গ্রাফিকরিভারের ১৫ টি সেরা ইনফোগ্রাফিক টেমপ্লেট ডিজাইন
Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)
আপনার মার্কেটিং প্রজেক্টে কি আপনাকে কোনও ধারনা, পরিসংখ্যান তুলে ধরতে বলা হয়েছে অথবা গ্রাফিক ব্যবহার করে শ্রোতাদেরকে আকৃষ্ট করতে চান? আপনি কি তথ্যবহুল আকর্ষণীয় কোনও গল্প বলতে চান? আপনার তথ্যসমূহ স্বচ্ছতা ও প্রভাবের সমন্বয়ে জনপ্রিয় করে তুলতে চান? যদি তাই হয় তাহলে আপনার প্রয়োজন হবে একটি মানসম্মত ইনফোগ্রাফিক্স।
একটি আকর্ষণীয় ইনফোগ্রাফিক তৈরি করতে আপনাকে ইলাস্ট্রেটর অথবা ফটোশপ খুলতে হবে এবং কাজ শুরু করতে হবে। তবে, একটু থামুন। এমন একটি দর্শনীয় আখ্যান তৈরি করা সহজ নয়, যা আপনার শ্রোতারা নিবিড়ভাবে বুঝতে সক্ষম হবে। জটিল তথ্য সমূহ দিয়ে অসাধারণ তথ্যচিত্র তৈরি করতে হলে আপনার বেশ কিছু শক্তিশালী গ্রাফিক্সের প্রয়োজন হবে।
আপনাকে প্রথমে মানসম্মত তথ্যের উৎস খুঁজে বের করতে হবে এবং তা থেকে তথ্য ছাঁটাই করে গুরুত্বপূর্ণ এবং ব্যবহারযোগ্য তথ্যসমূহ বের করে আনতে হবে। তারপর একটি সেরা ইনফগ্রাফিক স্ট্রাকচার বেছে নিন, যা আপনার তথ্যসমূহকে প্রাঞ্জলভাবে উপস্থাপন করবে, এবং এটাতে খুব বেশী আইকন অথবা ইলাস্ট্রেশন ব্যবহার করবেন না। আপনার তথ্যসমূহকে সঠিকভাবে সাজাতে হবে, যাতে এটা একটি সংক্ষিপ্ত হয় এবং দর্শকের মনে প্রভাব বিস্তার করে। কাজটি নিশ্চয়ই সহজ নয়!
একটি মানসম্মত ইনফোগ্রাফিক টেম্পলেট সেট দিয়ে, আপনাকে আকর্ষণীয় একটি তথ্যচিত্র তৈরি করতে সাহায্য করবে। এটা দিয়ে আপনি পেশাদার ইনফোগ্রাফিক তৈরি করার কাজটি আরও দ্রুত করতে পারেন। আপনার নিজস্ব ছোট ব্যবসায়ের বিপনন অথবা আপনার ক্লায়েন্টের জন্য তথ্যচিত্র নির্মাণ, যাই করেন না কেন, এগুলো দিয়ে আপনি খুব কম মূল্যে আপনার মনমতো ফলাফল পাবেন।
ইনফোগ্রাফিক ডিজাইন সেট এবং এলিমেন্ট প্যাকসমূহ
আমাদের এখানে গ্রাফিকরিভার থেকে বেশ কিছু জনপ্রিয় ইনফোগ্রাফিক টেম্পলেট ডিজাইন দেয়া হলো। এই সেটগুলোতে আপনি অসংখ্য লেআউট অপশন এবং সবধরনের আইকন ও ভিজুয়াল এসেটসমূহ পাবেন যা দিয়ে একটি ফ্রেশ ও আকর্ষণীয় ইনফোগ্রাফিক তৈরি করতে পারবেন।



