Advertisement
  1. Business
  2. Microsoft Excel

কিভাবে ৬০ সেকেন্ডে এক্সেলে ছবি যুক্ত করবেন

Scroll to top
Read Time: 2 min
This post is part of a series called How to Use Excel - Quick Video Tutorials (in 60 Seconds).
How to Grab a Screenshot in Excel in 60 Seconds

() translation by (you can also view the original English article)

এক্সেল সাধারণত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু তার মানে এই নয় যে,  আমরা আমাদের স্প্রেডশীটে ইমেজ বা এই ধরনের মাল্টিমিডিয়া যোগ করতে পারব না। চলুন দেখে নিই কিভাবে মাইক্রোসফট এক্সেলে ইমেজ যুক্ত করবেন।

কিভাবে এক্সেল এ দ্রুত ছবি যোগ করবেন।

নোটঃ এই সংক্ষিপ্ত স্ক্রিনকাস্ট টিউটোরিয়ালটি দেখুন অথবা নিচের দ্রুত ধাপগুলো অনুসরণ করুন যা এই ভিডিও অনুসারে লিখিত হয়েছে।

১। একটি ছবি খুঁজে বের করুন ও তা এক্সেলে প্রবেশ করান

Insert ট্যাব থেকে, Illustrations > Pictures এ ক্লিক করুন।

Insert image into Excel cellInsert image into Excel cellInsert image into Excel cell
Insert ট্যাবের মেনু থেকে Illustrations > Pictures অংশটি সিলেক্ট করুন।

এবার আপনার কম্পিউটারের নির্দিষ্ট ছবিতে ব্রাউজ করুন এবং তা এক্সেলে প্রবেশ করান।

Insert images into ExcelInsert images into ExcelInsert images into Excel
আপনার স্প্রেডশীটে ছবি প্রবেশ করাতে Insert বাটন ব্যবহার করুন।

যখন ইমেজটি এক্সেলে দেখাবে, তখন তা ক্লিক এবং ড্র্যাগ করে স্প্রেডশীটের নির্দিষ্ট পজিশনে এনে রাখুন। ইমেজের যেকোনো কর্নার ধরে আপনি স্প্রেডশিটের উপর ইমেজটিকে রিসাইজ এবং স্কেল করতে পারবেন। আপনি যদি এক্সেলের রিবন থেকে Pictures Tool Format ট্যাব নিয়ে কাজ করে থাকেন, তবে এখানে ইমেজ কাস্টমাইজ করার অনেকগুলো অপশন পাবেন।

২। আপনার ছবিতে একটি বর্ডার যোগ করুন

Add an image borderAdd an image borderAdd an image border
বর্ডার যুক্ত করে ছবি কাস্টমাইজ করা।

এবার চলুন একটি বর্ডার যুক্ত করার মাধ্যমে ছবিটি কাস্টমাইজ করি।Picture Border ড্রপডাউন মেনুতে ক্লিক করে বর্ডারের জন্য নির্দিষ্ট রং পছন্দ করা যায়। এছাড়াও প্রিসেট থাম্বনেইলে ক্লিক করে আপনি যেকোন প্রিসেট বর্ডার যুক্ত করতে পারবেন।

৩। ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবির ব্যবহার

এক্সেলে ছবি ব্যবহার করে আপনার স্প্রেডশিটে কাস্টম ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারেন।  এজন্য ছবি যোগ করার পর এগুলো সব সেলের পিছনে পাঠিয়ে দিতে হবে।

Send an Excel image to the backgroundSend an Excel image to the backgroundSend an Excel image to the background
Send to Back অপশন ব্যবহার করে যেকোন ছবিকে আপনার এক্সেল স্প্রেডশিটের ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন।

এজন্য ছবির উপর রাইট ক্লিক করুন তারপর Send to Back পছন্দ করুন এবং ছবিটিকে আপনার এক্সেল স্প্রেডশিট সেলগুলোর সমস্ত কনটেন্ট বা বিষয়বস্তুর পেছনে পাঠিয়ে দিন।

সমাপ্তি!

Excel এ ছবির এর ব্যবহার সঠিকভাবে জানলে আপনি স্প্রেডশিটের চেহারা বদলে দেওয়ার জন্য অনেকগুলো অপশন পাবেন। আপনার স্প্রেডশিট এর ব্যাকগ্রাউন্ড হিসেবেও ছবি ব্যবহার করতে পারবেন।

এনভেটো টাটস+ এ এক্সেলের ওপর আরও বেশ কিছু টিউটোরিয়াল

এনভেটো টাটস+ এ অসংখ্য এক্সেল টিউটোরিয়াল সমূহ পাবেন, যা স্প্রেডশিটে আরও নিখুঁতভাবে কাজ করতে সাহায্য করবে। এছাড়াও ৬০ সেকেন্ডে এক্সেল ভিডিও সিরিজ থেকেও আপনি খুব দ্রুত এক্সেলের বিভিন্ন টুল সম্পর্কে জানতে পারবেন।

এখানে শুরু করার জন্য বেশ কিছু এক্সেল টিউটোরিয়াল দেয়া হলোঃ

মনে রাখবেন: আপনি যত বেশি মাইক্রো এক্সেলের টুলসমূহ এবং কার্যধারা সম্পর্কে জানবেন ততই শক্তিশালী স্প্রেডশিট তৈরি করতে সক্ষম হবেন।

Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Business tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
One subscription. Unlimited Downloads.
Get unlimited downloads