Bengali (বাংলা) translation by Shakila Humaira (you can also view the original English article)
আপনি কি কখনও আপনার পাওয়ারপয়েন্ট ফাইলগুলোকে লুপের ভিতর রাখতে চেয়েছেন যাতে স্লাইডগুলো বার বার দেখানো হয়? হয়তোবা এটা আপনার দর্শকদের প্রয়োজনেই আপনি বার বার প্রদর্শন করতে চান।
আমরা এই টিউটোরিয়ালের জন্য একটি সহায়ক আছে। বিনামূল্যে এই ইবুক টি ডাউনলোড করুন: The Complete Guide to Making Great Presentations । পড়ার আগে এখনই তা সংগ্রহ করেরাখুন।

কিভাবে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের জন্য লুপ তৈরি করবেন(দ্রুত)।
দ্রষ্টব্য: এই সংক্ষিপ্ত টিউটোরিয়াল স্ক্রিনকাস্টটি দেখুন অথবা
ভিডিওটির সহায়ক হিসেবে নিচের দ্রুত ধাপ গুলো অনুসরণ করুন।
১। লুপ তৈরির জন্য পাওয়ার পয়েণ্ট স্লাইডটি সিলেক্ট করুন।
একটি অবিরত লুপের ভিতর আপনি খুব সহজেই পাওয়ারপয়েন্ট চালাতেপারবেন। আমি পাওয়ারপয়েন্ট রিবন থেকে Transitions ট্যাবে ক্লিক করছি যাতে বামপাশের সব স্লাইডগুলো সিলেক্ট হয়ে যায়।

নোট: এই টিউটোরিয়ালে আমরা Simplicity PowerPoint Template ব্যবহার করেছি। আপনি গ্রাফিকরিভারে আরও ভাল ভাল পিপিটি
প্রেজেন্টেশন টেম্পলেট পাবেন অথবা আমাদের Ultimate Guide to the Best Microsoft PowerPoint Templates এ ই-বুকটি দেখুন।
২। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লুপে টাইমিং সেট করুন
চলুন আপনি কত সময় ধরে স্লাইডটি দেখাতে চান তার জন্য সময় নির্ধারণের মাধ্যমে শুরু করা যাক। এবার চলুন After বক্সে টিক চিহ্ন দেই এবং 2 seconds লিখি, শুধুমাত্র এই ফিচারটি পরীক্ষা করার জন্য। এবার স্লাইডগুলো নিজে থেকেই পরিচালিত হবে, প্রত্যেকটিই দুই সেকেন্ড পর পর। চলুন এবার লুপ ফিচারটি চালু করি।

৩। পাওয়ার পয়েন্টে স্লাইডশো লুপ সেটআপ করা
আমি এবার রিবন থেকে Slide Show ট্যাবটি ক্লিক করবো, তারপর Set Up Slide Show তে ক্লিক করবো। যেই অপশনটি চালু করতে হবে তা হচ্ছে Loop continuously until 'Esc'। চলুন, এবার আরও অগ্রসর হয়ে OK বাটন চেপে ফিচারটি চালু করি। এবার, সবকিছু ঠিক ভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করুন।

সমাপ্তি!
আমি এবার আমার প্রেজেন্টেশনের প্রথম স্লাইডে ক্লিক করবো, এবং তারপর ডান দিকের কর্নার থেকে প্রেজেন্টেশনটি চালু করবো।কিছুক্ষন পর, এটা পরবর্তী স্লাইডে যাবে, তারপর তৎপরবর্তী স্লাইডে যাবে, এবং তারপর পুনরায় শুরুতে চলে আসবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা নিখুঁতভাবে কাজ করছে। লুপ ফিচার আপনার প্রেজেন্টেশনটিকে অবিরত ভাবে চলতে সাহায্য করে।
আরও দুর্দান্ত পাওয়ারপয়েন্ট টিউটোরিয়ালসমূহ দেখুন
Envato Tuts+ এ পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল এবং দ্রুত ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে আরও জানুন। আপনাকে একটি দুর্দান্ত উপস্থাপনা তৈরি করতে সাহায্য করার জন্য আমাদের কাছে পাওয়ারপয়েন্ট উপাদানের একটি ভাণ্ডার আছে:
- Microsoft PowerPointHow to Make & Give Great PowerPoint Presentations (In 5 Simple Steps)Andrew Childress
- Microsoft PowerPointHow to Make Your PowerPoint Presentation Design BetterSven Lenaerts
- Microsoft PowerPoint17+ Best PowerPoint Template Designs for 2017Sean Hodge
দুর্দান্ত প্রেজেন্টেশন তৈরি করুন (বিনামূল্যে পিডিএফ ই-বুক ডাউনলোড করুন)
এই টিউটোরিয়ালটিও আপনাকে সম্পূর্ণ প্রেজেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করতে সহায়তা করবে। আরও জানুন কিভাবে প্রেজেন্টেশন লিখতে হয়, দক্ষ হাতে ডিজাইন করতে হয় এবং জোরালোভাবে উপস্থাপন করার জন্য এটাকে প্রস্তুত করতে হয়।

আমাদের নতুন ইবুক ডাউনলোড করুন: The Complete Guide to Making Great Presentations। এটা Tuts+ বিজনেস নিউজলেটারে সাবস্ক্রিপশন করে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Business tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weeklyEnvato Tuts+ tutorials are translated into other languages by our community members—you can be involved too!
Translate this post