যদিও এই
টেম্পলেটগুলোতে অনেক ফিচার আছে, তবুও এগুলো ব্যবহার করা বেশ সহজ। আপনি প্রতিটি প্রাক-নির্মিত
তথ্যচিত্র কাস্টমাইজ করতে পারবেন, ব্যবহার-যোগ্য প্রায় এক’শয়ের বেশী চার্ট, গ্রাফ এবং ইনফোগ্রাফিক টেম্পলেটে আপনার তথ্যসমূহ যুক্ত করতে পারবেন। এখানে বেশ কিছু ভিজুয়াল ডাটা ফিচারসমূহ দেয়া হলো, যা এই টেম্পলেটগুলোতে আছে:
- আধুনিক ইনফোগ্রাফিক লেআউটসমূহ
- তথ্য দৃশ্যমান করার বিভিন্ন অপশন
- প্রসেস ডায়াগ্রাম এবং ফ্লোচার্ট
- মার্জিত টাইমলাইন এবং টেবিল
- সুন্দর সুন্দর বার এবং সার্কেল
গ্রাফ
- জটিল চার্ট এবং ম্যাপ
- ভেক্টর গ্রাফিক্স এবং আইকন
- রঙিন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন
আপনার পরবর্তী ইমেইল ক্যাম্পেইন, আপনার ব্লগের জন্য তথ্যচিত্রের ডিজাইন, আপনার ওয়েবসাইটে একটি প্রসেস ডায়াগ্রাম যুক্ত করা অথবা আপনার প্রেজেন্টেশনের জন্য একটি চার্ট তৈরি করা যে জন্যই ইনফোগ্রাফিক তৈরি করার প্রয়োজন হোক না কেন, আমরা আপনাকে সাহায্য করবো।
এখান থেকে যেকোনো একটি টেম্পেলেট সেট বেছে নিন। আপনার প্রয়োজনমত লেআউট বেছে নিন, আপনার তথ্য যোগ করুন এবং অতি দ্রুতই একটি উচ্চমানের ইনফোগ্রাফিক হিসেবে তা এক্সপোর্ট করুন!
ইনফোগ্রাফিক টেম্পলেট ডিজাইন সেট
এখানে বিভিন্ন ডিজাইন স্টাইল এবং অনেক ধরনের ভিজুয়াল ফিচারসহ ১৫টি ইনফোগ্রাফিক টেম্পলেট সেট পাবেন:
১। ইনফোগ্রাফিক টেম্পলেট ডিজাইন এলিমেন্ট ভ ১.০
এটা হচ্ছে একটি বিশাল আকারের তথ্যচিত্রের ভাণ্ডার, যা দিয়ে আপনি আপনার পরবর্তী ইনফোগ্রাফিক তৈরি করতে পারেন। এই বাণ্ডেলে সুন্দর সুন্দর চার্ট, মার্জিত গ্রাফ, এবং জটিল টেবিলসমূহ পাবেন। এটাতে আছে অনেকগুলো ভেক্টর এলিমেন্ট, যেমন ওয়ার্ল্ড ম্যাপ, ফিগার, অসংখ্য আইকন, অনেকভাবে ব্যবহারযোগ্য সমতল গ্রাফিক্স। এই ইনফোগ্রাফিক টেম্পলেট ফাইলগুলো দ্রুত ব্যবহার ও সহজে কাস্টমাইজ করার উপযোগী করে সাজানো হয়েছে। তাই আপনার তথ্যসমূহ আপনি খুব দ্রুত একটি আকর্ষণীয় দৃশ্যমান গল্পে রুপান্তর করতে পারবেন!



২। ২০১৬ ইনফোগ্রাফিক্স টেম্পলেট প্যাক
এই বড় ইনফোগ্রাফিক প্যাকে ১৬ টি ব্যবহারযোগ্য টেম্পলেট আছে। এগুলোতে অনেকগুলো ডাটা গ্রাফিক্স এবং ভিজুয়ালাইজেশন এলিমেন্ট ডিজাইন আছে। এতে বার গ্রাফ, টাইমলাইন, ম্যাপ, এরিয়া চার্টসহ আরও অনেক কিছু আছে। এছাড়াও আপনি ৪৯ টি আইকন, যেমন তীর, সার্কেল, রিবন, এবং অন্যান্য ভেক্টর কম্পোনেন্টসমূহ পাবেন, যা দিয়ে আপনি ইনফোগ্রাফিক তৈরি করার অসংখ্য অপশন পাবেন। সবকিছুই স্তরে স্তরে সাজানো এবং বেশ গভীরভাবে ডিজাইন করা হয়েছে, যেকারণে আপনার ভিজুয়ালগুলো জনপ্রিয়তা পাবে!



