কিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডের সব লেখা স্পেলচেক করে নেবেন মাত্র ৬০ সেকেন্ডে
Bengali (বাংলা) translation by Mrittika W (you can also view the original English article)
প্রেজেন্টেশনে বানান ভুল অনেক লজ্জার ব্যাপার। এই ভিডিও তে আমরা দেখবো কিভাবে মাত্র ৬০ সেকেন্ডে প্রেজেন্টেশনের স্পেল চেক করে নিতে হয়।
নোটঃ এই টিউটোরিয়ালটিতে Simplicity PowerPoint Template ব্যবহার করা হয়েহচে। আপন ইএটা সহ আরো অনেক টেলপ্লেট গ্রাফিকরিভার থেকে কিনে নিতে পারেন।
কিভাবে পাওয়ারপয়েন্টে স্পেল চেক করতে হয়

নোটঃ এই শর্ট ভিডিওটি দেখুন।
১। পাওয়ারপয়েন্ট স্পেলিং ওপেন করুন
Review বাটানে ক্লিক করুন। এরপর Spelling এ ক্লিক করে স্পেল চেক প্রসেস শুরু করুন।



২। কখন স্পেল চেক ইগনর করবেন
কখনও মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে থাকলে আপনি জানেন এটা কিভাবে করতে হবে।
ফলস পজেটিভ ফ্ল্যাগ বেশি হলে Ignore All ব্যবহার করে স্কেল চেক ইগনর করুন।



৩। কখন চেঞ্জ ও চেঞ্জ অল ব্যবহার করবেন
যখন কোন এমন ভুল দেখবেন, যেটা সংশোধন কতে হবে, Change ক্লিক করুন, এরপর ঠিক করুন। একই ভুল বারবার থাকলে, Change All দিয়ে সব ভুল একেবারে ঠিক করে নিন।



৪। কিভাবে ডিকশনারি ব্যবহার করতে হয়
শেষে, Add অপশন দিয়ে স্পেল চেকের ডিকশনারি নির্বাচন করে নিন।



শেষ করা!
Spelling একটা চমৎকার ফিচার। এটা বিনা কষ্টে অনেক ভুল ট্রুটি ঠিক করে দেয়ার উপায় করে দেয়।
আরও পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল
এখানে আরও কিছু এনভাটো টুটস+ এর পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল দেয়া হল, যা আপনি চাইলে দেখতে পারেন।
- অ্যাপ ট্রেইনিংপাওয়ারপয়েন্ট এর ১২৩ঃ পাওয়ারপয়েন্ট এর বেসিকবব ফিসার
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে অসাধারণ একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বানাবেন (মাত্র ৫টি সহজ ধাপে)অ্যাণ্ড্রু চিল্ড্রেস
বা, সরাসরি কুইক পাওয়ারপয়েন্ট ৬০সেকেন্ডের ভিডিও সিরিজ দেখুনঃ
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডের সব লেখা স্পেলচেক করে নেবেন মাত্র ৬০ সেকেন্ডেঅ্যান্ড্রু চিল্ড্রেস
- মাইক্রোসফট পাওয়ারপয়েন্টকিভাবে পাওয়ার পয়েন্ট স্লাইডের সব লেখা স্পেলচেক করে নেবেন মাত্র ৬০ সেকেন্ডেঅ্যান্ড্রু চিল্ড্রেস
পাওয়ারপয়েন্ট এ দক্ষ হতে সময় লাগে। তাই দেরি না করে আজই শেখা শুরু করুন!
