি করে নিন।

২. এক্সেলের ডেটা আনতে পাওয়ারপয়েন্টে চলে যান

আপনি যখন পাওয়ারপয়েন্টে চলে আসার পরে, রাইট ক্লিক করে শুরু করুন। টেবিল পেস্ট করার অনেক পদ্ধতি রয়েছে। এখানকার প্রত্যেকটি থাম্বনেইল একেকটি ভিন্ন পদ্ধতিকে দেখাচ্ছে, কি করে এক্সেল ডাটা নিয়ন্ত্রন করতে হয়।

Numerous ways to paste Excel data to PowerPointNumerous ways to paste Excel data to PowerPointNumerous ways to paste Excel data to PowerPoint
এক্বিসেল ডেটা পাওয়ারপয়েন্টে আনার/যুক্ত করা বিভিন্ন উপায়।

.৩. ডেসিটিনেশন স্টাইলের মাধ্যমে আপনার ডেটা পাওয়ারপয়েন্টে আনুন

প্রথম থাম্বনেইলটি আপনাকে ডেস্টিনেশন স্টাইল ব্যাবহার করে টেবিল আওন্তে সাহায্য করবে। অর্থাৎ টেবিলটি দেখতে ঠিক পাওয়ারপয়েন্টের টেবিলের মতই লাগবে।

Insert Excel data file with PowerPoint Destination StylesInsert Excel data file with PowerPoint Destination StylesInsert Excel data file with PowerPoint Destination Styles
এক্সেল টেবিল ফাইল আনার জন্যে ডেস্টিনেশন ফাইলের ব্যাবহার।

৪. মোর অপশন ব্যাবহার করে এক্সেল ফাইল পাওয়ারপয়েন্টে আনুন

দ্বিতীয় থাম্বনেইলটি সোর্স ফরমাটিং রাখে, অর্থাৎ টেবিলটি এক্সলে ঠিক যেমনটি ছিলো, ঠিক তেমনই থাকবে।

তৃতীয় থাম্বনেইলটি হলো যুক্ত করার অপশন যা অনেকটা একি রকম কিন্তু এটি তোমাকে ডাবল-ক্লিকের মাধ্যমে টেবিলটি একটি যুক্ত স্প্রেডশিটশীট এপ ওপেন করবে।

Embed Excel File into PowerPointEmbed Excel File into PowerPointEmbed Excel File into PowerPoint
এক্সেল টেবিল ফাইল পাওয়ারপয়েন্টে যুক্ত করুন।

চতুর্থ অপশনটি হলো একটি ছবি হিসেবে টেবিলটি বসানো যাবে। শেষের থাম্বনেইলটি শুধু টেক্সট বসায়, কোন টেবিল স্টাইল ছাড়া।

৫. সোর্স ফরমাটিং রাখুন আপনার এক্সেল ফাইলটি পাওয়ারপয়েন্টে আনার জন্যে। 

চলুন সোর্স ফরমাটিং ব্যাবহার করি এই ক্ষেত্রে। আমি ওই থাম্বনেইল্টিতে ক্লিক করবো।

Keep Source Formatting insert excel table optionKeep Source Formatting insert excel table optionKeep Source Formatting insert excel table option
এক্সেল টেবিল আনার অপশনে সোর্স ফরমাটিং রাখুন।

বিঃ দ্রঃ প্রতি ক্ষেত্রেই, ডেটাগুলো এক্সেল ওয়ার্কবুকের সাথে জড়িত থাকে না। সুতরাং, আপনি যদি এক্সেল ওয়ার্কবুক পরিবর্তন করেন, আপনাকে টেবিল্টি আবার বসাতে হবে।

আরো ছোট পাওয়ারপয়েন্ট ভিডিও (৬০ সেকেন্ড টিউটোরিয়াল)

পাওারপয়েন্ট টুল শিখুন আরো দ্রুত এবং আপনার প্রেজেন্টেশন জ্ঞানকে বাড়ান। এখানে টাটস+ এ কিছু বাড়তি পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল :

বিঃ দ্রঃ আজকের টিউটোরিয়ালে আমরা জনপ্রিয় সিমপ্লিসিটি পাওয়ারপয়েন্ট টেমপ্লেট ব্যাবহার করেছি। আরো পাওয়ারপয়েন্ট ডিজাইন অপশন খুজে নাও আমাদের আল্টিমেইট গাইড টু পাওারপয়েন্ট টেমপ্লেটগুলোতেঅথবা গ্রাফিকরিভারে আমাদের পিপিটি থিম ব্রাউজ করো।

Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Business tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
One subscription. Unlimited Downloads.
Get unlimited downloads