৩। ইনফোগ্রাফিক ডিজাইন টেম্পলেট সেট ৫
এই ইনফোগ্রাফিক টেম্পলেট সেটে প্রায় ১৩,০০ এরও বেশী উপাদান আছে। এতে হালকা ও উজ্জলসহ প্রায় ৭ ধরনের কালার থিম আছে। এছাড়াও অসংখ্য ডাটা ভিজুয়ালাইজেশন অপশন, আইকন এবং সিম্পল ইলাস্ট্রেশনসমূহ আছে। এটা ভেক্টর এলিমেন্টসমূহ দিয়ে তৈরি একটি ফটোশপ পিএসডি ফাইল। এটা আপনার প্রয়োজন মত কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনার পরবর্তী ইনফোগ্রাফিক প্রজেক্ট ডিজাইন করতে এই ইনফোগ্রাফিক সেটটি ব্যবহার করুন।



৪। বিগ কালেকশন অব মডার্ন ইনফোগ্রাফিক এলিমেন্টস
ইনফোগ্রাফিকের এই বিশাল বাণ্ডেল থেকে আপনি নিজস্ব ইনফোগ্রাফিক তৈরি করার অসংখ্য অপশন পাবেন। এতে পাঁচ সেট বিভিন্ন ধরনের গ্রাফ স্টাইল, পাই চার্ট, টাইমলাইন এবং অন্যান্য ক্রিয়েটিভ অপশন আছে। আপনি এসব ইনফোগ্রাফিক এলিমেন্ট ম্যাগাজিন, আপনার ওয়েবসাইট, কনটেন্ট মার্কেটিং, বিজ্ঞাপন, ইমেইল, ফ্লায়ার অথবা আপনার বিজনেস ব্রোকারে ব্যবহার করতে পারবেন।
এই সবগুলো এলিমেণ্টই ১০০% ভেক্টর, তাই আপনি এগুলো রিসাইজ, রং পরিবর্তন, এবং গ্রাফিক কোয়ালিটি না হারিয়েই সম্পূর্ণ কাস্টমাইজ করতে পারবেন। একটি প্রফেশনাল টেম্পলেট সেট দিয়ে আপনার ইনফোগ্রাফিক ডিজাইন তৈরি করার প্রক্রিয়া দ্রুততর করুন। আপনার তথ্যগুলো কিছুটা অন্যভাবে তুলে ধরুন!



৫। ইনফোগ্রাফিক ফ্ল্যাট টেম্পলেট ডিজাইন এলিমেন্ট
আপনি যদি ইনফোগ্রাফিক ডিজাইন করে থাকেন তাহলে এই ফ্ল্যাট এলিমেণ্ট সেটটি হতে পারে চমৎকার শুরু। এতে আছে কিছু বেসিক পিপল গ্রাফিক্স এবং বেশ কিছু রঙ্গিন টেম্পলেট শেপের ভান্ডার। এটাতে বেশ কিছু ডাটা ভিজুয়ালাইজেশন অপশন আছে, যেমন বিভিন্ন স্টাইলের বার চার্ট, লাইন গ্রাফ এবং আরও অনেক কিছু। এতে আরও আছে সিম্পল ভেক্টর ইলাস্ট্রেশন এবং আইকনসমূহ। এই ফাইলগুলো AI এবং EPS কম্প্যাটিবল, সম্পূর্ণ লেয়ারড, কাজের জন্য প্রস্তুত এবং খুব সহজেই হাই-রেজ্যুলেশনে এক্সপোর্ট করা যায়।



৬। ইনফোগ্রাফিক সিম্পল – টেম্পলেট ডিজাইন কিট
এটা হচ্ছে একটি জনপ্রিয় ইনফোগ্রাফিক্স সেট, যা গ্রাফিকরিভারে উচ্চ রেটিংয়ে অনেকবার বিক্রি হয়েছে এবং অনেক গ্রাহকই এটাতে লাইক ও কমেণ্ট করেছে, “বেশ ভালো! খুব সহজেই এক্সিকিউট করা গেছে।” এই ভেক্টর টেম্পলেট কিটে সেটআপ করার মত অনেকগুলো ইনফোগ্রাফিক্স সেট আছে যা ব্যবহার করতে প্রস্তুত আছে। শুধু আপনার তথ্য সাজান, কলআউটটি কাস্টমাইজ করুন, এবং আপনি মুহূর্তেই একটি সিম্পল, ভালোভাবে ডিজাইনকৃত ইনফোগ্রাফিক এক্সপোর্ট করার জন্য প্রস্তুত হয়ে যাবেন। এই ফাইলগুলো পেশাদারীতার সাথে সেটআপ করা হয়েছে এবং এগুলো নিয়ে কাজ করা বেশ সহজ। এই জনপ্রিয় টেম্পলেটটি নিন এবং এটা দিয়ে আপনার নিজস্ব ইনফোগ্রাফিক ডিজাইন করুন।



