কিভাবে ৬০ সেকেন্ডে পাওয়ারপয়েন্টে GIF ফাইল ব্যবহার করবেন
Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)
GIF ছবি দিয়ে পাওয়ারপয়েন্টে ভিডিও ফাইল ছাড়া খুব সহজেই অ্যানিমেশন যুক্ত করা যায়। আর পাওয়ারপয়েন্ট এই ধরণের অ্যানিমেটেড ছবি সাপোর্ট করে থাকে।
এই টিউটোরিয়ালের জন্য আমাদের একটি সহায়ক গাইডবই আছে। আমাদের ইবুকটি ফ্রীতে ডাউনলোড করে নিনঃ অসাধারণ প্রেজেন্টেশন তৈরি করার সম্পূর্ণ নির্দেশিকা। টিউটোরিয়ালটি সম্পূর্ণ শেষ করার আগেই এই ইবুকটি ডাউনলোড করে নিন।



নোটঃ এই টিউটোরিয়ালে আমরা গ্লাস পাওয়ারপয়েন্ট টেম্পলেট ব্যবহার করেছি। আপনি এনভেটো এলিমেন্ট থেকে অন্যান্য পিপিটি প্রেজেন্টশন টেম্পলেটসমূহ বেছে নিতে পারেন।
কিভাবে দ্রুত পাওয়ারপয়েন্টে একটি GIF ফাইল যুক্ত করবেন।
নোট: এই সংক্ষিপ্ত টিউটোরিয়াল স্ক্রিনকাস্টটি দেখুন ও নিচের ধাপগুলো অনুসরণ করুন, যা এই ভিডিওর সারাংশ।
১। আপনার GIF ফাইলটি খুঁজে বের করুন
অ্যানিমেটেড GIF ফাইল যুক্ত করার জন্য Insert ট্যাবে যান। এখন Pictures সিলেক্ট করুন। এবার আপনার কম্পিউটারে সংরক্ষিত অ্যানিমেটেড ফাইলটি বেছে নিন।
.jpg)
.jpg)
.jpg)
২। পাওয়ারপয়েণ্টে একটি GIF ফাইল যোগ করুন
এবার পাওয়ারপয়েন্টে GIF ফাইলটি যুক্ত করুন।
.jpg)
.jpg)
.jpg)
এখন আপনি স্লাইডে GIF ফাইলটি দেখতে পাবেন। এবার এটাতে ক্লিক করে অথবা ড্র্যাগ করে সঠিক অবস্থানে আনতে পারেন অথবা রিসাইজ করতে পারেন যেভাবে সাধারণ ইমেজের ক্ষেত্রে করা হয়ে থাকে।
এখন পাওয়ারপয়েন্টে স্লাইড শো মোডে না যাওয়া পর্যন্ত অ্যানিমেশনগুলো দেখাবে না, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন।
.jpg)
.jpg)
.jpg)
লক্ষ্য করুন, এই এনিমেশনে ইমেজটিকে বারবার দেখানো হচ্ছে, এনিমেশনটি কতবার চালাবেন এই অপশনটি কিন্তু পাওয়ারপয়েন্টে পরিবর্তন করতে পারবেন না। তাই যখন আপনি এনিমেটেড ছবিটি তৈরি করে সেভ করবেন তখনই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।
GIF ফাইল তৈরি করার জন্য ফটোশপ অথবা যে অ্যাপ্লিকেশনই ব্যবহার করেন না কেন, যখন এনিমেটেড ফাইলটি সেভ করবেন তখনই, এনিমেশনটি কতবার চলবে তা ঠিক করে দিবেন। অন্যথায়, পাওয়ারপয়েন্টে ইমেজ ফাইলের মেটাডাটা পরিবর্তন করে অ্যানিমেশনটি কতবার চলবে তা ঠিক করে দিতে পারেন।
সমাপ্তি!
GIF বলুন অথবা যাই বলুন না কেন, পাওয়ারপয়েন্ট এই ধরনের এনিমেটেড ছবি খুব সহজেই হ্যান্ডেল করতে পারে এবং আপনার উপস্থাপনায় অন্যরকম মাত্রা যোগ করবে।
অন্যান্য এনভেটো টাটস+ পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন টিউটোরিয়াল
এনভেটো টাটস+ থেকে আমাদের পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল এবং ভিডিও টিউটোরিয়ালগুলো সম্পর্কে আরও জানুন। আরো ভালভাবে প্রেজেন্টেশন তৈরি করার জন্য আমাদের কাছে পাওয়ারপয়েন্টের আরও অনেকগুলো উপাদান আছেঃ
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে ৬০ সেকেন্ডে ওয়ার্ড ডকুমেন্টে পাওয়ারপয়েন্ট স্লাইড প্রবেশ করাবেনএন্ড্রু চিল্ড্রেস
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে পাওয়ারপয়েন্টে একটি ছবি দ্রুত স্বচ্ছ করবেন।অ্যান্ড্রু চিল্ড্রেস
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টমাইক্রোসফট পাওয়ারপয়েণ্ট কি এবং (এখন থেকেই) কিভাবে এটি ব্যবহার করতে শুরু করবেনঅ্যান্ড্রু চিল্ড্রেস
এছাড়াও আপনি এনভেটো এলিমেন্টস অথবা গ্রাফিকরিভারে প্রিমিয়াম ডিজাইনসহ অসাধারণ কিছু পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন পেতে পারেন।
অসাধারন প্রেজেন্টেশন তৈরি করুন (ফ্রি পিডিএফ ইবুক ডাউনলোড করুন)
এখান থেকে জানুন কিভাবে আপনার দক্ষ ও পেশাদারভাবে প্রেজেন্টেশন লিখবেন ও তা ডিজাইন করবেন এবং তা দিয়ে শক্তিশালী প্রেজেন্টেশন তৈরি করবেন।



আমাদের নতুন ই-বুকটি ডাউনলোড করুনঃ অসাধারন প্রেজেন্টেশন তৈরির সম্পূর্ণ নির্দেশিকা। এটা টাটস+ বিজনেস নিউজলেটার সাবস্ক্রিপশনের সাথে সম্পূর্ন ফ্রি।
আপনি কি আপনার পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনে কখনো GIF ফাইলসমূহ ব্যবহার করেছেন? নিচের কমেন্টে আমাদেরকে জানাতে পারেন।
