কিভাবে এক্সেলে প্যান ও রো ফ্রিজ করতে হয় মাত্র ৬০ সেকেন্ডে
() translation by (you can also view the original English article)
বড় এক্সেল স্প্রেডশিট নিয়ে কাজ করার সময়, মাঝে মাঝে কিছু রো আর কলাম ফ্রিজ করে নেয়ার প্রয়োজন পড়ে। এই টিউটোরিয়ালে আমরা দেখবো কিভাবে এটা করা সম্ভব।
কিভাবে এক্সেলে প্যান, রো এবং কলাম ফ্রিজ করবেন (দ্রুত)

নোটঃ এই শর্ট ভিডিওটি দেখুন।
১। কিভাবে টপ রো ফ্রিজ করবেন
টাইটেল রো বার বার স্ক্রোল করে উপরে গিয়ে না দেখে, যতই নিচে কাজ করেন, সব সময় যেন দেখা খায়, তাই টপ রো ফ্রিজ করা হয়।
View মেনুতে যান। Freeze Panes > Freeze Top Row সিলেক্ট করুন। ফ্রিজ হয়ে গেছে।



২। প্রথম কলাম ফ্রিজ করা
ডানে বামে স্ক্রোল করার সময় প্রথম কলাম ফ্রিজ করতে এ কাজ করা হয়। Column A তে রাইট ক্লিক করুন। Freeze First Column ক্লিক করুন।



এখন স্ক্রল করলে দেখবেন প্রথম কলাম ফ্রিজ হয়ে গেছে।
শেষ!
এই সব স্টেপ আন ডু করতে পুনরায় Freeze Panes > Unfreeze Panes ক্লিক করুন।



এই ধাপে আগের ফ্রিজ করা সব আনফ্রিজ হয়ে যাবে। হ্যা, এটা করা এতই সহজ!
এনভাটো টুটস+ এর আরও কিছু মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল
এখানে কিছুর ভিডিও টিউটোরিয়ালের লিস্ট দেয়া হল।
- মাইক্রোসফট এক্সেলকিভাবে ৬০ সেকেন্ডে এক্সেলে নতুন শিট ডিলিট বা হাইড করবেনঅ্যান্ড্রু চিল্ড্রেস
- মাইক্রোসফট এক্সেলকিভাবে ৬০ সেকেন্ডে এক্সেলে লিংক অ্যাড করবেনঅ্যান্ড্রু চিল্ড্রেস
- মাইক্রোসফট এক্সেলকিভাবে ৬০ সেকেন্ডে এক্সেলে অটোসাম ব্যবহার করবেনঅ্যান্ড্রু চিল্ড্রেস
আমাদের কিভাবে এক্সেল ফর্মুলা ব্যবহার করতে হয় সিরিজটি দেখুন। আর, আরও অনেক এক্সেল টিউটোরিয়াল থেকে শিখে নিন। এক্সেলের অল্প অল্প জ্ঞান একত্রে হয়ে অতি দ্রুত একজন এক্সেল ব্যবহারে এক্সপার্ট হয়ে যায়। তাই অল্প অল্প করে নিয়মিত শিখতে থাকুন।