৭। মেগাপ্যাক ইনফোগ্রাফিক টেম্পলেট সেট ০১
এই মেগা ইনফোগ্রাফিক সেট দিয়ে আপনি আকর্ষণীয় ইনফোগ্রাফিক তৈরি করতে পারবেন। আপনার বিজনেস ব্লগ বা অন্য কোনও প্রজেক্ট, যে কারনেই আপনি ইনফোগ্রাফিক তৈরি করেন না কেন, এই সেটটি দিয়ে অনেকগুলো বিকল্প উপায়ে কাজ করতে পারবেন। ভেক্টরগুলোতে খুব দ্রুত তথ্য যোগ করতে ও এক্সপোর্ট করতে পারবেন।
এই সেটে বেশ কিছু অসাধারন ইলাস্ট্রেশন পাবেন যাতে ডাটা ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করা যায়, ফলে আপনার দর্শকদের সাথে একটি ভিজুয়াল আণ্ডারস্ট্যান্ডিং তৈরি করবে। আপনি যদি আপনার তথ্যসমূহ দিয়ে একটি আকর্ষণীয় গল্প বলতে চান, তাহলে এই ইনফোগ্রাফিক টেম্পলেট সেটটি নিতে পারেন। এটা দিয়ে কিছু জটিল তথ্য পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা যাবে।



৮। ইনফোগ্রাফিক টেম্পলেট এলিমেন্ট ভ-১
এই জনপ্রিয় ইনফোগ্রাফিক টেমপ্লেট ফাইলে একটি মডার্ন, পরিচ্ছন্ন ডিজাইনের পাশাপাশি অসংখ্য ডাটা ভিজুয়ালাইজেশন অপশন আছে। আপনি যদি একটি ভিজুয়াল স্টোরি এবং কুইক গ্রাফিক সল্যুশন তৈরি করতে চান, তাহলে এই ফাইলে অনেকগুলো শক্তিশালী ডিজাইন একত্রে পাবেন।
আপনি পিপল আইকন, অ্যাপ্লিকেশন ডাটা, টাইমলাইন, অরগ চার্ট এবং আরও বহু কিছুর ভিত্তিতে এই ইনফোগ্রাফিকটি তৈরি করতে পারবেন। এই সেটে পিএসডি এবং ভেক্টর দুই ধরনের ফাইলই আছে, তাই আপনার পছন্দমত ডিজাইন সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।



৯। সার্কেল পাই চার্ট ইনফোগ্রাফিক এলিমেন্ট
এটাতে একটি সার্কেল পাই চার্টের সেট আছে যাতে বেশ কয়েক ধরণের স্টাইলে পাই চার্ট তৈরি করা যায়। এছাড়াও এতে ৩০ টি মিনিমাল আইকন অন্তর্ভুক্ত আছে। ফাইলগুলো ভেক্টর ফরম্যাটের সাথে খুব গভীরভাবে তৈরি করা হয়েছে। এখানে ১৪ টি পেইজ আছে যা ব্রোশিয়ার বা অন্যান্য মিডিয়ায় ব্যবহার করতে সম্পূর্ণ প্রস্তুত। কেবল আপনার তথ্য, লোগো প্রবেশ করিয়ে এবং আপনার ইনফরমেশনের সাথে কাস্টমাইজ করেই এক্সপোর্ট ও ব্যবহার করতে পারবেন!



১০। আউটলাইন ইনফোগ্রাফিক্স টেম্পলেট ডিজাইন। পার্ট ৩ (+২৫ আইকন)
এই প্যাকে অনেকগুলো আকর্ষণীয় ইনফোগ্রাফিক এলিমেন্ট আছে। এগুলো দিয়ে আপনি কন্টেন্ট মার্কেটিং, ল্যান্ডিং পেইজ ডিজাইন অথবা প্রসেস ভিজুয়ালাইজেশনের জন্য আপনার নিজস্ব ইনফোগ্রাফিক ডিজাইন তৈরি করতে ব্যবহার করতে পারবেন।
এই ইনফোগ্রাফিকে বিভিন্ন শেপের প্রায় ২৫ টি লিনিয়ার আইকন আছে। এতে আছে দশটি টেম্পলেট যাতে মেঘ, তীর, লুপ, গিয়ার এবং গোলক ছাড়াও অন্যান্য ধারনা চিত্রন করা হয়েছে। আপনার যদি এমন কোনও ইনফোগ্রাফিকের প্রয়োজন হয় যা একটি ভিজুয়াল কনসেপ্ট তুলে ধরবে, তাহলে এই টেম্পলেটটি একটি অসাধারণ পছন্দ ।



১১। এসইও ডেভেলপমেন্ট ইনফোগ্রাফিক ডিজাইন – উইথ 19 পেইজ
এই ডিজাইন, এবং ইনফোগ্রাফিক এলিমেন্ট গুলো ভেক্টর যা মিক্স এবং ম্যাচিং করা সম্ভব। যদিও এই পেইজগুলোর আসল শক্তি হচ্ছে ১৯ টি ইউনিক ইনফোগ্রাফিক্স পেইজ যা তাৎক্ষনিক ব্যবহারের উপযোগী। এগুলো ফ্ল্যাট ভেক্টর ইলাস্ট্রেশন, আইকন এবং অন্যান্য আকর্ষণীয় রঙ্গিন চার্ট এবং গ্রাফ দ্বারা অংকিত। আপনি যদি এমন একটি ইনফোগ্রাফিক্স সেট খুঁজেন যার ভিজুয়ালাইজিং কনসেপ্টটি বেশ বড় এবং অত্যন্ত চিত্রবহুল, তাহলে এই সেটটি বেছে নিন।



১২। মেগাপ্যাক ইনফোগ্রাফিক টেম্পলেট সেট অব ডিজাইন
আপনার নতুন পন্যের বিক্রি বাড়ানো অথবা আপনার দর্শকদের জন্য কোনও ধারনা চিত্রিত করা যাই হোক না কেন - এই ইনফোগ্রাফিক টেম্পলেটটি একটি পেশাদার সমাধান। এই ডিজাইনটি একটি আকর্ষণীয় সমতল ডিজাইনে তৈরী। ডাউনলোডে ৫ রঙের কালার স্কিম অন্তর্ভুক্ত আছে। এই পিএসডি সেটে বিভিন্ন ধরণের আকর্ষণীয় অপশন আছে, যাতে বোল্ড আইকনের সাথে অসংখ্য ফ্লোচার্ট, বার চার্ট, গ্রাফ, সাইটম্যাপ, মডার্ন ইনফোগ্রাফিক্স এবং আরও অনেক কিছু মেশানো হয়েছে।



১৩। ফ্ল্যাট ভেক্টর ইনফোগ্রাফিক ডিজাইন এলিমেন্ট
এটা ফ্ল্যাট স্টাইলের এক সেট ভেক্টর ইনফোগ্রাফিক এলিমেন্ট। এগুলো খুব পরিচ্ছন্ন আধুনিক ডিজাইন যা আপনার প্রেজেন্টেশন অথবা কন্টেণ্ট মার্কেটিং ভিজুয়ালাইজেশনকে আরও প্রাণবন্ত করে তুলবে। এতে কয়েক ধরণের ইনফোগ্রাফিক্স, আইকন এবং সিম্পল ইলাস্ট্রেশনসমূহ আছে। আপনার প্রজেক্টের সাথে এগুলো খুব সহজেই মানিয়ে যাবে। একটি ভিজুয়াল স্টোরি বলুন যা আপনার পাঠকের মনোযোগ কেড়ে নিতে সক্ষম হবে। এবং এই ভেক্টর কিট দিয়ে তা সহজেই সাজিয়ে নিন!



১৪। ভিন্টেজ এণ্ড রেট্রো স্টাইল ইনফোগ্রাফিক টেমপ্লেট
এটা একটি স্টাইলিশ ইনফোগ্রাফিক টেমপ্লেট কিট, যা আপনি আপনার নিজস্ব রেট্রো ইনফ্লুয়েন্সড ইনফোগ্রাফিক তৈরিতে ব্যবহার করতে পারেন। এটাতে ভিন্টেজ ইলাস্ট্রেশনের সাথে মডার্ন ভিজুয়ালাইজেশন এলিমেন্ট এবং রেট্রো টাইপোগ্রাফি সংমিশ্রিত করা হয়েছে।
এতে আছে বার চার্ট, সার্কেল চার্ট, টাইমলাইন, পাই চার্ট, ডোনাট চার্ট, রাডার গ্রাফ, এরিয়া গ্রাফ, অ্যারো চার্ট, লাইন চার্ট, টাইমলাইন, ফানেল চার্ট, ওয়ার্ল্ড ম্যাপ, এবং আরও অনেক কিছু। এই টেমপ্লেটে বেশ কিছু দারুন অপশন আছে যা একটি বৈশিষ্ট্যপূর্ণ ইনফোগ্রাফিক তৈরি করতে সাহায্য করে।



১৫। ইনফোগ্রাফিক এলিমেন্ট ডিজাইন টেম্পলেট
এই ইনফোগ্রাফিক্স সেটে খুব সুন্দরভাবে ডিজাইনকৃত ভিজুয়ালাইজেশন এবং এলিমেন্টসমূহ একত্রে পাবেন। বিভিন্ন ধরণের পাই চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট, বার চার্ট, স্ক্যাটার চার্ট এতে অন্তর্ভুক্ত আছে। এছাড়াও এতে আছে ভেক্টর আইকন, সিম্পল ইলাস্ট্রেশন, এবং রঙ্গিন ডিজাইনসমূহ।
আপনার যদি এমন কোনও ইনফোগ্রাফিক প্রজেক্ট থাকে, যা অতিদ্রুত ডিজাইন করতে হবে, তাহলে দেরী না করে এটা নিতে পারেন। এই ফাইলগুলো আপনার তথ্য ও উপাত্ত দিয়ে খুব সহজেই কাস্টমাইজ করা যাবে। শুধুমাত্র তথ্য যোগ করুন, তারপর এক্সপোর্ট ও পাবলিশ করুন!



৫ টি কুইক ইনফোগ্রাফিক ডিজাইন টিপস
একটি
ইনফোগ্রাফিককে অবশ্যই দেখতে আকর্ষণীয় এবং আপনার গবেষণার মূল বিষয় তুলে ধরা উচিৎ, যাতে এটা
আপনার দর্শকদের কাছেও আকর্ষণীয় মনে হয়। এভাবে আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে
পারেন অথবা অন্য কোনও লক্ষ্য পূর্ণ করতে পারেন।
ভালোভাবে
ডিজাইনকৃত একটি ইনফোগ্রাফিক কোনও জটিল বিষয়কে সহজে বোধগম্য করে তুলে। এটা কোনও হিজিবিজি বিষয়কে
মানুষের কাছে আকর্ষণীয় করে তোলে।
একটি ইনফোগ্রাফি কিভাবে ডিজাইন করতে হয় তা শিখুন। গবেষণা থেকে শুরু করে ভিজুয়াল এসেট নির্বাচন এবং তা ইলাস্ট্রেটর অথবা ফটোশপে স্টাইল এবং পরিচ্ছন্নতার সাথে ফুটিয়ে তোলার পুরো প্রক্রিয়াটি আবিষ্কার করুন। এখানে একটি অসাধারণ ইনফোগ্রাফিক ডিজাইন করার পাঁচটি দ্রুত টিপস দেয়া হলো।
১। গবেষণা করুন এবং আপনার তথ্য সংগ্রহ করুন
তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বাছাইয়ের মাধ্যমেই একটি ইনফোগ্রাফিক শুরু হয়। শুরুতে তথ্য সমূহ এলোমেলো ও আগোছালো হয়ে থাকে। আপনাকে হয়তোবা এক্সেল স্প্রেডশীট নিয়ে কাজ করতে হবে, অথবা কোনও কাস্টমার সার্ভে অথবা কোনও বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত পরিসংখ্যানগত তথ্যসমূহ একত্রিত করতে হবে।
এখন আপনাকে এগুলো বিস্তারিত পড়তে হবে, তাহলে আপনি সঠিক তথ্যসমূহ বের করে আনার আগে এইসব তথ্যসমূহের অগ্রপশ্চাৎ ভালোভাবে বুঝতে পারবেন। একটি তথ্যের সংগে অপর তথ্য জোড়া দিতে শুরু করুন, তাহলে আপনি প্রকৃত চিত্রটি দেখতে পাবেন, তারপর এই পরিসংখ্যানগুলো চিহ্নিত করুন, যা আপনার বার্তাকে আরো স্পষ্ট করে তুলতে ব্যবহার করতে পারবেন।
মনে রাখবেন: আপনি যেই গল্পটি বলবেন তার জন্য এই ঘটনাগুলোর সমর্থন প্রয়োজন।
২। আপনার বর্ণনা আবিষ্কার করুন
তথ্যগুলো বেশ মজার মনে হবে, যখন আপনি দেখবেন যে, এগুলোর মাধ্যমে আপনি একটি আকর্ষণীয় ঘটনা বলতে পারেন। এই ইনফোগ্রাফিকের মাধ্যমে আপনার লক্ষ্য ঠিক করে নেয়া গুরুত্বপূর্ণ। এটা কি কোনও জটিল প্রক্রিয়া ব্যাখ্যা করা, কোনও উদ্ভূত প্রবণতা বা কোনও উদ্যোগের সমর্থনে তৈরি করতে হবে? আপনি যদি সময় নিয়ে আপনার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এমন তথ্য বের করে আনতে পারেন যা আপনার দর্শককে উজ্জীবিত করবে তাহলে আপনি একটি অসাধারণ গল্প বলতে পারবেন।
এমন কোনও বর্ণনা খুঁজে পাওয়া চ্যালেঞ্জিং যা আপনার ঐকান্তিক ইচ্ছা পূর্ণ করবে এবং আপনার দর্শকদেরকেও অভিভূত করবে। এই চ্যালেঞ্জগুলো সমাধানের মাধ্যমেই অসাধারণ ইনফোগ্রাফিক্স তৈরি করা সম্ভব। আপনার তথ্যগুলো আপনার গল্পকে সমর্থন করে কিনা সে সম্পর্কে নিজেকেই প্রশ্ন করুন? এটা কি আকর্ষণীয়? এটা কি আপনার লক্ষ্য পূর্ণ করে? এই গল্পটাই কি বলা দরকার?
যদি এর সবগুলোই হ্যাঁ হয়, তাহলে আপনি এগিয়ে যান।
৩। আপনার ইনফোগ্রাফিক টেম্পলেট বেছে নিন
আপনি যেসব তথ্য হাইলাইট করতে চান তা সিলেক্ট করার পর এখন এগুলোকে তুলে ধরার জন্য সঠিক ফরমেট বেছে নেয়ার পালা। আপনার তথ্যগুলো উপস্থাপন করার জন্য বারচার্ট থেকে শুরু করে প্রসেস ডায়াগ্রামসহ অনেকগুলো অপশন আছে।
উপরের টেম্পলেটসমূহ দেখুন অথবা গ্রাফিকরিভার থেকে একশ'য়ের বেশি ইনফোগ্রাফিক টেম্পলেট ডিজাইনসমূহ খুঁজে দেখুন। এগুলো দেখে আপনার তথ্য ও গল্পের সাথে মানিয়ে যায় এমন একটি ইনফোগ্রাফিক টেম্পলেট বেছে নিন। এছাড়াও ইলাস্ট্রেশন এবং আইকনের মতো সহযোগী এসেট বেছে নিন, যেগুলো আকর্ষণীয় ইনফোগ্রাফিক তৈরি করতে সাহায্য করবে।
ইনফোগ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে কয়েক ধরণের মতামত প্রচলিত আছে। কেউ কেউ মনে করেন টাইপোগ্রাফি, শূন্য স্থান এবং অন্যান্য বিষয়ের উপর মনোযোগ না দিয়ে তথ্য পরিচ্ছন্নভাবে তুলে ধরা উচিৎ। অন্যান্য ইনফোগ্রাফিক ডিজাইনাররা মনে করেন তথ্যের সাথে ইলাস্ট্রেশনের সংমিশ্রণে ইনফোগ্রাফিক তৈরি করা উচিৎ। দুটো পদ্ধতিতেই কাজ করা যায়। আপনার মনমতো ইনফোগ্রাফিক তৈরি করতে আপনাকে প্রয়োজনীয় এসেট এবং পরিকল্পনা দুটোই ঠিক করতে হবে।
কিভাবে শুধু তথ্য না সাজিয়েই চিত্রণ তৈরি করা যায় সে সম্পর্কে আরও জানুন:
৪। কিভাবে আপনার ইনফোগ্রাফিক ডিজাইন কাস্টমাইজ করবেন
এখন ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে কাজ করার সময়, আপনার ইনফোগ্রাফিক টেম্পলেট ফাইলটি খুলে তা কাস্টমাইজ করুন। আপনি নিজে নিজে আপনার ডিজাইনটি কাস্টমাইজ করতে পারেন অথবা একজন প্রফেশনাল ইনফোগ্রাফিক ডিজাইনারের সাহায্য নিতে পারেন। এনভেটো স্টুডিও থেকে আমাদের এমন বেশ কিছু ডিজাইনার আছে, যাদের সাহায্য আপনি নিতে পারেন।
এখন আপনি ক্রমানুসারে শুরু করুন। আপনার তথ্যগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আপনি তুলে ধরতে চাচ্ছেন? আপনার টেম্পলেটে যে তথ্যের উপর গুরুত্ব দিতে চান, তার জন্য যথেষ্ট জায়গা থাকতে হবে। তারপর অন্যান্য তথ্যগুলোও যোগ করুন, যা আপনার মূল পয়েন্ট এবং বর্ণনাটিকে সাপোর্ট করবে—অনেকটা রচনার শিরোনাম যেভাবে বিস্তারিত বিবরনের দিকে মনোযোগ টেনে নেয়।
তারপর আপনার ফন্ট সিলেক্ট করুন, এবং উপাদানগুলোতে স্টাইল যোগ করুন, আপনার ব্র্যাণ্ডের সাথে মানানসই রঙ নির্বাচন করুন যাতে ইনফোগ্রাফিকটি আরও সুন্দর ও পরিপাটী দেখায়। ইনফোগ্রাফিক স্টাইলের ক্ষেত্রে সহায়তা করতে আমাদের অনেক টিউটোরিয়াল আছে, যেমন বার চার্ট তৈরি করা, একটি থ্রিডি পাই চার্ট ডিজাইন করা এবং ম্যাপসমূহ ভেক্টরে রুপান্তর করার প্রক্রিয়া।
কিভাবে একটি কাস্টম ইনফোগ্রাফিক ডিজাইন করবেন সে সম্পর্কে আরও জানুন (শুরু থেকে শেষ পর্যন্ত একটি সম্পূর্ণ ধাপে ধাপে দেখানো প্রক্রিয়া):
৫। পরিমার্জন, পরীক্ষণ এবং রিলিজ করুন
এখন আপনার সমাপ্ত করা ইনফোগ্রাফিকটি নিন এবং আপনার টিম (অথবা ক্লায়েণ্টের) সাথে শেয়ার করুন। আপনি যদি কোনও স্টুডিও অথবা অফিসে কাজ করেন তাহলে পুরো গ্রুপের মতামত নিন। তার আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে এটা প্রথম দৃষ্টিতেই সহজে পড়া ও বোঝা যায় কিনা। এমন মানুষদেরকে দেখান, যারা আগে কখনোও এই ইনফোগ্রাফিকটি দেখে নি, তাহলে আপনি নতুনদের মতামত জানতে পারবেন।
এখন আপনার সংগৃহীত প্রতিক্রিয়াগুলির উপর ভিত্তি করে এটি সংশোধন করুন। এবং যতক্ষন না এটা স্পষ্ট না হয়, ততক্ষন এই প্রক্রিয়াটি বার বার করতে থাকুন। এখন আপনি আপনার ইনফোগ্রাফিকটি ব্যবহার করতে সম্পূর্ণ প্রস্তুত। এখন আপনার ওয়েবসাইটে শেয়ার করুন, আপনার সোশ্যাল চ্যানেলে প্রকাশ করুন অথবা আপনার চূড়ান্ত প্রজেক্টের সাথে সন্নিবেশ করুন!
আজই একটি ইনফোগ্রাফিক টেম্পলেট বেছে নিন!
যদি আপনার (অথবা আপনার ক্লায়েন্টের) কাছে এমন কোনও তথ্য থাকে যা বিশ্বের সামনে তুলে ধরা যায়, তাহলে একটি ইনফোগ্রাফিক ডিজাইন হচ্ছে একটি অন্যতম মাধ্যম! এটা দিয়ে আপনি জটিল পরিসংখ্যান, সংখ্যা এবং অন্যান্য পরিসংখ্যানগুলো একেবারে সহজ ও আকর্ষণীয় বিবরণের মাধ্যমে তুলে ধরতে পারেন।
গ্রাফিকরিভার থেকে শত শত ইনফোগ্রাফিক টেম্পলেট ডিজাইন দেখুন। এবং আপনার তথ্য উপস্থাপন করার জন্য সেরা লেআউটটি বেছে নিন। এটা কাস্টমাইজ করে প্রকাশ করুন এবং আপনার টার্গেট করা দর্শকদের প্রভাবিত করুন।


